নিজেই আপনার ইনটেল মাদারবোর্ডের বায়োস আপডেট করুন আর স্প্ল্যাশ স্ক্রীনে দিন ইচ্ছামত ছবি

আমরা অনেকেই মাঝে মাঝে মাদারবোর্ড এর সমস্যা নিয়ে বিপদে পড়ে যাই। একে তো উইন্ডোজ এর কত ঝামেলা; সেগুলা না হয় নানা সফটওয়্যার দিয়ে ঠিক করা যায়। কিন্তু মাদারবোর্ড এ সমস্যা হলে কী করবেন? দেখা গেল হঠাত বায়োসের কোনো কনফিগারেশন চেঞ্জ করার কারণে, বা ওভারক্লকিং করতে যেয়ে ঝামেলা বাধিয়ে ফেললেন। অনেক সময় মেমোরি কনফিগারেশন চেঞ্জ করলে সিস্টেম আনস্ট্যাবল হয়ে পড়ে। বা বারবার পিসি রিস্টার্ট হয়, হ্যাং হয়। দোকানে নিয়ে গেলে বলবে যে বায়োস আপডেট করতে হবে। ব্যাস, গুনতে হবে বেশ কিছু টাকা। নিজের পিসি আর ইন্টারনেট কানেকশান থাকতে কেন টাকা খরচ করে এই সমস্যা ঠিক করবেন? একটা উপায় তো আছে। বায়োস আপডেট দিলে নতুন ফিচার পেতে পারেন। তারপর নিচের ছবিটা দেখুন তো, চেনা চেনা লাগছেনা?

যাদের মাদারবোর্ড ইনটেলের তৈরী ও নতুন মডেলের, তারা কম্পিউটার স্টার্ট করার সময় এই স্ক্রিনটি দেখতে পাবেন। আপনি আপনার পিসি এর সব চেঞ্জ করেন; ওয়ালপেপার, থীম, লগ-অন স্ক্রীন, আইকন - তো মাদারবোর্ড এর স্প্লাশ স্ক্রীনটা বাকি থাকবে কেন? এই টিউনে বলব কীভাবে স্প্লাশ স্ক্রীন চেঞ্জ করা যায় ও মাদারবোর্ড এর BIOS ফ্ল্যাশ করে নতুন ফার্মওয়্যার ইন্সটল করা যায়।

প্রথমে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন Intel(R) Integrator Toolkit যা দিয়ে উপরের কাজ করা যাবে। এটা ৩২বিট ও ৬৪বিট উভয় সিস্টেমেই কাজ করে।

ডাউনলোড হয়ে গেলে চালু করুন প্রোগ্রামটি।

নিচের মত উইন্ডো আসবে। যারা প্রথমবারের মত কাজ করতে যাচ্ছেন, তারা Create a new workspace দিন।

পরের উইন্ডোতে ২টি অপশন আছে। ইন্টেল মাদারবোর্ড এর ফ্ল্যাশ ফাইল *.BIO ফরম্যাটে থাকে। যদি আপনার কাছে আগে থেকে ডাউনলোড করা ফাইল থাকে, তাহলে "Find your local BIOS file" এ যেয়ে ফাইলটি দেখিয়ে দিন। আর যারা নতুন, তারা Get the latest BIOS from Intel থেকে মাদারবোর্ড এর মডেল সিলেক্ট করুন। মনে রাখবেন এই কাজের জন্য ইন্টারনেট কানেকশান চালু থাকতে হবে। আর *.BIO ফাইল আপনার কাছে আগে থেকে থাকলে ইন্টারনেট এর দরকার নেই।

মডেল সিলেক্ট করলে সব ভার্সনের লিস্ট আসবে। সবচেয়ে আপডেটেড টা সিলেক্ট করুন। তবে কোন কারণে যদি ওই ভার্সন আপনার সিস্টেম এ স্ট্যাবল না হয় তাহলে অন্য ভার্সন সিলেক্ট করুন। তারপর বায়োস ফাইল টি ডাউনলোড হওয়া শুরু হবে।

