আমরা প্রায় সবাই মুভি দেখি।আবার কেউ কেউ মুভি কালেকশনও করি।বাসায় নেট যখন ছিল না তখন ডিভিডি কিনে মুভি দেখা হত। কিন্তু প্রয়োজনের সময় খুঁজে দেখা যেত ডিভিডিটি নেই। হয় বন্ধুর কাছে নয়তো অন্য কারো কাছে।আবার নেট থেকে মুভি ডাউনলোড যখন শুরু করি তখন একটা সময় দেখা যেত হার্ড ডিস্কে অনেক মুভি জমে গেছে।যেহেতু ব্যান্ডউইথ খরচ করে বা অনেক সময় লাগিয়ে মুভি ডাউনলোড করি তাই মুভি ডিলিট না করে তখন মুভি ডিভিডিতে রাইট করা শুরু করি।একটা সময় দেখা গেছে অনেক মুভি ডিভিডিতে জমা হয়েছে।সমস্যা শুরু যখন দেখি একটা মুভি আগে একবার নামিয়েছি কয়েক মাস পরে আর মনে নাই তখন আবার নাইমিয়েছি।অথবা যখন কেউ বলে এই মুভিটা আছে নাকি বা অই মুভিটা থাকলে দে। একটা ডিভিডিতে ৬-৭টা মুভি রাইট করা।তখন এত ডিভিডির মাঝে এর প্রয়োজনীয় মুভিটা খুঁজে পাওয়া যেত না।তখন সব ডিভিডি চেক করে মুভি খুঁজে নিতে হয়।এটা একটা বিরাট সমস্যা।
যাই হোক তখন নেট খুঁজে বের করলাম মুভি কালেক্টর প্রো।মুভি কালেক্টরদের এই সব সমস্যার সমাধান মুভি কালেক্টর প্রো।অবশ্য নেটে এই রকম অন্য সফটওয়্যারও আছে।মুভি কালেক্টর প্রো ব্যবহার শুরু করবার পর এ ধরনের কোন সমস্যায় আর পরতে হয়নি। প্রয়োজন মতো মুভিগুলোকে বিভিন্ন ভাবে ক্যাটাগড়ি করে রাখা যায়।সফটওয়্যারটির অন্যতম প্রধান সুবিধা হল আপনি মুভির নামটি প্রবেশ করিয়ে অনায়াসে imdb হতে সেই মুভিটির সমস্ত তথ্য(যেমনঃঅভিনেতা, রানটাইম,রিলিজডেট,ডিরেক্টর ইত্যাদি) সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবেন।
যে কোন মুভি কালেক্টরের জন্য অবশ্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার মুভি কালেক্টর প্রো।
ডাউনলোডঃ http://www.mediafire.com/?cdatpzcow3n0ju7
প্রজম্নে প্রকাশিতঃ http://forum.projanmo.com/topic25106.html
এবং http://sam.azgor.com/2011/04/movie-collector-pro.html
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
software এর লিংক কোথায়? video এর লিংক ই বা কোথায়?