ভুলে যান সব কিছু Search Everything আছে না!!!

বর্তমানে হার্ড ডিস্কের জায়গার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে সমুদ্রের সাথে তুলনা করা চলে। ৫০০জিবি , ১ টেরা এখন ছেলে খেলায় পরিনত হয়েছে। কম্পিউটারের এই বিশাল পরিমাণ স্পেস যখন ফাইলে, মুভিতে পরিপূর্ণ তখন কাংখিত ফাইল খুজে বের করা খড়ের গাদায় সুই খোজারই নামান্তর। ডিফল্ট সার্চ ইঞ্জিন যেটা থাকে তা দিয়ে ফাইল খোজা আর কচ্ছপ দিয়ে রেস খেলা একই কথা।

তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর তা হলো Search Everything নামের ছোট কিন্তু অসাধারণ একটা সফটওয়্যার ব্যবহার করা। কি এমন আছে যা অন্য সফটওয়্যারে নেই?
আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।

Everything search engine এর সিম্পল ফিচারঃ

  • ছোট ইন্সটলেশন ফাইল। (পোর্টেবলও আছে)
  • পরিস্কার পরিচ্ছন্ন ইন্টারফেস।
  • কুইক ফাইল ইনডেক্সিং। ( সেকেন্ডে ২০০০০ ফাইল)
  • কুইক সার্চ ইঞ্জিন।
  • অল্প রিসোর্স লাগে।

সব চেয়ে বড় কথা হলো সম্পুর্ন ফ্রী।
বিস্তারিত জানুন এখানে

Download Everything for Windows 2000, XP, 2003, Vista, 2008 and Windows 7

কিভাবে ব্যবহার করবেন? খুব সিম্পল। শুধু আপনার প্রয়োজনিয় ফাইলের নাম লিখবেন আর নিমিষেই সেই ফাইল চলে আসবে। আপনি ইচ্ছা করলে সেখান থেকেই ঐ ফাইল ওপেন করতে পারবেন। Tools থেকে আপনার প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিন।
তাহলে এত কষ্ট করে ফোল্ডার লোকেশন মনে রাখার কি দরকার? Everything search engine আছে না!

ডাউনলোডঃ

Everything search engine (334 KB)

ইন্সটল করার পর কিছুক্ষন সময় দিন ইনডেক্স করার জন্য। তারপর কম্পিউটার আপনার হাতে মুঠোয়!

আশা করি সবার কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাই ত খুজছিলাম এতদিন কোথায় ছিলে । অনেক অনেক ধন্যবাদ । শেয়ার করার জন্য। আশা করি আর ভাল ভাল জিনিস পাব ।

বেশি জোছ!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

এটি নিয়ে একটা টিউন হয়েছিল…তবে আপনি সুন্দর করে করেছেন..ধন্যবাদ 🙂

Thanks

ভাল হইছে।আমি চাইছিলাম এটা নিয়ে ১ টা টিউন করতাম। যাক আপনি করলেন অনেক ধন্যবাদ।

Level New

.ধন্যবাদধন্যবাদধন্যবাদ

Level 0

valo lagl0

অনেক দিন ধরে আমার একটা ফাইল খুঁজে পাচ্ছিনা ।
ধন্যবাদ ।

ভাল শেয়ার, ধন্যবাদ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই।

শেয়ার করার জন্য ধন্যবাদ! কিন্তু এসব সফটের সাথে কী লগার, স্পাইওয়ার, ম্যালওয়ার থাকার সম্ভাবনা কতটুকু?

বেশ অনেকদিন ধরে এটি ইউজ করছি, গুগল ডেস্কটপ সার্চ থেকে অনেক ভালো সারভিস দেয়, আর সাইজেও ছোট… ধইন্যা হাসান ভাই…

Level 2

bai wordpress english blog a google add dei naki@
janle balben plz

আগেথেকেই ব্যবহার করি। টিউনের জন্য ধন্যবাদ।
পরীক্ষা কেমন চলছে?

Level 0

sundor,tnks 🙂

Level 0

jotil Tune.Keep it up.Take care.

OS যখনই পুনরায় Set Up দিই, তখন প্রথমেই যে Soft-টি Install করি তা হলো Everything Search…

দারুণ একটা Speedy Soft…

apnaka onak donnobad bai 😀

জটিল …………

Level 0

সত্যিই জটিল অনেক ধন্যবাদ ….

দারুন জিনিস তো ভাই। ধন্যবাদ।

ধন্যবাদ খুবই উপকারি টিউন

essential soft for every one……… .

thanks………for nice tune

Level 0

Thanks

Level 0

চমৎকার টিউন! খুবই ভাল লাগল।

হাসান ভাই অফ টফিক। আপনাকে কেমন যেন আমার পূর্ব পরিচিত মনে হচ্ছে অনেক দিন ধরে কিন্তু বলি বলি করে বলা হচ্ছে না।

হাসান ভাই আমি কাল থেকে ভাবছিলাম যে everything search এর উপর একটি ব্লগ পোষ্ট লিখবো, কিন্তু আজ খুজতে গিয়ে দেখলাম আপনি আগে থেকেই অনেক সুন্দর করে এর উপর লিখে ফেলেছেন। আমি তো ছোট মানুষ, এমন সুন্দর করে তো লিখতেই পারতাম না। এজন্য পড়ে খুব ভাল লাগলো এবং অনেক বিষয়ও শিখলাম এখান থেকে।
ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর একটা টিউন আমাদের কে শেয়ার করার জন্য।