গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

নানান কারণে নানান ভাবে অনেকেই একাধিক গুগল অ্যাকাউন্ট খুলে থাকেন। তারপর একটা সময় মনে হয় অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট গুলো ডিলিট করা দরকার।

কিন্তু কিভাবে ডিলিট করবেন তা না জানার কারণে সেগুলো আর ডিলিট করা হয় না। তাই এখানে কিভাবে গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন তা তুলে ধরা হলো-

প্রথমেই ব্যবহারকারীদের এই ঠিকানায় যেতে হবে।

তারপর ব্যবহারকারীর ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর একটি পেজ আসবে আর সেখানে বাম পাশে থাকা 'Data and personalization' অপশন এ যেতে হবে।

তারপর স্ক্রল করে নিতে যেতে হবে আর সেখানে থাকা 'Download, delete, or make a plan for your data' অপশন এর অধীনে 'Delete a service or your account' অপশন এ যেতে হবে।

তারপর 'Delete your google account' অপশন এ যেতে হবে।

তারপর পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হবে।

তারপর কিছু জিনিস কনফার্ম করতে বলবে সেগুলো টিক দিয়ে 'Delete account' এ ক্লিক করলেই গুগল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

techFAQBD/N7/19

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস