ছবির ভেতর যে-কোনো ফাইল হাইড করুন

ছবির ভেতর যে-কোনো ফাইল হাইড করুন

আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আসলে কম্পিউটার আমাদের সবার ব্যক্তিগত একটা জিনিস। কম্পিউটারে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল থাকে। যে সকল ফাইল আমরা কারো সাথে শেয়ার করতে চাই না। যদি এ-সব ফাইল অন্য কারো হাতে পড়ে, তাহলে আপনার প্রাইভেসি নষ্ট হয় কিংবা অন্য কোন বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই, এ-সব ফাইল হাইড করার জন্য আমারা নানা ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি।

এই অ্যাপ্লিকেশনগুলো আপনার কম্পিউটারের রেম ও স্টোরেজ দখল করে। যার ফলে, আপনার কম্পিউটার বা শখের মোবাইল ফোন স্লো হয়ে যায়। তাছাড়া, অনেক সময় এ-সব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফাইল হাইড করলে ফাইলগুলো করাপ্টেড বা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় তো অনেক গুরুত্বপূর্ণ ফাইল হারিয়েও যায়।

তাই, আজকে আমি আপনাদের জানবো কিভাবে আপনি কোন অ্যাপ্লিকেশন ছাড়া একটি ছবির ভেতর আপনার যে-কোন ধরনের ফাইল হাইড করে রাখতে পারেন। আর এটা খুঁজ সহজেই করতে পারবেন। শুধু একটু বুদ্ধি খাটিয়ে।

ছবির ভেতর ফাইল হাইড করার উপায়

আপনি হয়তো ফটোশপ ব্যবহার করছেন। এই ফটোশপ ব্যবহার করে যেমন বিভিন্ন ছবি থেকে যে কোনো কিছু মুছে ফেলার উপায় আছে, তেমনই আছে যে কোন ছবিতে যে কোনো ফাইল হাইড করে রাখার দূদান্ত উপায়। আসুন, সে উপায়টি আমরা জেনে নিই-

 

ছবির ভেতর ফাইল হাইড করার জন্য আপনাকে যা যা করতে হবেঃ

  • প্রথমে আপনি যেকোন নামে একটি ফোল্ডার বানিয়ে নিন। আপনার যেখানে ইচ্ছা সেখানেই ফোল্ডার বানাতে পারেন। আমার ক্ষেত্রে আমি ডেক্সটপে বানাচ্ছি।

নিউ ফোল্ডার হাইড

  • এবার যে ছবিতে ফাইল হাইড করবেন, সেই ছবি এবং যে ফাইলগুলো হাইড করবেন সেগুলো আপনার তৈরি করা ফোল্ডারে কপি করে নিতে হবে।

ফাইল হাইড

  • আপনার ফাইলগুলো কপি করা হয়ে গেলে যে ফাইলগুলো হাইড করবেন সেগুলো Winrar  বা 7Zip দারা একটি ফাইলে জিপ করে নিন। তবে, মাথায় রাখবেন আপনার ইমেজ ফাইলটি কিন্তু জিপ করবেন না।

জিপ ফাইল হাইড

  • এবার জিপ ফাইল ও ইমেজ ফাইল ছাড়া আপনার সকল আনজিপ ফাইল গুলো ডিলিট করে ফেলুন।

ডিলিট হাইড

  • আপনার আওজিপ ফাইলগুলো ডিলিট হয়ে গেলে আপনার ফোল্ডারের ফাইল মেনুতে ক্লিক করুন।

ফাইল মেনু (1)

  • ফোল্ডার ফাইল মেনুতে ক্লিক করলে একটি পপআপ উইন্ডো ওপেন হবে। উইন্ডো থেকে Open Windows PowerShell  বাটনে ক্লিক করুন। তবে, Windows 7 ব্যবহার করলে পরিবর্তে Open Command Window দেখতে পাবেন।