ডাউনলোড হয়ে গেলে নিচের মত ইন্টারফেস আসবে। এটা আপনার মাদারবোর্ড এর বায়োসের অনুরূপ। এখান থেকে আপনি ডিফল্ট সেটিংস্‌ ঠিক করতে পারবেন, কোন সেটিং শো/হাইড করতে পারবেন। (মেইন্ট্যানান্স ট্যাব সাধারণত দেখা যায়না, কারণ এটা বায়োস রিকভারী মোডে দেখা যায়)

স্প্ল্যাশ স্ক্রীন চেঞ্জ করতে হলে চলে যান Flex module এ।

তারপর ডানদিকে Dpsd logo তে রাইট ক্লিক করে Edit module দিন।

একটা কালো স্ক্রীন আসবে।

এখানে File মেনু থেকে সর্বোচ্চ 37KB ও 1024x768 রেজোলিউশানের JPEG বা BMP ছবি সিলেক্ট করে দিন। আপনার পছন্দের ছবিটা 37KB এর বেশি হলে Picasa বা Photoscape ব্যাবহার করে সাইজ ছোট করে নিতে পারেন। (ইমেজ সেভ করার সময় কোয়ালিটি 60/70% করে দিলেই সাইজ কমে যাবে) আপনাদের জন্য একটা Demo দিলাম। এটা দিয়ে কাজ করতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Badge নামে একটা অপশন আছে।

এটা শো করলে স্প্ল্যাশ স্ক্রীনে Intel লেখা লোগো দেখাবে। আপনার যদি মনে হয় যে এতে আপনার দেখতে খারাপ লাগবে, তাহলে আমার মত এটা অফ করে রাখতে পারেন।

ছবি সেট করা হলে File থেকে Update BIOS splash screen দিন। উইন্ডোটা ক্লোজ করে দিন। হয়ে গেলো আপনার বায়োস রম তৈরী। এবার Continue দিন। নিচের মত স্ক্রীন আসবে।

এবার একটু সাবধানে কাজ করবেন। দেখুন চারটা ট্যাব আছে।

1. BIOS file
========
(আপনি যদি সহজ পদ্ধতি চান, তাহলে সরাসরি ৩য় অপশন দেখুন) আপনি যদি বানানো বায়োস ফাইলটা ভবিষ্যতে ব্যাবহারের জন্য রেখে দিতে চান, তাহলে এখানে টিক দিন। BIOS Settings, SMBIOS, Flex Modules তিনটায় টিক দেওয়া থাকবে। নিচে Windows এ টিক থাকবে, কারণ আমরা প্রায় কেউই DOS ব্যাবহার করিনা। Generate batch file দিলে ইন্সটল করার জন্যে কমান্ড-যুক্ত batch ফাইল তৈরী হবে যাতে ক্লিক করে বায়োস আপডেট করা যাবে। Copy program files এ টিক দিলে ফ্ল্যাশ করার জন্য প্রয়জনীয় ফাইল আউটপুট ফোল্ডারে আসবে।

2. INI File
========
এটা Advanced user দের জন্য। এটা যা আছে তাই রেখে দিন।

3. Custom BIOS Update
==================
এখানে টিক দিন। এই পদ্ধতিতে বায়োস আপডেটের জন্য একটি এক্সিকিউটেবল ফাইল তৈরী হবে যাতে ডাবল ক্লিক করে সহজেই বায়োস ফ্ল্যাশ করা যাবে।
Browse অপশনে দেখিয়ে দিন কোথায় exe ফাইলটা সেভ হবে।

4. Report
========
আপনার যদি সমগ্র কাজের রিসোর্স ও এরর রিপোর্ট দরকার হয়, তাহলে এখানে টিক দিতে পারেন। তবে আমি এটার কোনো দরকার দেখিনা।

সব তো হল। এবার Continue/Finish দিলে ফাইলগুলা আপনার সেট করা ফোল্ডারে সেভ হবে।

এই সেই বায়োস ফাইল যা ভবিষ্যতে ব্যাবহারের জন্য বা শেয়ার করার জন্য রেখে দিতে পারেন।

এবার বায়োস ফ্ল্যাশ করার পালা। যারা সরাসরি Custom BIOS Update সিলেক্ট করেছেন, তারা একটি exe ফাইল পাবেন।

