উইন্ডোজের টুলস মেনু থেকে ফোল্ডার সরিয়ে ফেলা যায়

বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারের কিছু ফোল্ডার লুকিয়ে রাখা যায়।ফোল্ডার লুকাতে বা দেখাতে হলে Tools মেনু থেকে Folder Options-এ যেতে হবে।যদি সেই Folder Option সরিয়ে দেন তবে কেমন হয়?

  • Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে  Run থেকে gpedit যেতে হবে।
  • এখন Group Policy থেকে User configuration/ Administrative Templates/ Windows Components/ Windows Explorer থেকে Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে সক্রিয় করে নিন।
  • এখন দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Option টি আর নেই।
  • এটি আবার পেতে হলে Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে দিন।

সূত্র - প্রথম আলো

Level 0

আমি জিকো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

copy to paste

Level 0

প্রথম আলো থেকে copy to paste হয় না।

ধন্যবাদ। খুব উপকার হইলো। আশাকরি এ ধরনের টিপস যেখানেই পাবেন টেকটিউনারদের কাছে শেয়ার করবেন।

ধন্যবাদ। খুব উপকার হইলো। আশাকরি এ ধরনের টিপস যেখানেই পাবেন টেকটিউনারদের সাথে শেয়ার করবেন।

শেয়ারের জন্য ধন্যবাদ। অনেক সময় ভাইরাসেই এই অপশনটি বন্ধ করে দেয় তখনও এভাবে Folder Options ফিরিয়ে আনা যাবে….
তবে Run এ gpedit.msc লিখলে ভাল…

Level 0

Good writing with reference…

ভাইরে আমার ফোল্ডার অপশন এমনিতেই ভাইরাস নষ্ট কইরা ফেলছে,আমি ফোল্ডার অপশন গায়েব না,ঠিক করব কিভাবে।