আইফোন রিসেট করবেন যেভাবে

আইফোন স্লো হলে বা স্টোরেজ ফুল হলে রিসেট করলে আগের তুলনায় কিছুটা ফাস্ট হয়। কিন্তু কিভাবে রিসেট করবেন তা বুঝতে পারছেন না? তাহলে দেখে নিন কিভাবে কাজটি করবেন-

প্রথমেই আইফোনের 'Settings' থেকে 'General' থেকে 'Reset' অপশনে ক্লিক করতে হবে।

তারপর সেখান থেকে 'Erase All Content and Settings' এ ক্লিক করতে হবে।

তারপর সব ডেটা ব্যাকআপ নেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে, ব‍্যাকআপ করতে চাইলে 'Back Up Then Erase' এ ক্লিক করতে হবে।

ব্যাকআপ না করতে চাইলে 'Erase Now' অপশনে ক্লিক করতে হবে।

এবার আইফোন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি সঠিকভাবে দিলেই আপনার 'iPhone' রিসেট হয়ে যাবে।

techFAQ/O20/19/7

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস