বাংলাদেশের সেরা ৬টি ডোমেইন হোস্টিং কোম্পানি

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমানে আমাদের অনলাইনে বিভিন্ন কাজের ক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করার দরকার হয়। কিন্তু প্রধান একটি সমস্যা হলো আমরা অনেকেই ঠিকমতো বুঝে উঠতে পারি না যে, কোন ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে ডোমেইন ও হোস্টিং কিনবো।

আর যদি বুঝেও থাকি, তাহলে যে সমস্যাটি অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেটি হলো, অনেকেরই মাস্টারকার্ড থাকে না। যার দরুণ চাইলেও আমরা ভালো কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেইন ও হোস্টিং কিনতে পারি না। ফলসরূপ প্রায়ই নানা ভোগান্তি পোহাতে হয় আমাদের। এজন্য আজকে আপনাদের সাথে বাংলাদেশের সেরা ৬টি ডোমেইন হোস্টিং কোম্পানির পরিচয় করিয়ে দেবো, যেখান থেকে আপনি নিশ্চিন্তে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন।

এছাড়াও আপনি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন এই ডোমেইন হোস্টিং কোম্পানি গুলো থেকে। সাথে পাবেন ২৪/৭ সাপোর্ট। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বিকাশ কিংবা রকেটের সাহায্যেও ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তো চলুন জেনে নিই ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি গুলো সম্পর্কে।

EBN Host

EBN host একটি বিশ্বস্ত ডোমেইন হোস্টিং প্রোভাইডার। এদের হোস্টিং প্লানের ফিচার অনুযায়ী যে প্রাইস হওয়া উচিত, তার চেয়ে কম প্রাইসেই আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনাকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যেখানেই আপনি কম প্রাইস পাবেন সেখানেই দৌড়াতে যাবেন না।

আপনি প্রথেমে যাচাই বাছাই করে নিন, তারপর সেখান থেকে কিনুন। EBN host থেকে কেনার পূর্বেও আপনি তাদের সাথে যোগাযোগ করে নিন। আপনার যেসব ফিচার বা সার্ভিস প্রয়োজন সেগুলো তারা আপনাকে দিতে পারবে কি না তা জানুন। এদের ওয়েবসাইটে গেলেই আপনি সকল তথ্য পেয়ে যাবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Hosting Bangladesh

এদের সাপোর্ট সত্যিই আমাকে ইমপ্রেস করেছে। আমি যখনি এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তখনি মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যেই রেসপন্স করেছে তারা। তাছাড়া এদের হোস্টিং প্লানের বিভিন্ন ফিচারও বেশ দারুণ। আপনি এখান থেকেও আপনার পছন্দের হোস্টিং প্লানটি কিনতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Web Hostbd

আপনারা অনেকেই হয়তো এই কোম্পানির নামের সাথে পরিচিত। আপনি Web Hostbd তে বেশ কয়েকটি হোস্টিং প্লান দেখতে পাবেন। আপনার সুবিধা অনুযায়ী যেকোনোটি নিতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Exon Host

এটিও বিশ্বস্ত একটি ডোমেইন হোস্টিং প্রোভাইডার। হোস্টিং প্লানের সাথে Free.XYZ Domain + Free Site Transfer + Free One Click Installer  +  Free Server Setup. এই সুবিধা গুলোতো থাকছেই। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Exel Node

আমরা অনেকেই হয়তো উপরে উল্লেখিত কোম্পানি গুলোর সাথে পরিচিত, কিন্তু এই Exel Node সম্পর্কে জানি না। হ্যাঁ এটিও বেশ ভালো একটি হোস্টিং প্রোভাইডার। এই Exel Node এর একটি মজার দিক হলো এদের একটি বাংলা ব্লগ আছে, যেখান থেকে আপনি ডোমেইন ও হোস্টিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Diana Host

কি নামটা শোনা শোনা মনে হচ্ছে? হ্যাঁ আমরা অনেকেই এই নামটির সাথেও পরিচিত। বাংলাদেশি ডোমেইন হোস্টিং প্রোভাইডার দের মধ্যে এটিও ভালো একটি কোম্পানি। আপনার পছন্দ অনুযায়ী এখান থেকেও হোস্টিং প্লান কিনতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ডোমেইন ও হোস্টিং কেনার সময় একই জায়গা থেকে কেনার চেষ্টা করুন। তাহলে আপনাকে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হবে না।

আপনাদের আমি আবারো বলতে চায় যে, আপনি যেখান থেকেই ডোমেইন ও হোস্টিং কিনুন না কেন, আগে তাদের সুযোগ সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আপনি যা চাচ্ছেন তা পাবেন কি না, তা ভালো করে জেনে বুঝে তারপরেই কিনুন। কারণ আপনি আপনার ওয়েবসাইটের জন্য আপনার সামর্থ্যের মধ্যে ভালো কিছুই আশা করেন। তারপরও একটি বিষয় মনে রাখবেন, আপনি হয়তোবা যে প্রাইসের মধ্যে ডোমেইন হোস্টিং চাচ্ছেন,  হতে পারে সে প্রাইসের মধ্যে সব দরকারি ফিচার পাবেন না। কয়েকটি বাদও পরতে পারে। সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আসলেই সে ফিচার গুলো আপনার কতটা দরকার।

তো আশা করি আপনি সমস্ত বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন। আর্টিকেলটি কেমন লাগলো তা টিউমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কি ধরনের আর্টিকেল চান সেটিও জানিয়ে দিন। আপনাকে ধন্যবাদ, এতক্ষণ মূল্যবান সময় দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য। আশা করি আপনার একটু হলেও উপকারে আসবে।

Level 0

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস