ভিপিএন নির্বাচন

—-

ভিপিএন নির্বাচনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো অবশ্যই লক্ষনীয়।

১। ভিপিএন অবশ্যই ম্যলাওয়ার, ট্রেকার ও ব্রাউজার হ্যকিংয়ের মতো স্ক্রিপ্ট থেকে মুক্ত হতে হবে। এটা চেক করার জন্যে আপনি যখন কোন ভিপিএন ডাউনলোড করবেন তহন ব্যবহারের আগে এই অয়েব সাইটে অ্যান্ড্রয়েড আইপি ফাইলটি চেক করুন।
https://www.virustotal.com/#/home/upload
যদি এক বা একাধিক এন্টি-ভাইরাসে আক্রান্ত দেখায় তাহলে অবশ্যই ব্যবহার করবেন না। এছাড়াও দেখবেন যাতে তারা আপনার মোবাইল ডিভাইস থেকে কোন ডাটা পারমিশন না চায়। যাদি চায় তো ব্যবহার করা যাবেনা।
এখানে উইন্ডোজ সেটাপের কথা বলা হয়নি কারন সেখানে জাসুসী কমই করা যায়। কাজেই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বেশি সচেতন থাকতে হবে।

২। ভিপিএন কোন লগ'স না রাখতে হবে। লগ'স কয়েক ধরনের হয়ে থাকে

ব্যবহারিক অথবা ব্রাউজিং লগ'সঃ এই লগ'স আপনার সমস্ত আইপি এড্রেস, তথ্য এবং হিস্ট্রি নিজের কাছে সংরক্ষন করে। যদি কোন ভিপিএন এমন লগ'স রাখার সিস্টেম থাকে তাহলে কোন ভাবেই ব্যবহার করা যাবেনা।

কানেকশন লগ'সঃ এই লগ'স আপনার নেট ব্যবহারের যাবতীয় তথ্য নিজের কাছে রাখে। যেমন আপনি কখন কোথায় নেট ব্যবহার করেছেন সেটা সংরক্ষন করে। পরবর্তীতে কোম্পানী এসব তথ্য প্রতিদিন বা কিছু দিন পরে ডিলেট করে দেয়। এটা তারা করে নিজেদের ভিপিএন নেটয়ার্ককে আরো শক্তিশালী করার জন্যে।

৩। তাদের ইনক্রিপশন এবং ইনক্রিপশন প্রটোকলকে অবশ্যই দেখতে হবে।

৪। এটাও দেখতে হবে যে এতে যেন আইপি এড্রেস প্রকাশিত হওয়ার আশংকা আছে কিনা। যেমনঃ
Ivp6
Webrtc
DNC leaks
এগুলোর মাধ্যমে সাধারনত ভিপিএনের আইপি প্রকাশিত হয়ে থাকে। কাজেই এমন ভিপি এন ব্যবহার করতে হবে যা এগুলোকে নষ্ট করে দিবে।

৫। এটাও দেখতে হবে যে এই ভিপি এন এই পাঁচ দেশের কোন একদেশের কোম্পানির তৈরী কিনা। পাঁচ দেশ হলো
USA
Canada
Australia
Uk
Barbados

৬/ ফ্রী ভিপিএন তো কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না।

কিছু ভাল ভিপি এনের লিস্টঃ

যেহেতু এই সমস্ত বিষয় সব ভিপিএনে দেখা কঠিন তাই এখানে একটা তালিকা দিচ্ছি এর মধ্য থেকে যেকোন একটা ব্যবহার করা যেতে পারে। এখানে তারতীব অনুযায়ী দেওয়া হলো অর্থাৎ নিচেরটা থেকে উপরেরটা ভাল।
1. VPN.AC
2. VPN Area
3. Nord VPN
4. Parfect Praivacy
5. Typr VPN

এই পাঁচটা ভিপিএন কোন লগ'স রাখে না এবং সকল প্রকার লিক ধংস করে দেয়। যদি আপনি ব্রাউজার থেকে Webrtc বন্ধ নাও করেন তবুও এই ভিপিএন ব্যবহারের ফলে Webrtc এর মাধ্যমে আপনার আইপি প্রকাশিত হবেনা।

তাছাড়া Express VPN স্পিড এবং অন্যান্য বৈশিষ্টের কারনে ১ নাম্বারে আছে। কিন্তু এর মধ্যে বড় ধরনের একটি সমস্যা হলো এটি বৃটিশ ভার্জিন আইলেন্ডের। আরেকটা ঝামেলা হলো এর মধ্যে কিছু কানেকশন লগ'স আছে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এটাকেও ব্যবহার করার পরামর্শ দেন। তবে উপরের ৫ টা প্রাধান্য দেন। তাই আপনিও এটা ব্যবহার করতে পারেন তবে উপরের গুলোই প্রাধান্য পাবে।

নোটঃ এই ভিপিএনগুলোকে আপনি বিটকয়েনের মাধ্যমে সহজেই কিনতে পারেন এবং এতে আপনার কোন প্রকার তথ্য যেমন নাম পরিচয় ইত্যাদি কিছুই ফাস হবেনা।

F-Secure Freedome VPN এফ সিকিউর ফ্রিডমঃ এই ভিপিএন কানেকশন লাগেজ রাখে। কোন কোন বিশেষজ্ঞের মতে এটা নেট ব্যবহারের যাবতীয় লগ'স সংরক্ষন করে। এজন্য এটাকে এই তালিকায় আনা হয়নি। তবে এটা সিকিউরিটি এবং ইনক্রিপশনের ইত্যাদির দিক থেকে ভালো। যদি আপনি এটাকে মোবাইল রোট করার মাধ্যমে ফ্রি ব্যবহার করতে পারেন তাহলে করতে পারেন। তবে কেনার পরামর্শ আমরা দেইনা।

বিশ্বের সমস্ত ভিপিএনের পূর্ন বিশিষ্টগুলো একটি এক্সেল ফাইলের মধ্যে একত্রিত করা হয়েছে। সেটা আমরা পেইজেই আপলোড দিব। যদি আপনার ভিপিএন যাচাই করতে চান অথবা তুলনা করতে চান তাহলে এখানে দেখে নিন। প্রাইভেসীর ৩ টা জায়গা যদি সবুজ হয় তাহলে সেটা ব্যবহারের অনুমতি মিলবে।

ধন্যবাদ
—-—

Level 0

আমি কামরুল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৫ নং পয়েন্ট ক্লিয়ার করা দরকার। এই ৫ দেশের vpn ব্যবহার করা উচিৎ নয় তা পরিষ্কারভাবে উল্লেখ করলে ভাল হয়।