সাদাকালো ছবিকে রঙ্গিন করতে ফটোশপ বা কোনো ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হয়, যা খুব জটিল প্রক্রিয়া। কিন্তু চাইলে এক ক্লিকেই সাদাকালো ছবিকে রঙ্গিন করা যায়। কিন্তু কিভাবে করবেন, তা তুলে ধরা হলো-
প্রথমেই এই ওয়েবসাইটে যেতে হবে।
তারপর যেই ছবিটি রঙ্গিন করবেন সেটি আপলোড করতে হবে অথবা যদি ছবিটি অনলাইনে কোথাও আপলোড করা থাকে তাহলে সেটির লিংক কপি করে পেস্ট করতে হবে।
তারপর 'COLORIZE IT' বাটনে ক্লিক করতে হবে।
ব্যাস তাহলেই ছবিটি রঙ্গিন হয়ে যাবে।
তারপর আপনি নিচে ডাউনলোড বাটন পাবেন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
লেখাটি পূর্বে techFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2019/10/colorize-black-white-photos.html
techFAQ/O23/19/8
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।