কম্পিউটারে অটোরান বন্ধ করবেন যেভাবে

সাধারণত কম্পিউটারে কোনো পোর্টেবল ড্রাইভ যেমন: মেমোরি কার্ড, পেনড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক, অথবা ডিভিডি/সিডি প্রবেশ করলে তা অটো প্লে বা অটোরান হয় যা নানান সময় বিপদের কারণ হতে পারে।

অটো প্লে হওয়ার কারণে এসব পোর্টেবল ড্রাইভ থেকে যেকোনো ভাইরাস কম্পিউটারে সরাসরি ছড়িয়ে পড়তে পারে আর এটি বেশ বিরক্তিও।

এসব থেকে মুক্তি পেতে অটো প্লে বা অটোরান বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এটি করবেন তা তুলে ধরা হলো-

প্রথমেই কম্পিউটারের সেটিংস অপশনে যেতে হবে।

তারপর সেখান থেকে ‘devices’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর নতুন একটি পেইজ চালু হবে আর সেখানে বাম পাশের অপশনগুলো থেকে ‘autoplay’-তে ক্লিক করতে হবে।

তারপর অটো প্লে মিডিয়া ও ডিভাইসগুলোর সেটিংস পেইজ প্রদর্শিত হবে। সেখান থেকে চাইলে সবগুলো ডিভাইসের অটোরান বন্ধ করতে পারেন ‘use auto play for all media and devices’ অপশনটিতে থেকে।

আর যদি আপনি নির্দিষ্ট কোনো ডিভাইসের অটোরান অপশন বন্ধ করতে চান সেটিও করা যাবে। এ জন্য ‘choose autoplay defaults’ অপশন থেকে ‘take no action’ নির্বাচন করতে হবে।

লেখাটি পূর্বে techFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2019/11/turn-off-autorun-on-computer.html

techFAQ/N5/19/10

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস