আপনি যদি আপনার পছন্দের ওয়েবসাইট যেমন টেকটিউনস বা অন্য কোন সাইট বা ব্লগকে ইণ্টারনেট ছাড়াই খুব সহযে এবং স্পিডে (যেমন আপনার পিসির যেকোন ফোল্ডারে ক্লিক করলে যেভাবে ওপেন হয় ঠিক সেভাবে) ব্রাউজ করতে পারেন তবে কেমন হয়। হা, এটা সম্বভ হবে HTTrack নামের এই সফটওয়্যারটির মাধ্যমে, এটি একটি ওয়েব সাইট কপিয়ার। অর্থা এর কাজ হল, একটি ওয়েব সাইটকে পুরোপুরি কপি করে ফেলা। এর মাধ্যমে আপনি যে কোন ওয়েব সাইটকে সহযেই কপি করতে পারবেন অফলাইনে (যখন নেটের কানেকশন থাকে না।) দেখার জন্য।
এটি আপনার পছন্দের ওয়েবসাইটগুলি থেকে Html, Image ও অনান্য লিঙ্কগুলিকে ডাউনলোড করে আপনার লোকাল কম্পিউটারে।যার মাধ্যমে ওয়েবসাইট গুলিকে আপনি সহজে এবং স্পিডে ব্রাউজ করতে পারবেন অফলাইনে। সাইটের প্রত্যেকটা সদস্যদের আলাদা ফোল্ডার তৈরী করে দিবে এই সফটওয়্যার যদি সাইটে সদস্য লিপিবদ্ধ থাকে যেমন টেকটিউনস। শুধু তাই নয় এর মাধ্যমে আপনি সাইটগুলিকে আগে বা পরে ডাউনলোড করার জন্য সাজিয়ে রাখতে পারবেন এবং ডাউনলোডকে রিসিউম করতে পারবে।
শুধু তাই নয় যারা Pre Paid Modem ব্যবহার করেন তাদের জন্য এটি বেশ কাজের হতে পারে। কারণ একটি সাইট ডাউনলোড করে রাখলেই হয়। পরবর্তীতে কানেকশন ছাড়া ডাউনলোডকৃত সাইটটি ইচ্ছামত ব্রাউজ করা যায়।
একটি সাইটের অর্ধেক ডাউনলোড করার পর যদি কানেকশন ডিসমিস/লোডশেডিং ইত্যাদি হয়ে যায় তাহলে পরবর্তীতে ডাউনলোডের সময় বাকী অর্ধেক হবে Automatically । অর্থাৎ রিজিউমের সুবিধা আছে।
কোন ডাইনামিক সাইট ডাউনলোড করতে যাবেন না! কারণ তাতে লাভের চেয়ে ক্ষতির ভাগটাই বেশি হবে 🙂 । কারন ডাইনামিক সাইটের তথ্যগুলো পেজ আকারে থাকে না। সব তথ্য ডেটাবেজে থাকে। যখনি আপনি কোন লিংক ক্লিক করেন সার্ভার আপনাকে সেই লিংকটা পেজ আকারে দেখায়। ফলে সারাদিন সময় খরচ করে ডাউনলোড করতে থাকবেন কিন্তু দিন শেষে দেখবেন ফলাফল শুন্য। ঠিক শুন্য না 🙂 মাইনাস! আপনার সময় নস্ট, হোস্টিং সার্ভারের ব্যান্ডইউথ নষ্ট(ভাগ্য খারাপ হলে ওই সার্ভারে আপনার আইপি ব্যান)। তাই এই সফটওয়্যারটি শুধুমাত্র স্ট্যাটিক সাইটগুলতে ব্যবহার করবেন। যেখানে তথ্যগুলো পেজ আকারে থাকে।
3.45 মেগা. সফটওয়্যারটি এখান (Hotfile link) থেকে ডাউনলোড করে নিন। waiting time/captcha পরিহার করার জন্য আমার টিউনটি দেখতে পারেন। আপনাদের windows system অনুযায়ী ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। রান করান। এবং নিচের চিত্র অনুযায়ী কাজ করে যান।
প্রথমে Next বাটন ক্লিক করুন। (নিচের চিত্র)
তারপর প্রজেক্টের নাম, destination দেখিয়ে দিয়ে Next বাটনে ক্লিক করুন। (নিচের চিত্র)
আপনার কাঙ্খিত সাইটটি লিখুন, তারপর set option এ ক্লিক করুন।(নিচের চিত্র)
প্রক্সির ক্ষেত্রে আনচেক করুন এবং ok করুন।(নিচের চিত্র)
৪নং চিত্রের জন্য- ok করার পর ৩নং চিত্রের Next বাটন ক্লিক করুন।
শেয় পর্যায়ে আপনার কানেকশন দেখান এবং finish বাটন ক্লিক করুন।
finish বাটন ক্লিক করলেই আপনার কাঙ্খিত সাইটের সবকিছু ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার পর আপনাকে complete এর message দেখাবে। উপরের চিত্র অনুযায়ী যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করে আমার রেকর্ডকৃত ভিডিওটি youtube থেকে দেখতে পারেন। বিস্তারিত দেখতে পাবেন। মাত্র ৩ মিনিট।
এবার আপনি সাইটটি যে প্রজেক্ট নামে যেখানে সেভ করেছেন সেখানে যান এবং ফাইলটি ওপেন করুন। এবং index.html নামে যে ফাইলটি থাকবে সেটি ডাবল ক্লিক করে ভিসিট করুন এবং উপভোগ করুন আপনার প্রিয় সাইটটি। আর হ্যাঁ, তার আগে আপনার নেট কানেকশন Disable করে দিতে পারেন।
আমার পূর্বে 'পুদিনা পাতা' ভাই এই ধরনের একটি টিউন করেছিল যা ছিল offline explorer নিয়ে। যার কাজ HTTrack সফটওয়্যারের মত। টিউনটি এখান থেকে দেখতে পারেন।
আশা করি কোন সমস্যা হবে না। তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে জানাবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
ফাটাফাটি 😀