আপনার স্মার্ট ফোনকে বানিয়ে নিন স্মার্ট মাইক্রোফোন for PC

আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপুর্ন টিউন শেয়ার করব তা হলো

কিভাবে আপনি আপনার স্মার্ট ফোনকে একটি লেভিলিয়ার/ডাইনামিক মাইক্রোফেন হিসেবে ব্যবহার করবেন

প্রথমেই আপনার যা দরকার হবে তা হলো আপনার ফোনে ইনষ্ট্যল করতে হবে WO Mic এপটি এবং তারপরই আপনার কম্পিউটারের জন্য প্রয়োজন হবে WO Mic Client এবং WO Mic Driver

প্রয়োজনীয় সকল সফটওয়্যার ইসিস্টল করার পর ‍আপনি চাইলে ওয়্যারলেস, ব্লুটুথ, এবং ইউএসবি কানেকশনের মাধ্যমে আপনার ফোনটিকে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন।

সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ও ব্যগ্রাউন্ড নয়েজ তুলনামূলক ভাবে কম কেপচার করে।

এই পদ্ধতির বিশেষ কিছু সুবিধা রয়েছে, তা হলো.

১. আপনি অনেক দুর থেকেও রেকর্ডিং করতে পারবেন যতদুর পর্যন্ত আপনার ওয়াইফাই কাভারেজ আছে।

২. ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি.

৩. ইউএসবি কানেকশনের মাধ্যমে ব্যববহার করতে পারবেন.

৪. ব্লুটুথ কানেকশনেও ব্যবহার করা যায়।

এবং কিছু অসুবিধাও রয়েছে.

১. ওয়াইফাই কানেকশনে ব্যবহারের ক্ষেত্রে রাউটারে ঠিকঠাক সিগনাল না পৌছতে পারলে

আপনার সাউন্ড কেটে কেটে যেতে পারে। সে ক্ষেত্রে আপনি চাইলে ইউএসবি দিয়ে চালাতে পারেন।

২. সকল স্ক্রিন রেকর্ডারে কাজ করে না. ক্যামতাসিয়ায় অনেক ভালো রেকর্ডিং হয়।

এবং আপনি চাইলে আমার এই ভিডিওটির সাহায্য নিতে পারেন।

আশা করছি এই টিউনটি অনেকাংশে সহোযোগিতা করবে।

অডিও সেম্পল - আমার ভিডিওটি এই পদ্ধতিতেই রেকর্ড করা হয়েছে।

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 2

আমি মোহাম্মাদ যোবাইর আহমেদ। executive, Export, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস