বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম…
আমার লেখাটি শুরু করার আগে কয়েকটি অনুপ্রেরনামুলক কথা দিয়ে শরু করছি….
আমাদের এই পোষ্টটি যদি আপনাদের কারো ভালো লাগে অথবা একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের গুগল প্লে-স্টোরের অ্যাগুলোকের একবার হলেও ইন্সটল করে একটা রেটিং প্রদান করুন। সকল অগ্রিম ধন্যবাদ….
ডাউনলোড এবং ইন্সটল প্লে-স্টোর অ্যাপ্স নিচের ছবির উপর ক্লিক করুন:
Link: https://play.google.com/store/apps/dev?id=7198951423247387085
ডাউনলোড করে নিন বিপিএল 2019-2020 লাইভ স্কোর অ্যাপ্স নিচের লিংকের উপর ক্লিক করুন:
Link: http://www.mediafire.com/file/fv910m9cgiyy1qa/ipl_2020_live_score_update.apk/file
সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল নিচের ছবির উপর ক্লিক করুন:
Link: https://www.youtube.com/channel/UCFt73Ez9ct7Olz_8nlZFWZQ
ইন্টারনেটের উচ্চগতির জন্য অনেক টাকা দিচ্ছেন, কিন্তু তবুও মন মতো পাচ্ছেন না ইন্টারনেটের গতি। ইতোমধ্যে হয়তো বা অনেকবার ফোন করে কাস্টমার কেয়ারে বকাও দিয়েছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। তাই রাগে মাথার চুল ছেঁড়ার আগে এই ৬টি কাজ করে নিতে পারেন। এরপরও যদি কাজ না হয়, তবে যোগাযোগ করুন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে।
১) রাউটারের ফার্মওয়্যার আপডেট:
সব সময় আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন। একেকটি রাউটারের ফার্মওয়্যার আপডেট পদ্ধতি একেক রকম। তবে আপডেট করতে হলে আপনাকে রাউটারের আইপি এড্রেস দিয়ে লগিন করতে হবে। তারপর ফার্মওয়্যার আপডেট দিতে হবে।
২) ডুয়ালব্যান্ড গিগাহার্টজ আপডেট:
আপনার ডুয়াল ব্যান্ড এর গিগাহার্টজ যদি ২.৪ দেওয়া থাকে তবে তা ৫ গিগাহার্টজে আপডেট করুন।
৩) মেশ ওয়াইফাই:
ভালো ওয়াইফাই কাভারেজ পেতে মেশ (mesh) ওয়াইফাই নেটওয়ার্কে উন্নিত করতে পারেন। এ বিষয়ে এই লিঙ্কটি দেখতে পারেন।
৪) রাখার স্থান:
ওয়াইফাই রাউটারটি খোলা স্থানে রাখুন। কখনোই তা দেয়ালের কাছে রাখবেন না। অনেকে দেয়ালে রাউটার ঝুলিয়ে রাখেন। সেটা না করাই শ্রেয়।
৫) ওয়াইফাই বুস্টার:
উপরের টিপসগুলোতে কাজ না হয়ে থাকলে এক্সটার্নাল এন্টেনা বুস্টার লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন স্পিড।
৬) লো কস্ট রিপিটার:
অনেক সময় বড় বাসাতে একটি রাউটার দিয়ে কাভার দেওয়া যায় না। সেক্ষেত্রে কম দামি কিছু ওয়াইফাই রিপিটার ব্যবহার করতে পারেন।
*
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে।
পোস্টটি, ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আরো নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে পারি। সকলে ভালো থাকবেন
#ধন্যবাদ
আমি মিঠুন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Mithun. I am student of degree in National University and work as a computer operator in a Insurance company. I want to be a freelancer.