আইফোন স্লো হলে বা স্টোরেজ ফুল হলে রিসেট করলে আগের তুলনায় কিছুটা ফাস্ট হয়। কিন্তু কিভাবে রিসেট করবেন তা বুঝতে পারছেন না? তাহলে দেখে নিন কিভাবে কাজটি করবেন-
প্রথমেই আইফোনের 'Settings' থেকে 'General' থেকে 'Reset' অপশনে ক্লিক করতে হবে।
তারপর সেখান থেকে 'Erase All Content and Settings' এ ক্লিক করতে হবে।
তারপর সব ডেটা ব্যাকআপ নেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে, ব্যাকআপ করতে চাইলে 'Back Up Then Erase' এ ক্লিক করতে হবে।
ব্যাকআপ না করতে চাইলে 'Erase Now' অপশনে ক্লিক করতে হবে।
এবার আইফোন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি সঠিকভাবে দিলেই আপনার 'iPhone' রিসেট হয়ে যাবে।
techFAQ/O20/19/7
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।