অ্যান্ড্রয়েডে ডু নট ডিস্টার্ব মুড কি কাজে লাগে?

হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন?

আশাকরি ভালো আছেন।

আজকে আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম।

এখন আমি এমন একটি সেটিংস এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটা সম্পর্কে আপনাদের না জানার সম্ভাবনাই বেশি।

এই সেটিংস টার নাম হচ্ছে ডু নট ডিস্টার্ব।

এই সেটিংসটির কি কাজ?

চলুন প্রথম থেকেই শুরু করি। আমি দিহান আছি আপনাদের সাথে। আসছি ইন্ট্রোর পরে।

 

আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যাই তখন কিন্তু আমরা ফোনটাকে সাইলেন্ট করে দিই। ফোন সাইলেন্ট মুডে থাকলে আমাদের ফোনে কোনো কল, মেসেজ কিংবা নোটিফিকেশন এলে কোনো আওয়াজ হয়না।

ডু নট ডিস্টার্ব মুড হলো এমন একটি সেটিংস যেটি ব্যবহার করে আপনি ফোনের সাইলেন্ট মুডকে নিজের মতো করে কাস্টোমাইজ করতে পারবেন। চলুন ব্যাপারটা কিভাবে কাজ করে সেটি দেখে আসি।

প্রথমেই আমাদেরকে ফোনের সেটিংস এ যেতে হবে। সেটিংস এ যাওয়ার পরে সার্চবারে ক্লিক করুন। টেক্সটবক্সে ডু নট ডিস্টার্ব লিখুন এবং সেটিংসটির ভেতরে প্রবেশ করুন। সেটিংসটি বিভিন্ন ফোনে বিভিন্নরকম ভাবে রয়েছে। তো আমার ফোনে যেভাবে রয়েছে আমি আপনাদেরকে সেভাবে বুঝিয়ে দেবো।

 

প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হলো প্রায়োরিটি অনলি অ্যালাউস। ভেতরে গেলে দেখবেন রিমাইন্ডার রয়েছে, ইভেন্টস রয়েছে, মেসেজ, কল ও রয়েছে। এই সেটিংস গুলো আপনি নিজের মত করে সেট করে নিতে পারেন। আপাতত আমাদের রিমাইন্ডার কিংবা ইভেন্টস নিয়ে কাজ করার দরকার নেই।

প্রথমেই আমরা কাজ করব মেসেজ নিয়ে।

মেসেজ লেখাটির উপরে ক্লিক করলে ‘ফ্রম এনিওয়ান, ফ্রম কন্টাক্টস অনলি, ফ্রম স্টারড কন্টাক্টস অনলি এবং নান – এই চারটি অপশন দেখতে পাবেন।

এখানে যদি আপনি ফ্রম এনিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে ডু নট ডিস্টার্ব মুডে থাকা অবস্থাতেও আপনার ফোনে মেসেজ আসলে আওয়াজ হবে। ফ্রম কন্টাক্টস অনলি সেভ করে রাখলে আপনার ফোনে সেভ করা নম্বরগুলো থেকে মেসেজ আসলে আওয়াজ হবে, ফ্রম স্টারড কন্টাক্টস অনলি সিলেক্ট করলে শুধুমাত্র স্টার করে রাখা কনটাক্ট থেকে মেসেজ এলে আওয়াজ হবে। আর নান সিলেক্ট করলে কোনো মেসেজেই শব্দ হবেনা।

মেসেজের ঠিক নিচেই কলস নামে আরেকটি অপশন রয়েছে।

অপশনটিতে ক্লিক করলে আবার আগের মতই একটি পপ আপ অপশন পাবেন। এখানে যদি আপনি ফ্রম এনিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে ডু নট ডিস্টার্ব মুডে থাকা অবস্থাতেও আপনার ফোনে কল আসলে আওয়াজ হবে। ফ্রম কন্টাক্টস অনলি সেভ করে রাখলে আপনার ফোনে সেভ করা নম্বরগুলো থেকে কল আসলে আওয়াজ হবে, ফ্রম স্টারড কন্টাক্টস অনলি সিলেক্ট করলে শুধুমাত্র স্টার করে রাখা কনটাক্ট থেকে কল এলে আওয়াজ হবে। আর নান সিলেক্ট করলে কোনো কলেই রিংটোন বেজে উঠবেনা।

শেষের অপশনটা হলো রিপিট কলারস। আপনি উপরে যেই সেটিংস ই সেভ করে রাখুন না কেন এই অপশনটি চালু রাখলে কেউ যদি আপনাকে ১৫ মিনিটের মধ্যে একাধিকবার কল করে তাহলে আপনি রিংটোন শুনতে পাবেন। যখন কারো সাথে যোগাযোগ করা জরুরি হয়ে পড়ে তখন সাধারণত একাধিকবার কল দেয়া হয়। দরকারি কলগুলোকে মিস করতে না চাইলে এই অপশনটি চালু রাখতে পারেন।

এবার ব্যাকে চলে এলাম।

এখানে আপনি অটোমেটিক রুলস নামে আরেকটি অপশন পাবেন। এখানে আপনি উইকেন্ড, উইকনাইট ইত্যাদি অপশন পাবেন।

চলুন জেনে নিই এই অপশনগুলোর কাজ কি।

ধরুন আপনার কোনো একটা টিউশনি আছে, কিংবা ক্লাস রয়েছে। আপনি এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করে ঠিক করে দিতে পারবেন যে ক্লাস কিংবা টিউশনির সময়ে আপনি কোন ধরনের কল কিংবা নোটিফিকেশন পেতে চান। আপনাকে অবশ্যই সময় এবং দিন ঠিক করে দিতে হবে। প্রায়োরিটি অনলি সিলেক্ট করলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কল এবং নোটিফিকেশন পাবেন, আর বাকি অপশনদুটি তো এমনিতেই বুঝে ফেলেছেন।

এটি আসলে অ্যান্ড্রয়েড ফোনের একটি দারুণ সেটিংস। এখানে ব্লক ভিজ্যুয়াল ডিস্টার্বেন্স নামে আরো একটি সেটিংস রয়েছে। এটি সম্পর্কে আমি আসলে ভালোমত জানিনা। আপনি যদি এই সেটিংসটি সম্পর্কে জেনে থাকেন তাহলে আমাকে টিউমেন্টে জানাবেন।

আর হ্যা, আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এছাড়াও আপনি ডু নট ডিস্টার্ব মুড সম্পর্কে আরো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের থেকে শিখতে চাই।

আজকের ভিডিও আর বড় করব না। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক পেলে নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা বাড়তে থাকে। চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে এই সেটিংসটি সম্পর্কে জানিয়ে দিতে পারেন।  আল্লাহ হাফেজ।

আর হ্যা, টিউনটি দেখে যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখে নিন।

Level 0

আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good post … point akare file aro valo hoto