যে কম্পিউটারের মাদারবোর্ডের বায়োস ফ্ল্যাশ করবেন সেই কম্পিউটারে exe ফাইলটা নিন। আগে চলতি সব প্রোগ্রাম অফ করুন। তারপর ফাইল টা রান করান। লাইসেন্স অ্যাকসেপ্ট করার পর এরকম উইন্ডো আসবে।

Warning! Warning! Warning!
Update এ ক্লিক করা মাত্র পিসি অফ হয়ে যাবে ও ফ্ল্যাশ হওয়া শুরু হবে। আর যারা ১ম উপায়ে বায়োস ফাইল সেভ করেছেন, তারা আউটপুট ফোল্ডার এ int_bio.win.bat নামে ফাইলটায় ডাবল ক্লিক করলেই হবে। এ সময় বিদ্যুৎ যেন না বন্ধ হয় তা খেয়াল রাখবেন। যাদের UPS আছে তাদের তো চিন্তা নেই। যাদের নেই, তারা ভেবে ভালো সময় দেখে কাজটা করবেন। ফ্ল্যাশ চলাকালে এরকম দেখাবে (দুঃখিত, BIOS চালু হউয়ার সময় স্ক্রীনশট নেয়ার কোনো সফটওয়ার আমার কাছে নেই। তাই ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি দিলাম)

এবার পিসি স্টার্ট করে দেখুন। Customized image মাদারবোর্ডের স্প্লাশ স্ক্রীনে দিয়ে ভালো লাগারই কথা। এক্ষুণি অন্যদের দেখান, অবাক করে দিন। আর মন্তব্য ও লাইক দিতে ভুলবেন না। 🙂


আমার পুর্ববর্তী টিউন: Firefox 4 এ IDM দিয়ে ডাউনলোড না হওয়ার সমস্যা ঠিক করুন


আমার পরবর্তী টিউন: My Computer থেকে Nokia Phone Browser মুছে দিন

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল হইছে । ধন্যবাদ

    সেটাপ হইতাছেনা
    আমার Windows 7

    ভাই আমার উইন্ডোজ ৭। ডাউনলোড করা ফাইল টা আন-জিপ করেছেন তো? মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

ভাল লাগলো

Level 0

ভাই Intel এরটা দিলেন , এটা কি asus এ কাজ করবে ।

    জ্বী ভাই, ASUS মাদারবোর্ডেও ফ্ল্যাশ করা যায়। গুগলে খুজলেই পাবেন। এটা দেখতে পারেন http://vip.asus.com/forum/view.aspx?id=20070215223109668&board_id=1&model=P5B+Deluxe

      Level 0

      @মিনহাজুল হক শাওন: দারুন একখানা পোস্ট, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল- Intel(R) Integrator Toolkit এটা দিয়ে কি আসুস এর মাদার বোর্ড আপডেট করে যাবে, অর্থাৎ কি ভাবে করবো একটু বিস্তারিত বললে বা এটা দিয়ে একটা পোস্ট করলে ভালো হতো। (অনেকেরই আসুস মাদার বোর্ড তাই এটা নিয়ে একটা পোস্ট করুন না- পোস্ট টা বৃথা হবেনা)

        @bisukgp, আমি দুঃখিত কারণ আমার কাছে কোন আসুস মাদারবোর্ড নাই। আর যা নাই সেটা নিয়ে পো‌স্ট করলে যদি কারো ক্ষতি হয় সেটা তো আমি চাইবোনা। তবে আমি যতুটকু খেয়াল করেছি যে আসুস এবং গিগাবাইটের ওয়েবসাইটেই প্রতিটা মাদারবোর্ডের ডাউনলোড পেজে বায়োস আপডেট সহ একটা exe দেওয়া থাকে। সেটা ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে কাস্টোমাইজ করা যাবেনা।

English শব্দের বাংলা উচ্চারণ ও অথ সহ Java মোবাইলের Dictionary চাই, কারো জানা থাকলে দয়া করে লিংক দিবেন।
যেমন, Add = এড, অথ= যোগ

    ভাই আপনি এটা সাহায্য বিভাগে পোস্ট করলে সমাধান পাবেন আশা করি 🙂

    @ওহাব: java mobile vat khaoar software o lagbo??? | মন্তব্য খানিকটা মডারেট করা হইল

