অনেকেই আছেন যারা মোবাইলের মাধ্যমে Job form বা অন্যান্য Form পূরণ করে থাকেন। এক্ষেত্রে প্রায়ই একই তথ্য বারবার লিখতে হয়। এক্ষেত্রে সময় ও শ্রম দুটাই নষ্ট হয়। সময় ও শ্রম বাচাতে এই টিউন।
📜প্রয়োজন📅
১। Chrome Browser
২। Keyboard (Ridmik keyboard or Mayabi Keyboard)
N.B: All UPDATE Version
🚊নিচের পদ্ধতি অনুসরণ করুন🚊
প্রথমে Ridmik keyboard দেখাবো।
তারপরে Mayabi Keyboard দেখবো।
⚓ Start: Apps গুলো এমন।
Chrome Open করুন।
⚓ Follow 2no. Pic.
⚓ 3no. Pic: Address bar এ আপনার Job site লিখে। Website ঢুকে পড়ুন। (যে Job টা available ছিলো সেটা দিয়ে আমি Tutorial টা তৈরি করেছি।
⚓ Follow 4no. Pic.
⚓ 5no. Pic: "A" থেকে আপনার পছন্দের টিউনে টিক দিয়ে Next বাটনে চাপুন।
⚓ 6no. Pic: পুরো ফর্ম টি সুন্দরভাবে দেখুন। তাতে কি কি চাইছে! Information গুলো সঠিকভাবে একটা খাতা বা কাগজে লিখুন।
⚓ 7no. Pic: যেকোন খালি বক্সে ক্লিক করতেই আপনার Keyboard interface চলে আসবে(B এর মত)।
⚓ 8no. Pic: এই অংশটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে তিনটি রং আছে। Red, Green, Yellow. প্রথমে Red box টি ভালভাবে লক্ষ্য করুন। দেখুন 8.1 no. Pic এর মত কিনা!
যদি মিল থাকে তবে Green box এ ক্লিক করুন।
আর যদি মিল না থাকে তবে Yellow circle এ
"T" তে click করুন। তারপর 8.1 no. Pic এর মত Interface আসবে। এবার Green box এ ক্লিক করুন।
⚓ 9no. Pic টি অনুসরণ করুন।
⚓ 10no. Pic টি অনুসরণ করুন।
⚓ 11no. Pic: এবার ঐযে খাতা বা কাগজে লিখে রাখা তথ্যগুলো একের পর এক লিখে Save করতে থাকুন।
⚓ 12no. Pic: এভাবে তথ্যগুলো সাজিয়ে ফেলুন।
⚓ 13no. Pic: এবার, । আবার আপনার পছন্দের টিউনে ঢুকুন। Applicant's Name, box "A" এ ক্লিক করুন, Ridmik keyboard Open হয়ে যাবে। এবার Green box "B" এ ক্লিক করুন। ("B" এটাকে ক্লিপবোর্ড বলে)।
⚓ 14no. Pic: কি! চলে আসছে? এবার। প্রথমে বক্সে ক্লিক করুন, তারপর নিচ থেকে তথ্যে ক্লিক করুন। এভাবে সকল তথ্য ইনপুট করুন। (চিত্র অনুসারে: প্রথমে A তে চাপুন তারপর B তে চাপুন। )
⚓ 15no. Pic: সব তথ্য ঠিকঠাক থাকলে। Validation codeটি পাশে বক্সে বসিয়ে দিন। "A" box টিক দিয়ে Next বাটনে চাপুন।
বাকি কাজ তো আপনারা পারেনই।
আর যদি না পারেন তবে জানাবেন।
বি.দ্র. : লেখা গুলো কয়েকবার পড়ুন। অবশ্যই ছবি আর ছবির নম্বরের সাথে মিলাবেন। আর এটা কিন্তু কোন Job form fillup শেখানো হলো না। এটা সময় ও শ্রম বাচানো টেকনিক শেখানো হলো।
<<যারা Cut, Copy, Paste করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা: ক্রেডিট দিতে না পারলেও “সংগৃহীত ” কথাটি উল্লেখ করলে খুশি হবো। >>
আমি লেইজি কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।