অনলাইনে চায়না থেকে পন্য কিনুন একদম ঘরে বসে তাও আবার বাংলাদেশ থেকে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আলি এক্সপ্রেস চায়না থেকে পন্য কিনুন অনলাইনে একদম ঘরে বসে তাও আবার বাংলাদেশ থেকে।

আজকে আপনাদের  কে  আমি একটি অনলাইন শপিং সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব তো চলুন শুরু করি।

আমরা  অনেকেই এখন আমাদের  প্রয়োজনীয়  ও শখের অকেন পন্য অনলাইনে ক্রয় করে থাকি বা অনলাইনে শপিং করে থাকি। কিন্তু বাংলাদেশে অনলাইনে পন্য ক্রয় করলে স্থানীয় বাজারের চাইতে একটু বেশি পরিমান অর্থ ব্যয় করতে হয় যার কারণে আমাদের দেশে অনলাইনে পন্য  ক্রয় করাটা  কিছুটা ব্যয় বহুল।

আমি আপনাদের কে এখন একটি  চায়নার ও বিশ্বের অন্যতম অনলাইন শপিং সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে পন্য কিনলে আপনি বাংলাদেশের সকল অনলাইন শপিং সাইটের চাইতে অনেক কম মূল্যে আপনার কাঙ্খিত পন্যটি ক্রয় করতে পারবেন।

 সাইটের নাম আলি এক্সপ্রেস.কম

আলিবাবা আমরা সবাই কমবেশি এই নাম শুনেছি এটি বিশ্বের সবচেয়ে বড় আনলাই পন্য ক্রয় বিক্রয়ের শপিং সেলিং প্লাটফর্ম।

এটি মূলত চায়নার বিশাল ইন্ডস্ট্রিজ শিল্প নিয়ে গড়ে  উঠেছে  এবং এই আলিবাবার একটি শাখা হচ্ছে আলি এক্সপ্রেস ডট কম।

আলি এক্সপ্রেসে কি ধরনের পন্য পাওয়া যায়-

এখানে প্রায় সকল প্রকার পন্য পাওয়া যায়  পাইকারি ও  খুচরা।

আপনি চাইলে একটি পেনড্রাইভ, আ্যকুরিয়ামের প্রডাক্ট, ফ্যাশন, মোবাইল, ও বর্তমানে আলোচিত পেয়াজ ও ক্রয় করতে পারেন।

পন্য কিভাবে বাংলাদেশে পৌছাবে:

ভাবছেন তারা কিভাবে পন্য বাংলাদেশে পাঠাবে। এটি নিয়ে চিন্তার কোন কারণ নেই কেননা তারা চায়না মেইল, কার্গো বিমান, ও জাহাজে পন্য প্রেরণ করে আপনি পন্য ক্রয়ের সময় যে মাধ্যম টি তাদের বলে দিবেন তারা ঠিক ঐ মাধ্যমেই আপনার নিকট পন্যটি প্র্রেরন করবে।

পন্য কিনতে প্রথমে একটি এ্যকাউন্ট করতে হবে।

টাকা যেভাবে দিবেন:

আপনি তাদের কে ব্যাংকের  ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপাল এর মাধ্যমে টাকা পে করতে পরবেন। আপনার কাছে পন্য পৌছার পর আপনি আল  এক্সপ্রেস এ  লগইন করে তাদের কে পন্য পাওয়ার ব্যপারে কনফার্ম করলেই তারা পন্যের মূল্য বিক্রেতা কে দিয়ে দিবে।

চাইলে আপনি চায়না থেকে পন্য কিনে একটি ব্যবসায় ও পরিচালনা করতে পারেন।

Level 1

আমি আসলাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস