ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা

বিসমিল্লাহির রহমানির রহিম

ইমেইল ক্লায়েন্ট গুলোর মধ্য ইয়াহু খুবই জনপ্রিয়। আমরা অনেকেই মেইলের জন্য ইয়াহু ব্যবহার করি। এর একটি দারুন সুবিধা আছে। যা আমরা বেশীর ভাগ ব্যবহারকারী জানি না। তা হল এর একটি একাউন্ট দিয়ে দুটি আইডি ব্যবহার করে যায়।

সহজ কয়েকটি ধাপের মাধ্যমে দুটি আইডি তৈরি করা যায়। নিচে অতিরিক্ত ইমেইল আইডি তৈরি করার ধাপ গুলো দেখানো হল।

১. প্রথমে mail.yahoo.com এ গিয়ে ডানে Options থেকে More Options… এ ক্লিক করুন।

২. এবার বামে থেকে Acconts এ ক্লিক করুন।

৩. তারপর ডানে থেকে Create extra email address এ ক্লিক করুন।

৪. এবার নতুন আইডির জন্য একটি নাম দিন এবং Check Availability বাটনে ক্লিক করুন।

৫. আপনার দেয়া নামটি আগে ব্যবহার না হলে Choose নামে একটি বাটন আসবে, এতে ক্লিক করুন।

৬. এবার ক্যাপচাতে দেয়া কোডটি খালি বক্সে টাইপ করে OK বাটনে ক্লিক করুন।

সব ঠিক মত করলে আপনাকে পরের পেজে Congratulation জানাবে। এখন আপনাকে দুটি আইডির যে আইডি থেকেই মেইল করা হোক না কেন তা একই ইনবক্সে জমা হবে।
আশা করি টিউনটি কাজে লাগবে।
ধন্যবাদ।

পূর্বপ্রকাশিতঃ এখানে

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক ..
ভাল জিনিস…

Really Nice………
কাজে লাগবে্‌…………….

ধন্যবাদ। আমিও একটা বানালাম।
[email protected] 😀

Level 2

ami o

অসাধারন হইসে। ‍আপনাকে ধন্যবাদ। কাজে আসবে।

tnx
but GMAIL a hoy na

Level 0

সাইদুল সাহেব জিমেইলে আপনি নতুন একাউন্ট নয় চাইলে আপনার ইয়াহু , হটমেইল সহ সকল ইমেইল এড করে একই মেইল রিসিভ করা সম্ভব…….>

কােজ আসেব। thanks

Level 0

thanks bro,