বন্ধুগণ, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মোবাইল ফোনের একটি গোপন টিক্সস দেখাব। যে টিক্সসটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
Typing Hero নামের অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ওপেন করার পর সধহ আইকনটিতে ক্লিক করে এপ্লিকেশনটির Permission গুলা Allow করে দিবেন। এখানে দেখুন Accessibility তে যাওয়ার পর নিচে রয়েছে Installed services এখানে ক্লিক করে একেবারে নিচে চলে যাবেন গিয়ে পাবেন Typing Hero এখানে ক্লিক করে Permission Allow করে দিবেন।
এখানে আরেকটি কথা বলি কিছু কিছু মোবাইলে Accessibility তে যাওয়ার পরই নিচে পাবেন Typing Hero জাস্ট এখানে ক্লিক করে Permission Allow করে দিলেই হবে।
এবার আপনারা এখানে নিচে দেখতে পারছেন একটি Plus আইকন রয়েছে। আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। এবার দেখুন প্রথমে রয়েছে কিওয়ার্ড, আপনারা এখানে শর্টকার্ট কিওয়ার্ডগুলা ব্যবহার করবেন, যেমন এখানে দেখুন আমি টাইপ করছি Email, Email টাইপ করার নিচে দেখুন আমি ইমেইল এড্রেস টাইপ করে নিচ্ছি। এবার দেখুন উপরে একটি ঠিক মার্ক আপনারা জাস্ট একবার ক্লিক করে দিবেন। এবার আমি Plus চিহ্নের আইকনটিতে আবারও ক্লিক করে শর্টকার্ট কিওয়ার্ডের ট্যাব খুলছি। PH, নিচে দেখুন এবার আমি আমার ফোন নাম্বারটিকে লিখে দিয়ে ঠিক মার্ক করে দিচ্ছি।
মেসেঞ্জার ওপেন করে যদি আমি আমার মোবাইল ফোনের কিবোর্ড ওপেন করে ইমেইল কিংবা Ph টাইপ করি তাহলে দেখবেন আমার ইমেল এড্রেস এবং ফোন নাম্বার চলে আসবে। তো ঠিক আমার মতো করে আপনারা খুব সহজে শর্টকার্ট কীওয়ার্ড ইউজ করে অনেক বড় মেসেজ কম সময়ের ভিতরে যে কাউকে সেন্ট করতে পারবেন। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো একটি কথা আপনারা যদি আবারো Plus এ ক্লিক করে দেন তাহলে আরো শর্টকার্ট Add করে টেক্সট গুলা টাইপ করে খুব সহজেই বড় বড় মেসেজ কম সময়ের ভিতরে যে কাউকে সেন্ট করতে পারবেন।
অ্যাপসটি ডাউনলোড লিংক পেতে এবং বিস্তারিত জানেত নিচের ভিডিওটি দেখুন:
টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।