Thannkkss

জটিল……THANX

ভাই আমার মাদার র্বোড এ মডেল খোজে পাচ্ছি না
মডেল নাম্বার D945gnt

Level 0

ভাইয়া আমি বায়োস আপটেড না করে শুধু স্প্যাল্স স্ক্রীনটা চেঞ্জ করব। এটা দিয়ে করা যাবে কি? কোন সমস্যা হবে না তো।

এটা কি IBM এ কাজ করবে

    আপনার মাদারবোর্ড এর নির্মাতা কোম্পানি যদি বায়োস ফ্ল্যাশ করার সাপোর্ট দিয়ে থাকে তাহলে হবে। আমি এখানে শুধু ইন্টেলের টা দেখিয়েছি। 🙂

১০০% কাজে লাগার মত টিউন।
শুকরিয়া শাওন ভাই।

এত বিস্তারিত টিউন দেখে ভাল লেগেছে। 😀
ধন্যবাদ।

থাঙ্কু

Level New

vaiya…amar pc r motherboard ALBATRON PMG31 ami ki BIOS update korte parbo??

খুবেই গুরুত্তপুর্ন একটা টিউন।ধন্যবাদ আপনাকে

চমৎকার টিউন আপনাএক অসংখ্য ধন্যবাদ

jotil boss……khub valo laglo…thanks

Level New

বৈশাখী শুভেচ্ছা… চমৎকার টিউন

ভাই এইটা কি দিলেন? আমি তো এইটার অপেক্ষায়ই ছিলাম এতদিন…..!!! আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং বিস্তরিত টউনের জন্য।

    ভাই এইটা কি মন্তব্য দিলেন? আমি তো এইটার অপেক্ষায়ই ছিলাম এতদিন…..!!! আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। 🙂

vai amar samsung er laptop R418 model. ami ki Bios update korte parbo.pls janale khubi upokar hobe.thanks 4 tune.

    স্যামসাং এর ওয়েবসাইট এ যান। আপনার মডেলের ড্রাইভার ও ডাউনলোড সেকশান দেখুন। পাবেন অবশ্যই 🙂

bhai amar hp laptop model cq42-168tu ami ki bios update dite parbo.r jodi pari ta hole ki hobe.

    এইচপি এর ওয়েবসাইট এ যান। আপনার মডেলের ড্রাইভার ও ডাউনলোড সেকশান দেখুন। পাবেন অবশ্যই 🙂

ভাই আমাকে একটা বানিয়ে দেননা কোর আই থ্রি র লোগো দিয়ে মাদারর্বোড মডেল Intel D945GNT

টিউনটি অত্যন্ত চমৎকার। কিন্তু আমি সফট্‌ওয়ারটি ব্যবহার করতে পারছি না। আমার গিগাবাইট মাদারবোর্ড G31M-ES2C দয়া করে সাহায্য করবেন। অপেক্ষায় থাকব কিন্তু………….

ধন্যবাদ ভাই, খুব ভালো টিউন। খুব উপকারি টিউন। ভাই আসুস এর মাদার বোর্ড সম্পর্কে একটা টিউন করুন প্লিজ……………।।

আপনার দেওয়া লিংক এ ভার্সন এবং সফ্‌ট ওয়ার আলাদা আলাদা,এবং অনেক গুলো, ঠিক খুজে পাচ্ছিনা এবং তাতে Flex module ইডিট করার ব্যবস্থাও নাই মনে হয়। দয়া করে আপনার দেওয়া সফ্‌ট ওয়ারটির মত একটি ডাইরেক্ট লিংক দিন না প্লিস……………………

    সুজন ভাই, এই লিঙ্ক দেখেন http://www.giga-byte.co.za/Support/Motherboard/BIOS_DownloadFile.aspx?FileType=BIOS&FileID=16397

    আর আমি টিউন করেছি ইন্টেল এর জন্য। আমার গিগাবাইটের মাদারবোর্ড থাকলে অবশ্যই করতাম। আর একটা কথা, ইন্টেল মাদারবোর্ড এর সুবিধা সবচেয়ে বেশি মনে হয় আমার কাছে, তাই হয়ত তাদের মডিউল অনেক ভালো ও অনেক অপশন রয়েছে। আপনি একটু খুজে দেখুন। 🙂

Level 0

ভাইয়া, আপডেট করলাম, কিন্তু স্ক্রীন সাইজ ১০২৪*৭৮৬ পুরোপুরি দেখা যায় না। চারপাশে কালো হয়ে থাকে। স্ক্রীন সাই কত হলে ভাল হবে। আমার মনিটর ফিলিপস ১৭ স্কয়ার।

    আপনার মনিটর এর রেজোলিউশান যত তত সাইজ এর ছবি দেন। আমারো কিন্তু ১৯ ইঞ্চি, তবে ফুল আসেনা। দুই পাশে কাটা থাকে। মনিটর এ সেটিং অটো দিয়ে রাখুন।

দিলাম, ভাল লাগল…

ভাইয়া আমার মাদারবোর্ড বায়োষ্টার, এটাতে কিভাবে করব একটু হাল্কা আইডিয়া দেন। ইন্টেলের সফটওয়ার কি এটাতে কাজ করবে? আর একটা সমস্যা হল আমি আমার মাদারবোর্ডটার মডেল নাম্বারটা জানিনা। কিভাবে জানতে পারবো দয়া করে জানাবেন?

    ইন্টেল এর টা অবশ্যই কাজ করবেনা। এখানে যান http://www.biostar.com.tw/app/en/event/biosupdate/biospage.html এখানে মাদারবোর্ড এর লিস্ট থেকে আপনার মডেল বেছে নিন। তারপর BIOS ট্যাবে ক্লিক করে লেটেস্ট বায়োস ফাইল, সফটওয়্যার ডাউনলোড করে নিন। ওখানে একটা পিডিএফ লিঙ্ক আছে যেটায় পদ্ধতি লেখা রয়েছে। 🙂

    আর মাদারবোর্ড এর মডেল নাম্বার না জানলে ডাউনলোড করে নিন CPUZ নামের ছোট্ট সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি প্রসেসর, মাদারবোর্ড, র‍্যাম সবকিছুর ইনফো পাবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

vi amar pc er motherboard onek puraton tai model no. jani na model no. kotha theka pabo.

    Level 0

    cpu-z software try korun

    Level 0

    Vai atodin por akta somossai porlam, ami jokhon Win-7 install kortesi tokhon 1ta 1ta kore drive format hoye jasse. Amar ak friend er mainboard a flash marar por Hiren boot Cd'r mouse kaj korsay na. Somadhan chai.

    Level 0

    Vai amar ki abar 64 bit diya flash martay hobe, jodi Win-7 babohar kortay chai?

    @রাতের বন্ধু, এটা ডাউনলোড করে দেখেন সব তথ্য পাবেন

    @Tanjamin, আপনার হার্ডডিস্কে পার্টিশনে সমস্যা থাকতে পারে। উইন্ডোজ ৭ ইন্সটল করার সময় সব ড্রাইভ ডিলিট করে দিন। তারপর নতুন করে ড্রাইভ সাজিয়ে ইন্সটল দিন। আশা করি কাজ হবে। আর যদি ব্যাড সেক্টর থাকে তাহলে সফটওয়্যার দিয়ে ঠিক করে নিতে পারেন। আর ৬৪ বিটের দরকার নাই। ধন্যবাদ

Level 0

shaon vai, asus er ekta mboard usb device over curent dekhaia 15 sec por reboot korte thake. Ki kori konto?

    ওভার কারেন্ট মানে? মাদারবোর্ড থেকে হার্ডডিস্ক রেখে বাকি বুট অফ করে দেখেন। সমস্যা আরেকটু খুলে বললে ভালো হয়

Level 0

শাওন ভাই, গিগাবাইট মাদার বোর্ডে কি ভাবে করব যদি একটু বিস্তারিত করে বলতেন উপকৃত হতাম…।।

Level 0

আপডেট install এর পর pc অন হইলে দেখাইল : “EBIOSPost.exe has stopped working

=>Check online for solution and close the programme

=>Close the programme ”

আমি Close the programme দিসি। ঝামেলা কই হইল?

সমাধান কি ?

