প্রিয় টেকটিউনবাসী, কি খবর? আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ইউটিউব ভিডিও এর জন্য থাম্বনেইল বানাই। পুরো ভিডিওটা দেখলে মোটামুটি উন্নত মানের থাম্বনেইল বানানো শিখে যাবেন।
প্রথমেই জেনে নিই এই পদ্ধতিতে থাম্বনেইল বানাতে চাইলে যে যে বিষয়ে বেসিক নলেজ থাকা লাগবেঃ
এবারে কিছু কথা বলে নিই।
আগে আমি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে ইউটিউব ভিডিও এর জন্য থাম্বনেইল তৈরী করতাম। সেগুলো খুব বেশি ভালো হতোনা। এখন আমি ফটোশপ ব্যবহার করে থাম্বনেইল বানাই। যেগুলো খুব ভালো না হলেও চলার মত হয়। বিশ্বসুন্দরী বলা যাবেনা, কিন্তু কাজ হয়।
প্রথমেই একটা কথা বলে নেই, চুলকানীমার্কা থাম্বনেইল ব্যবহার করা যাবেনা। আমি অনেক ভিডিওতে দেখেছি, ভিডিওর ভেতরে কোনো মেয়ে নেই অথচ থাম্বনেইলে সেক্সি লুকওয়ালা মেয়ের ছবি ব্যবহার করা হয়েছে। আপনি যদি এমনটি করে থাকেন তবেই অচিরেই আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। সুতরাং এ থেকে বাঁচতে এ ধরনের কাজ করা থেকে দূরে থাকুন।
আর বকবক করবো না। চলুন যাই ভিডিওতে।
আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।