গুগল ক্রোম ব্রাউজারে কাজ করতে গিয়ে ভুল করে কোনো ট্যাব বন্ধ করেছেন কিন্তু সেই ট্যাবের কাজটা খুব জরুরি ছিল। এখন কি করবেন? চিন্তা নেই খুব সহজেই সেই ট্যাবটি আবার ওপেন করতে পারবেন। কিভাবে করবেন তা তুলে ধরা হলো-
ট্যাবটি পুনরায় ওপেন করতে চাইলে উইন্ডোজ ইউজারদের কীবোর্ড থেকে 'Ctrl + Shift + T' চাপতে হবে আর ম্যাক ইউজারদের কীবোর্ড থেকে 'CMD + Shift + T' চাপতে হবে।
অথবা নিউ ট্যাব এর '+' আইকনে মাউসের রাইট বোতাম চেপে 'Reopen closed tab' এ ক্লিক করেও ক্লোজড ট্যাবটি পুনরায় ওপেন করতে পারবেন।
আরো পড়তে পারেন:
গুগল ক্রোম ব্রাউজারের গতি বাড়ানোর উপায়
techFAQBD/N11/19
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।