বিটকয়েন মাইনিং করে প্রধানত বিটকয়েন আয় করা হয়। কিন্তু আমাদের পক্ষে বিটকয়েন মাইনিং করে আয় করা অনেকটাই কঠিন কাজ। আমরা আমাদের কম্পিউটারেই মাইনিং করব না অনেক গুলো কম্পিউটারে এক সাথে মাইনিং করব। ব্যাপারটা এই আর্টিকেল শেষে পরিষ্কার করে বলে দিয়েছি। একটু ধৈর্য ধরে পড়ুন। পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
Browser Mining
Browser Mining হল কোন ব্রাউজারে যেমনঃ Mozila, Chrome, Opera, UCC, Maxthon, IE ওপেন রেখে সেখানে একটি Plugin সক্রিয় করা। এই প্লাগিন অন রেখে যতক্ষন ব্রাউজার ওপেন থাকবে ততক্ষন আপনার Cyrpto Currency মাইনিং হতে থাকবে। সেটা হতে পারে Bitcoin, Dogecoin, Bitcoin cash, Peer coin সহ অন্যান্য। এখানে সামান্য নেট খরচ হতে থাকে এবং আপনার পিসি কিছু র্যাম রিসোর্স ব্যবহার করে মূল সার্ভারের ক্লাউড মাইনিং করার চেষ্টা করে। যার বিনিময়ে প্রতিদিন কিছু কিছু পরিমাণ Bitcoin ডিপোজিট পাবেন আপনার Mining কৃত একাউন্টে।
Mining সাইটের পরিচয়ঃ
একটি সাইট পাইলাম তার নাম হচ্ছে CryptoTab. আমার রেফার লিঙ্ক থেকে ইন্সটল করলে আমার সামান্য উপকার হবে 😀
১। এই সাইটের একটি প্লাগিন আপনাকে ব্রাউজারে ইনস্টল করতে হবে। এবং ব্রাউজারটি শুধুমাত্র গুগল ক্রোমের এবং মজিলার যে কোন ভার্সন হলেই হবে।
২। Ram ও Hardware উপর তেমন একটা চাপ সৃষ্টি করেনা।
৩। যে কোন ভাবে Boost Mining করতে পারবেন যথারুপঃ Normal, Medium & High Mode.
৪। আনলিমিটেড রেফারেল করতে পারবেন। প্রতি রেফারেলে আপনি ০০.০৩ BTC হিসাবে পাবেন।
৫। ব্রাউজারে এটি সচল থাকলেও আপনি একই ব্রাউজারে অন্যান্য কাজ করলেও সমস্যা সৃষ্টি করবেনা।
৬। নেট খরচ তেমন নাই বললেই চলে। মনে করি, আপনি ১ দিনে সর্বমোট ৮ ঘন্টার মত মাইনিং করলেন। তাহলে নেট খরচ হবে প্রায় ১০-১৫ এমবির মত।
৭। অবশ্যই পিসিতে/ল্যাপটপে কাজ করা যাবে। কোন ট্যাব কিংবা অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা যাবেনা (কারন, এই গুলোতে তেমন হাই কনফিগারের র্যাম, রম নাই)
সাইটের নীতিমালা, প্রশ্নবিষয়ক, পেমেন্ট বিষয়ক বিস্তারিত তথ্যর জন্য অনুসরন করুন এখানে
কিভাবে একাউন্ট ওপেন ও মাইনিং করবেন?
Step 1: প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো একটা CRYPTO TAB CHROME OR MOZILLA EXTENSION DOWNLOAD করেতে হবে। আমি বলবো সরাসরি Chrome এ Extension use না করে CRYPTO TAB BROWSER টী DOWNLOAD করুন। এই Browser থেকে আয় বেশি হবে।
Its same as Google Chrome
Step 2: Install হয়ে গেলে এখানে Add to chrome and get bitcoin এ-ক্লিক করে প্লাগিনটি ইনস্টল করুন। ১ মিনিট মত সময় নিবে
Add Extension to CryptoTab Browser
Step 3: অবশ্যই Gmail or Facebook or any valid social media account লাগবে আপনার BTC সেভ করে রাখার জন্যে। এইটা কোনোভাবেই ভুল করা যাবে নাহ। না হলে আপনি কয়েন গুলো হারাবেন।
Step 4: এরপর আপনার ব্রাউজারে উপরের ট্যাবে সর্বডানে লক্ষ্য করুন সেখানে হলুদ চিহৃর একটি আইকন যোগ হয়েছে। যদি যোগ হয় তাহলে বুঝবেন সঠিকভাবে ইনস্টল হয়েছে। নিম্নরুপঃ
CryptoTab Extension on CryptoTab Browser
আপনার মাইনিং ইস্টাট করার জন্য নিচে ছবি দিয়ে দেখানো হলো। একটু খেয়াল করুন আমি বাম সাইটের উপরের দিকে লাল কালার দিয়ে চার দিকে ঘিরে দিয়েছি ওটা যতোটা ডাইনে টান দিবেন ততো আপনার মাইনিং বৃদ্ধি পাবে। তার নিচে আপনার একাউন্ট যেখানে আপনার সমস্ত বিটকয়েন যোগ হবে। তার নিচে ডান দিকে গোলগি কালার দারা ঘিরে দিয়েছি ওটা আপনার রেফার কোড।
Happy Mining
আপনি যতো বেশি রেফার করতে পারবেন ততো বেশি ইনকাম। আপনি একটু লক্ষ করলে দেখতে পারবেন। নিচে একটা পিকচার দেয়া আছে এই ওয়েব সাইট থেকে আপনি ১০ লেভেল পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখানে আপনার ইচ্ছা মতো রেফারেল বৃদ্ধি করে ইনকাম করতে পারছেন। রেফার না বাড়ালেও কোন সমস্যা নাই। কিন্ত আপনার ইনকাম তুলনা মুলক একটু কম হবে। আপনি ইচ্ছা করলে এই ওয়েব সাইট থেকে মাসে $১০০০ এর বেশি ইনকাম করতে পারবেন। তবে আরনিং টা অনেকটাই নির্ভর করছে আপনার রেফার এর উপর।
কিছু বাস্তবিক কথাঃ
সবকিছু করার পর আপনি আপনার আর্নিং দেখে সন্তুষ্ট না ও হতে পারেন। কিন্তু আপনাকে আপনাকে একটু ধর্য্য রাখতে হবে। এখন আপনার চিন্তা টা কে একটু POSITIVE করি। আচ্ছা আপনার কোনো কাজ করার দরকার নাই। আপনি অবস্যই ইন্টারনেট চালান তাহলে কেন না আপনি এই ব্রাউজার দিয়ে ইন্টারনেট চালান এই ব্রাউজার এর স্পীড গুগল ক্রোম থেকেও বেশি।
এই ব্রাউজার টা যেহেতু গুগল ক্রোমিয়াম এর উপর বেস করে তৈরি করা হয়েছে তাই গুগল ক্রোম এর সকল Extention এবং Plugins এই ব্রাউজার এ সাপোর্ট করে।
এই ব্রাউজার এ গুগল ক্রোম এর সব ফিচার ও পাচ্ছেন এবং বেশি স্পীড ও পাচ্ছেন। আপনই যদি গুগল ক্রোম এর পরিবর্তে এই ব্রাউজার টা ব্যবহার করেন তাহলেও এক সময় গেয়ে দেখবেন আপনার ভাল একটা টাকা হয়ে গেছে। আপনার যদি ১ বা ২ বছর পরেও ১ বিটকয়েন ও হয় তাতে আপনার ক্ষতি কি। কারন আপনি এমনিতেও ব্রাউজার চালাতেন। আর ১BTC = ৬৫০০$ (USD)+
আর ১$ = ৮০ টাকা সুতরাং ১BTC = (৮০ x ৬৫০০) টাকা= ৫, ২০, ০০০ টাকা। ঐ সময় আপনার কাজে লাগতে পারে।
এখন ভাল আয় করতে আপনাকে যা করতে হবে আপনার ৫ জন বন্ধু কে রেফার করুন এবং তাদের কে বলু ৫জন কে রেফার করতে বলুন এবং এও বলে দেন যে তারা যেন তাদের বলে ৫জন কে রেফার করতে।
Read Important Articles,
আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।