যে কাউকে নাম্বার গোপন রেখে আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান

এটা techtune এ আমার প্রথম টিউন। যদিও অনেক আগে থেকেই techtunes কে ফলো করি তবে লেখার সময় এবং মানসিকতা হয়ে উঠে নাই। তখন ভাবতাম যা জানি জানি লেখে সময় নষ্ট করব কেন। কিন্তু ইদানিং মাথায় আশাকরি তবেই অন্য কেউ কিছু নতুন শিখবে একই ভাবে অন্য কেউ শেয়ার করলে আমি নতুন জানব। তাই আজ লিখে ফেললাম। টিউনের কোথাও ভুল কলে অবশ্যই টিউমেন্ট এ জানাবেন। আর আজকে আমি নিয়ে আসলাম একটি নতুন জিনিস নিয়ে। যা আসলেই খুব কাজের। আর আজ যা নিয়ে কথা বলব তা হলো নাম্বার গোপন রেখে কিভাবে যেকাউকে SMS পাঠাবেন একদম ফ্রি তে।
তাহলে চলুন কাজে চলে আসি।
প্রথমে অ্যাপটি এখানে ড্রাইভ লিংক দেওয়া হয়েছে। কারন এটা এড ফ্রি সোর্স।

এবার নিচের স্ক্রিনশট ফলো করুন।


 প্রথমে অ্যাপ এ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে লগিন করে নিবেন।


 এরপর এমন একটি পেইজ আসবে। এই পেইজের প্লেনের আইকন্টিতে ক্লিক করলে নিচের মতো আসবে।


 এখন আপনি আপনার কাংখিত লোকেন নাম্বার দিয়ে মেসেজ লিখে Send বাটনে ক্লিক করার সাথে সাথেই মেসেজ চলে যাবে।


 দেখুন প্রুফ মেসেজ সাতগে সাথেই চলে আসছে।

বিদ্রুপঃঃঃপ্রতি এসএমএস পাঠাতে ১০ পয়েন্ট লাগবে। যা আপনি আপ্পের মেনুতে যেয়ে স্পিন, ডেইলি বোনাস, ভিডিও দেখে আয় করতে পারবেন। যা দিয়ে ফ্রি তেই আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন।
আর হ্যা, অ্যাপটি আপনার জরুরি সময়ের জন্য। কেউ খারাপ কাজে ব্যবহার না করার জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ।      

আজ এখানেই শেষ করছি। আগামী টিউন গুলো হ্যাকিং এবং স্পেশাল পেইড ট্রিক শেয়ার করব। যা আপনারা হয়তো ফ্রিতে কোথাও পাবেন না। তাই সাথেই থাকুন।

আজকের মতো বিদায় নিলাম আমি Rayhan Hosen Refat 

    

Level 0

আমি রায়হান হোসেন রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস