যারা টিউনার, তাদেরকে আমার কাছে ছোটখাট একজন বিজ্ঞানী বলেই মনে হয়।ছোটখাট বলছি এই কারনে যে, এদের অনেকেই দেখতে বয়সে খুবই নবীন কিন্তু তাদের কচি মাথার চমৎকার প্রতিভাগুলোকে কোনভাবেই ছোটখাট বলা যাবে না। এইসব প্রতিভাধর টিউনার যেমন আছেন, তেমনি আছেন আমার মত সাধারণ কম্পিউটার ব্যবহারকারীও। আমার মনে হয় আমাদের মত সাধারণ ইউজারদের সংখ্যাটাই বেশি।
প্রতিদিনের প্রযুক্তি ব্যবহারে আমরা (সাধারণ ইউজারগণ) সাধারণ বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার স্বীকার হই। যেমন হলো, বিভিন্ন ফাইল হোস্টিং সাইট থেকে ফাইল ডাউনলোড করা। রেপিডশেয়ার, হটফাইল, ডেপোজিটফাইল, মেগাআপলোড ইত্যাদি নাম শুনলেই আমরা আঁতকে উঠি। টাইম ওয়েটিং, এ্যাডস, ক্যাপচা টাইপিং, রিজিউম সাপোর্ট না করা এবং আমাদের দেশে যেহেতু ওয়্যারলেস ইন্টারনেট ইউজারের সংখ্যা বেশি, তাই আইপি সমস্যাটাও বিকট।অধিকাংশই প্যারালাল ডাউনলোড সাপোর্ট করে না। লোডশেডিং, অত্যন্ত ধীর গতির ইন্টারনেট সার্ভিস এবং সময়, এইসব মিলিয়ে একটু বড় ফাইলগুলো ডাউনলোডের কথা চিন্তাই করতে পারি না।
এসব থেকে মুক্তির ০৪ (চার)টি সহজ পদ্ধতি আছে। আজকে সেগুলো নিয়েই আলোচনা করব। অভিজ্ঞ টেকিভাইয়ের কাছে পরামর্শ চাইব, এই পদ্ধতিগুলোর পাশাপাশি আর কী কী সিস্টেম আছে সেগুলো দয়া করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
এটা একেবারেই খুব সহজ একটা পদ্ধতি। ০১ মিনিটের ব্যাপার। মজিলা ফায়ারফক্স থেকে ব্রাউজ করে স্কিপস্ক্রীণ এ্যাডঅনটি ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট দিন। কেল্লা ফতে। প্রায় সব ফাইল হোস্টিং সাইটগুলো থেকে ডাউনলোড করার কাজটা সহজ করে দিবে এটি।
আমার মতে সবচাইতে কার্যকরী এবং সহজ সমাধান এটি। আপনি শুধু লিংকটা কপি করবেন, সাথে সাথে Mipony নিজেও লিংকটি কপি করে নিবে। সেই কপি করা লিংকের উপর রাইট বাটন ক্লিক করে শুধু ডাউনলোড দিন। ব্যস, আপনাকে আর কিছুই করতে হবে। Mipony মিনিমাইজ করে নিশ্চিন্তে অন্য কাজগুলো করে ফেলুন। যে সব ফাইল হোস্টিংগুলো ক্যাপচা ইউজ করে তার জন্যও চিন্তার কিছু নেই। Mipony শুধু সেই ক্যাপচাটা আপনার সামনে পপ-আপের মাধ্যমে তুলে ধরবে। ক্যাপচা পূরণ করে দিন। ব্যস, মামলা ডিসমিস।
Mipony ডাউনলোড করুন এখান থেকে।
Leech মানে হচ্ছে জোঁক। ডাক্তার বা চিকিৎসকদেরকেও Leech বলা হয়।নামকরণটা যথার্থই বলতে হবে, অনেক ক্ষেত্রে জোঁকের সাথে ডাক্তারদের মিল খুঁজে পাওয়া যায় বলে। যাই হউক, কম্পিউটারের ভাষায় Leeching এর মানে হলো, একজনের ইনফরমেশন ব্যবহার করে একাধিক জনের সুবিধা ভোগ করা জাতীয় কিছু আরকি।এই জাতীয় ওয়েবসাইটে গিয়ে আপনার লিংকটি কপি পেস্ট করে দিলে এরা আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য রিজিউম সাপোর্ট দিয়ে ডাউনলোড করার ব্যবস্থা করে দিবে। সমস্যা হলো, এরাও মারাত্মক বিজ্ঞাপন শো করে থাকে। সাথে একটু পরে পরেই পপ-আপ পেজ অটো ওপেন হতে থাকে। এ্যাডঅন দিয়ে বন্ধ করে দিলে আবার অনেক সময় আপনার কাজ সে করে দিবে না। যাই হউক, ডাউনলোডের স্বার্থে এসব একটু ঝক্কি তো পোহাতে হবেই তাই না?
এই পদ্ধতির উপরে কোন ওষুধ নাই। টাকা দিবেন, ডাউনলোড করবেন। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্রিমিয়াম ইত্যাদি বাহারি প্যাকেজ কিনে ব্যবহার করবেন দিন রাত ২৪ ঘন্টা যত খুশি তত। কিন্তু আপনি এটা করবেন কিনা সেইটাই হলো আসল কথা।হে হে…..
আগেই বলেছি, এই পোস্ট সেই সমস্ত সাধারণ ইউজারদের জন্য যারা আমার মতই এসব টুকিটাকি টেকি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং হচ্ছেন। অভিজ্ঞ টিউনারদের কাছে এই পোস্ট বিরক্তি উৎপাদন করবে নিশ্চিত।
এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে থাকবে টেকটিউনস টুকিটাকি টেকি : টিটি টিটি টি ০২ : বিষয়: ?
(অফটপিক: উইন্ডোজের বিভিন্ন ফ্রি অথবা ফুল ভার্সনের দরকারি সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে ব্যক্তিগত নতুন ব্লগসাইট http://www.windowscom.blogspot.com ভিজিট করতে পারেন অথবা টেকটিউনসে প্রকাশিত আমার পূর্বের পোস্টগুলো দেখতে পারেন)
আমি windowscom1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANKS