ভালো ও মান সম্পন্ন টিউন লেখার টিপস্

এ টিউনটি মূলত নতুনদের জন্য, যারা টিউন করতে ভয় পায়, লেখার বিষয়  খুজে পায় না তাদের জন্য। নতুনদের  এই টিউনটিও পড়া উচিৎ। বস টিউনারদের সুন্দর টিউন লেখার টিপস সহ মতামতআশা করছি।

১. বিষয় নির্ধারন

আপনি কি পছন্দ করেন? কোন ধরনের টিউন আপনার পছন্দ? কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা ভাল?  এসব চিন্তা করে বিষয় নির্ধারন করুন।  বিষয়টি নিয়ে আরো শিখতে থাকুন,  বিষয়টিতে  সার্চ দিয়ে আট-দশটা ইংরেজী সাইট ঘাটুন, লেখা গুলো পড়ুন। মোটামুটি একটা ভালআইডিয়া চলে আসলে, পরে টিউন করুন।

২. নতুন ও  সাম্প্রতিক  বিষয় নিয়ে লিখুন

নতুন ও  সাম্প্রতিক এবং কাছের  বিষয়ে সবার আগ্রহ বেশি থাকে। যেমন-ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্পর্কেভাল ভাল টিউন হতে পারে। বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি আসবে আসবে ভাব...

৩. বেশি বেশি পড়ুন ।

টিউন লেখার পূর্ব শর্ত হলো বেশি বেশি পড়া। আপনি যদি বেশি বেশি টিউন , বাংলা ও ইংরেজী ব্লগ  ও খবর পড়েন তাহলে আপনার টিউন করা একেবারে সহজ কাজে পরিনত হবে।

৪. সুন্দর শিরোনাম দিন।

আকর্ষনীয় সুন্দর ও মাঝারী আকৃতির  শিরোনাম দিন। আমার মতে ১২ শব্দের বেশিতে যাওয়া উচিত না। আকর্ষনীয় শিরোনামের কারনে অনেক ব্লগই বেশি হিট পায়। দেখুন

৫. বিস্তারিত লিখুন এবং  টিউনের আকৃতির প্রতি নজর রাখুন।

ভাবতে হবে-আপনি যা জানেন পাঠক তা জানে না। তাই আপনার কথাটি  বিস্তারিত লিখতে হবে। গদ বাধা বিবরন দিয়ে বিশাল রচনা বানালে আপনার সম্পূর্ণ টিউনটি সবাই পরবে না। প্রয়োজনে কয়েক পর্বে ভাগ করে টিউন লিখুন।

৬.আগে কেউ একরকম টিউন করলে

আগে কেউ একরকম টিউন করলে একরকম টিউন বাদ দিন অথবা বিস্তারিত ও সুন্দর ভাবে উপস্থাপনা করে টিউন করুন । একরকম টিউনটির লিংক দিন। দেখুন

৭. প্রয়োজনীয়  ছবি  দিন।

প্রয়োজনীয়  ছবি  দিনছবি দেয়ার ক্ষেত্রে ডান পাশে বা বাম পাশে মাঝারী আকৃতির ছবি দিন। ছবির মাপ মোটামুটি ৩০০*৩০০ পিক্সেল এর কাছাকাছি রাখুন। যে ক্ষেত্রে বড়আকৃতির ছবি দেয়া দরকার সেক্ষেত্রে বড়আকৃতির ছবি মাঝে দিন। ছবির বিবরন দিন।এভাবে বাম পাশে ছবিটি দিতে পারেন।

৮. প্রয়োজনীয়  লিংক দিন।

মনে রাখতে হবে-লিংক একটি অপ্রিয় জিনিস। আবার কেউ কেউ প্রয়োজনীয় লিংকের জন্যই বারবার আপনার টিউন ভিজিট করতে পারে। প্রয়োজনে লিংক দিন।
একই সাইটের লিংক (টিকটিউনসের) দেয়ার ক্ষেত্রে কৃপনতা করা উচিৎ না। ধারাবাহিক টিউনের ক্ষেত্রে পূর্বের ও পরের টিউনের লিংক দিন।

৯. ট্যাগ দিন

আপনার টিউনটি একদিনের নয়। বছর বছর  আপনার ব্লগে হিট পরবে। সার্চ ইঞ্জিন যাতে খুজে পায় তার জন্য ট্যাগ দিন। মোটামুটি দশটি শব্দ (কমা দিয়ে দিয়ে ) ট্যাগ দেয়ার চেস্টা করুন। এ ব্যপারে আরো জানতে শাকিল ভাইয়ের টিউনগুলো দেখতে পারেন। বাংলা শব্দ দেয়াই ভাল।

১০. বানান সতর্কতা

বানানের ব্যপারে সতর্ক থাকা উচিৎ। পোস্ট করার আগে বানানটা একটু  চেক করে নিন।

১১. ফরমেটিং করা ও সুন্দর করে সাজানো।

  • প্যরা করে লিখুন। পাঠকের  পড়তে সুবিধা হবে।
  • প্যরার হেডিঙে<h2></h2>ব্যবহার করুন। দেখুন
  • প্রয়োজনে লিস্ট <ul><li></li></ul> বা নাম্বারিং যুক্ত করুন। দেখুন
  • কোড লেখার ক্ষেত্রে কোটেশন <blockquote></blockquote> ব্যবহার করুন।

১২. মতামতের টিপস

  • মতামতের উত্তর দেওয়ার চেস্টা করুন।
  • কেউ খারাপ মন্তব্য করলে তার সাথে বিতর্কে না যেয়ে  তার সাপোর্ট করুন এবং আপনার ত্রুটি খুজে দেখুন।
  •  মতামতে ছবি যুক্ত কররার প্রয়োজন হলে ছোট আকারের ছবি দিন।
  • আপনার টিউনটির প্রশংসা করলে তাকে ও তার টিউনের বা সাইটের প্রশংসা করুন।
  • মতামতের মধ্যে কেউ কোন সমাধান চাইলে তার সমাধানের চেস্টা করুন।
  • করো টিউনে ত্রুটি ধরা পরলে সুন্দর করে জানিয়ে দিন।
  • মতামতের মাধ্যমে আপনার লিখিত বিষয়কে আরো গুরুত্বপূর্ণ বলে উপস্থাপন করুন।

(আমিও অনেক সময় এসব নিয়ম মেনে চলতে পারি না, তবে চেস্টা করি।)

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই টিউনটি নতুন টিউনারদের অনেক কাজে আসবে। তবে আমি মনে করি শুধু নতুনরা নয়, সব টিউনাররাই যদি এই টিপসগুলো ফলো করে তাহলে টিউনের মান অনেকাংশে বৃদ্ধি পাবে।

ভাই ধন্যবাদ সবার কাজে লাগবে

ধন্যবাদ। টিউন লেখার এই ধরনের নির্দেশনা নিয়ে টিউন করার জন্য। নতুনদের এটা সত্যিই প্রেরণা দিবে আর টেকটিউনস এর নিজেস্ব একটা নির্দেশনা এই মুহূর্তে খসড়া অবস্থায় আছে। যদিও টেকটিউনসের বেশ সমৃদ্ধ একটা নীতিমালা রয়েছে তবুও নির্দেশনা, টিউনাদের মানসম্মত টিউন করতে আরও বেশি সাহায্য করবে। তবে আশা রাখি খুব শীঘ্রই টেকটিউনসের নিজেস্ব নির্দেশনা যুক্ত করা হবে।

সুন্দর একটি টিউন করেছেন…………..
অনেক ধন্যবাদ!

শিখলাম অনেক কিছু। তবে ভাই আমারে কোনদিন খুশি করার জন্য কমেন্ট দিয়েন না তাহলে আমার ভুল আমি ধরতে পারব না আমার যা প্রাপ্য আমাকে সেই কমেন্ট দিয়েন।

শাকিল নিজে কে আপনি কি মনে করেন ? সুন্দর করে কথা বলতে শিখেন। নিজের জন্য ভালো হবে।!!

Level 0

mamun brother can u tell me how to lock by dos mode

@ কিছুই জানি না – আমি নিজে যা তাই মনে করি নিজেকে। আমার মনে হয় আমি এখানে কোন অসুন্দর কথা বলি নাই যদি বলে থাকেন তা আপনি।

@মিথুন : ধন্যবাদ মিথুন ভাই।

@মামুন: ভাই ধন্যবাদ সবার কাজে লাগবে
————————————————
আমারও মনে হয়।

@মেহেদী হাসান: আসলেই টেকটিউনসের নীতিমালা বেশ সমৃদ্ধ। আমিও আশা রাখি খুব শীঘ্রই টেকটিউনসের নিজেস্ব নির্দেশনা যুক্ত করা হবে।

তারেকবিডি , কিছুই জানি না, hmmahin কে অনেক অনেক ধন্যবাদ।

@শাকিল : শাকিল ভাইয়ের কথাটি ঠিক যে ভুল ধরা উচিৎ।
তবে আমার টিউনে এ ব্যপারেও লেখা আছে হয়তো খেয়াল করেন নাই।
——————————————————————-
করো টিউনে ত্রুটি ধরা পরলে সুন্দর করে জানিয়ে দিন।
——————————————————————-
ধন্যবাদ শাকিল ভাই।

আমি এখানে খুবই কম টিউন করেছি,আমি নতুন তো তাই। টিউন করার সময় এর কিছু কিছু মেনে চলার চেষ্টা করি,তবে মনে হয় এই বিষয়গুলোতে নজর দিলে টিউন আসলেই মান সম্পন্ন হবে।

কাজে লাগবে ধন্যবাদ।