সেফ ওয়েবসাইট চেনার উপায়

সময়ের প্রয়োজনে নতুন নতুন সাইটে ঢুকতে হয়। দরকারে রেজিস্ট্রেশন সহ অনেক কাজ করা লাগে। আর যদি সাইটটি হয় অর্থ সংক্রান্ত তাহলে তো কথায় নাই।

তো কিভাবে বুঝবেন সাইটটির ওপর ভরসা করা যায় কি না? পরিচিত লোকজন মানে যার ওপর ভরসা করা যায় এমন কারো কাছে জেনে নিতে পারেন। কিন্তু এভাবে কয়জনের কাছেই বা জানবেন আর সব সাইট সম্পর্কে সবাই জানবে এটা প্রায় অস্বাভাবিক।

আজকাল অনলাইনে ইনকামের প্রতি মানুষের ঝোক বেশি। থাকাতাই স্বাভাবিক। যারা এক্সপার্ট তারা vworker, getacoder ইত্যাদি সাইটে কাজ করেন। এসব সাইট খুবই নির্ভরযোগ্য, তাই তাদের কোন সমস্যা হয় না। কিন্তু সমস্যা যারা কোন কাজ পারেন না তাদের নিয়ে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মিষ্ট কথায় প্রতারিত হন। অনেকটা সময় এসবের পেছনে নষ্ট হয়। এসব সাইটের মধ্যে থাকে বিভিন্ন পিটিসি সাইট, ইনভেস্টমেন্ট সাইট আরো কত কি। কেউ আপনাকে একটা পিটিসি সাইটের লিংক দিল, যেমন http://www.incrasebux.com/register.php/reg_now.html. এখন কিভাবে পরীক্ষা করবেন এই সাইটের বিশ্বাসযোগ্যতা?

এক্ষেত্রে সমাধান হতে পারে http://www.mywot.com এখানে সাইটের বিশ্বাসযোগ্যতার ওপর পাবেন বিভিন্ন তথ্য। তথ্যগুলো অবশ্য ব্যবহারকারীদেরই দেয়া। লিংক থেকে incrasebux.com কপি করে সাইটের সার্চবক্সে পেস্ট করে সার্চ দিন। যদি ব্যাকগ্রাউন্ড সবুজ থাকে তাহলে বিশ্বাসযোগ্য, হলুদ/লাল হলে বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া Trustworthiness, Vendor reliability ইত্যাদির ওপর মার্ক থাকবে। মার্ক যত বেশি তত ভাল। incrasebux.com সবুজ দেখায় কিন্তু perfectbux.com হলুদ মানে বিশ্বাস করা উচিত হবেনা। তাহলে দেখা যাচ্ছে আপনি নিশ্চিন্তে http://www.incrasebux.com/register.php/reg_now.html লিংক ফলো করে ইনকামের লক্ষে কাজ করতে পারেন।

তাছাড়া ফায়ারফক্স ব্যবহারকারীরা এখান থেকে এডঅন ইন্সটল করে নিতে পারেন। তাহলে গুগলে সার্চ দেবার সময়ও সাইটের রেটিং জানতে পারবেন।

ইন্টারনেটে আপনার পথচলা শুভ হোক।

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo agea jan……………………..

Level 0

Good. Carry on.

ধন্যবাদ। আগে use করতাম। পরে আর ইন্সটল করা হয় নি। আসলেই কাজের।