অনেকেই আছেন যারা মোবাইলের মাধ্যমে Job form বা অন্যান্য Form পূরণ করে থাকেন। এক্ষেত্রে প্রায়ই একই তথ্য বারবার লিখতে হয়। এক্ষেত্রে সময় ও শ্রম দুটাই নষ্ট হয়। সময় ও শ্রম বাচাতে এই টিউন।
📜প্রয়োজন📅
১। Chrome Browser
২। Keyboard (Ridmik keyboard or Mayabi Keyboard)
N.B: All UPDATE Version
🚊নিচের পদ্ধতি অনুসরণ করুন🚊
আজ Mayabi Keyboard দেখবো।
💈Mayabi Keyboard💈
🗼Start: সরাসরি আপনার Mayab keyboard Apps টা open করুন।
🗼M-1: এমন একটা Interface আসবে।
🗼M-2: Box "A" তে form অনুসারে একটা করে তথ্য লিখুন। তারপর Box "B" তে ক্লিক করুন।
🗼M-3: "B" তে ক্লিক করার পরে এমন একটা নোটিফিকেশন দেখাবে।
এভাবে সকল তথ্য ইনপুট করুন।
এখানে একটা ব্যাপার আছে। নোটিফিকেশনটি দেখানোর পরে ইনপুটকৃত তথ্যটি মুছে দিয়ে নতুন তথ্য ইনপুট করুন। এভাবে কাজটি করতে থাকুন।
🗼M-4:" ক্লিপবোর্ড সম্পাদনা " অপশনে গিয়ে দেখে নিন, সব তথ্য সঠিক আছে কিনা।
🗼M-5: যেকোন Job form এ যান। খালি বক্সে ক্লিক করতেই Mayabi keyboard open হবে। তারপর "A"তে ক্লিক করুন।
🗼M-6: Follow.picture
🗼M-7: Follow.picture
এভাবে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে Submit করে দিন।
বাকি কাজ তো আপনারা পারেনই।
আর যদি না পারেন তবে জানাবেন।
বি.দ্র. : লেখা গুলো কয়েকবার পড়ুন। অবশ্যই ছবি আর ছবির নম্বরের সাথে মিলাবেন। আর এটা কিন্তু কোন Job form fillup শেখানো হলো না। এটা সময় ও শ্রম বাচানো টেকনিক শেখানো হলো।
<<যারা Cut, Copy, Paste করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা: ক্রেডিট দিতে না পারলেও “সংগৃহীত ” কথাটি উল্লেখ করলে খুশি হবো। >>
আমি লেইজি কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।