ইন্টারনেটের মাধ্যমে গ্রাপিক ডিজাইন হলো বর্ত মানে একটি বড় কাজের জায়গা। যারা ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের বিষয় টাকে পেশা হিসাবে নিতে চান তাদের জন্য-
প্রথম প্রশ্ন ঃ
কী শিখব?
আজকে এখানে এই বিষয় সম্পর্কে ধারণা দেয়া চেষ্টা করব।
সবার আগে একটা বিষয় সম্পর্কে খুব ভালো এবং পরিস্কার করে জেনে নেয়া দরকার। সেটা হল অনলাইনে কাজ করতে চাইলে আপনাকে অনেক প্রতিযোগিতা করতে হবে। আর এই প্রতিযোগিতা করতে হবে সারা বিশ্বের ডিজাইনারদের সাথে। আমার জানা মতে প্রায় সব দেশেই গ্রাফিক ডিজাইনের উপর বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী নিতে পারে। এখন কথা হল বাংলাদেশে তো আর এই ধরনের তেমন কোন ব্যবস্থা নেই বর্তমনে। তবে কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে শুধূ মাত্র সনদ প্রদান করা হয়। তবে বাস্তব কাজের কোন প্রমান পাওয়া যায় না। আবার অনেক ট্রেনিং সেন্টা রয়েছে সেখানে যারা শিখান তাদের অনেকেই ডিজাইনের মূল নিয়ম জানে না বা জানার প্রয়োজন বোধ মনে করে না। শুধু মাত্র এইটা দেখিয়ে দেয় যে কী করলে কী হবে। আর এর পর একাউন্ট খোলা কাজ করা শুরু। হয়ে গেল গ্রাফিক ডিজাইনার আর কী লাগে। তারপর যখন ক্লাইন্ট কাজ পছন্দ করে না তখন আর বুঝতে পারে না এর কারণ কী? আর বেশি দিন অনলাইনে টিকতেও পারে না।
আসলে এই ভবে শিখলে কিছুই হবে না, তা হলে কী ভাবে শিখেতে হবে-
এই বার আসেন আসল কথাই-
আসলে ডিজিটাল ডিজানের ক্ষেত্রে কারিগরি বিষয় অনেক গুরুত্বপূর্ন। ডিসপ্লেতে রং কিভাবে কাজ কর, কাগজে প্রিন্ট করার সময় কিভাবে কাজ করে, ইন্টারনেটে কিভাবে কাজ করে এই সকল বিয়য়ে ভালো জ্ঞান না থাকলে আপনি ভাল ডিজাইনার হতে পারবেন না। সেই সাথে আপনাকে ইমজের বিভিন্ন ধরনের ফরম্যাট সম্পর্কে ভারো ধারণা রাখতে হবে। এই বিষয় গুলোকে এড়িয়ে যাওয়া হয়। আর আমাদের যেটা শিখানো হয়। সেটা হলো কোন টুল ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়। এই টা হল পরের বিষয়, কেননা এইট খুব কম সময়ে শিখা যায়। এর জন্য ভালো হয় যদি কোন প্রতিষ্ঠানের সহায়তা পান। তবে ভালো মানের ডিজাইনার হতে চাই আপনা কে পড়াশুনা করতে হবে আর সেই সাথে যদি কোরো সহয়োগিতা পান তাহলে কাজটা আরো সহেজ হয়ে যায়। আর একটা কথা নিজেকে অনেক সময় দিতে হবে তা না হলে সম্ভব না। বাস্তবে যা শিখতে চান সেটার দিকে দৃষ্টি দেন। গ্রাফিক ডিজাইন যদি শিখতেই হয় ভালভাবে শিখুন, অথবা মাথা থেকে ডিজাইনার হিসাবে অনলাইনে কাজ করার চিন্তা বাদ দেন।
আসলে এই বিষয় গুলো আমি আমার বাস্ত্যব অভিগতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও আমি বলছি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ ভালো থাকবেন সবাই।
আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।