পপআপ হাইড

  • এবার আপনি Windows PowerShell  বাটনে ক্লিক করলে PowerShell বা Command উইন্ডো ওপেন হবে। তারপর আপনাকে PowerShell বা Command তে CMD টাইপ করে Enter চাপতে হবে।

  • এরপর আপনাকে টাইপ করতে হবেঃ Copy (স্পেস) /b (স্পেস) ইমেজ ফাইলের নাম সাথে এক্সটেনশন (স্পেস ছাড়া) + (স্পেস ছাড়া) জিপ ফাইলের নাম সাথে এক্সটেনশন।

command file hide

  • একটা উদাহরন দিয়ে দিই আপনার বুজানোর সুবিধায়ঃ  copy /b photo.jpg+Files.zip দিয়ে Enter চাপতে হবে। এখানে ইমেজ ও জিপ ফাইলের নাম আপনার ফাইলগুলোর নাম অনুসারে দিবেন। আমার ক্ষেত্রে ইমেজ ফাইলের নাম হলঃ photo এবং এর এক্সটেনশন.jpg। জিপ ফাইলের নাম হলঃ File এবং এক্সটেনশন.zip। ভালো করে টাইপ করে Enter চাপলে আপনার কাজ শেষ আপনার ফাইলগুলো ছবির মধ্যে হাইড হয়ে যাবে।

যদি আপনি ফাইল এক্সটেনশন না দেখতে পান তাহলে View মেনু দেখতে পাবেন ওখানেই ক্লিক করুন।

command file hide

File Name Extensions এ টিক চিহ্ন দিন তাহলে দেখতে পাবেন।

ফাইল নেম

এবার দেখুন আপনার ফাইলগুলো হাইড হয়েছে। নিশ্চিত হতে ইমেজ ফাইলের সাইজ দেখুন। যদি ইমেজ ফাইলের সাইজ বাড়ে তাহলে ফাইলগুলো হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেলে আপনি জিপ ফাইলটি ডিলিট করে দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা।

হাইড করা ফাইল দেখবেন কিভাবে?

  • হাইড করা ফাইল দেখার জন্য যে ছবিতে আপনি আপনার ফাইলগুলো হাইড করেছেন সে ছবিতে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে।

ওপেন উইথ হাইড

  • রাইট বাটনে ক্লিক করার পর ওপেন উইথে ক্লিক করুন।
  • ওপেন উইথ থেকে Winrar বা 7Zip সিলেক্ট করলে আপনার হাইড করা ফাইলগুলো দেখতে পাবেন।

Winrar file hide

ছবির ভেতরে ফাইল হাইড করা খুব সুন্দর একটি আইডিয়া। কেউ সহজে ভাবেতেই পারবেনা যে ছবির ভেতরে কোন ফাইল থাকতে পারে। ফলে, আপনার হাইড করা ফাইলগুলোও সেফ থাকবে। কোন কারণে যদি আপনার ফাইলগুলো হাইড না হয় তাহলে ফাইল নেম এক্স এক্সটেনশন ভালো করে চেক করে নিয়ে আবার হাইড করার চেষ্টা করুন। আর যদি আপানার কম্পিউটারে Winrar বা 7Zip অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে ডাউনলোড করে নিন।

  1. Winrar ডাউনলোড লিঙ্কঃ Winrar
  2. 7Zip ডাউনলোড লিঙ্কঃ 7Zip

তাহলে বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম কিভাবে ছবির ভেতরে যেকোনো ধরনের ফাইল হাইড করা যায়। আশা করি, অসাধারন এই ট্রিকসটি একবার হলেও ট্রায় করে দেখবেন। ট্রিকসটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পযন্ত দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

 

ধন্যবাদ

 

Level 2

আমি আর জে রোহান। , Gaibandha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন

    ধন্যবাদ ভাইয়া… এইভাবেই পাশে থেকে সাপোর্ট + উৎসাহ ২টাই দিবেন….
    .
    আবারো ধন্যবাদ

ছবিতে ক্লিক করলে কি ছবি দেখাবে?