( কিন্চিত সমস্যা বোধ হইতাসে, update এর জন্য কি না সিউর না )

    @sakib12: আপনি কি শিওর যে বায়োস আপডেট হয়েছে? আমার তো মনে হচ্ছে যে আপডেট হয়নি বলেই এমন দেখাচ্ছে। ভালোমত সব অপশন দিয়ে চেষ্টা করে দেখুন। মাদারবোর্ড খুব পুরনো হলে চেষ্টা না করলেই ভালো মনে হয়। সমস্যা হলে জানাবেন

Level 2

ami ubuntuu 11.10 use kori.kivabe avro install korbo?amar laptoper mother board info kivabe dekhbo?update ki dekhano niyomei korbo?

Level 2

লেপ্টপ কে ফেক্টোরি রিসেট করা যায়?দোকানে যে রকম থাকে ওএস দেওয়ার আগে?যদি যায় কি ভাবে একটু বলবেন প্লিজ?আমি শুনেছি রিভিউ না কি যেন একটা আছে।

Thanks vai.
বায়োস আপডেট করে ফেললাম |
🙂

জটিল পোষ্ট হইছে ভাই… আমার পিসির মাদারবোর্ড হলো ফক্সকন, প্রায়ই পিসি হ্যাং হয়ে যায় দুই তিন সেকেন্ডের জন্য। এবং পেন ড্রাইভ লাগানো অবস্থায় পিসি ওপেন হয়না, এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম কি করতে হবে সে জানালো বায়োস আপডেট দিতে হবে। আপনার দেখানো পন্থায় কি আমার পিসির বায়োস আপডেট করা যাবে? দয়া করে জানাবে… ধন্যবাদ।

ভাই গিগাবাইট মাদারবোর্ড টা কি এইভাবে করবো?

Level 0

মিনহাজুল হক শাওন ভাই আমার সালাম নিবেন , আমি জানতে চাই, আমি কিভাবে আমার মাদারবোর্ড (গিগাবাইট G41) এর BIOS আপডেট করতে পারি, আরো বিস্তারিত জানতে চাই then করতে পারি, আমি সর্বশেষ BIOS ডাউনলোড করেছি, কিন্তু আমি Confused এটি আমি আপডেট দিতে পারব কি না. আপনার সেল নম্বরটি দিতে পারেন? তাহলে আমি বিষয়টি সম্পর্কে আপনার সাথে ফোনে আলোচনা করতাম. (আমার মেইল ঠিকানা [email protected] & Cell: 01683339925)

    ভাই গিগাবাইটের সাইটে চলে যান, ওখানে মাদারবোর্ডের মডেল সিলেক্ট করলে লেটেস্ট আপডেট বায়োস exe ফাইল আকারে পাবেন। ধন্যবাদ।

আমি এক সমস্যায় পইরা গেছি!!

আপনার কথামত bios আপডেট করলাম তবে ছবি jpg ফরম্যাট কাজ করে না একেবারে ২৮ কেবি ইমেজ ও না… তাই BMP একতা দিলাম। কিন্তু bios আপডেট দেওয়ার পরে দেখি স্টার্ট আপ এ কোনো পিকচার নাই!! কি ঝামেলায় পরলাম…। help me!!

কড়া টিউন!
কিন্তু আমি ইন্টেল মাদারবোর্ড বাদ দিয়ে গিগাবাইট মাদারবোর্ড লাগাইছি।
গিগাবাইট এর স্ক্রীন চেঞ্জ করব কিভাবে ভাই?

জ্বী, তা করা যা 🙂 আরো একটা উপায় আছে, বায়োস রমটা ইউএসবি ড্রাইভে নিয়ে ইন্সটল করা। তবে এইটায় ১বার রিবুট করে। মাদারবোর্ডের জাম্পার বদলানোর ঝামেলা নাই। ধন্যবাদ 🙂

আপনি চাইলে tune করতে পারেন, সবার জন্নেই উপকার হবে।

@Nayeem Chowdhury, আমার DG41RQ তে ডিফল্ট হিসেবে DDR2 800MHz বাস র‍্যাম 667MHz হিসেবে কাজ করত। তারপর Intel Virtualization Technology (এটা দিয়ে যেকোনো সিস্টেমে ভার্চুয়াল OS চালান যায়) ছিলনা। আমি একবার মেমোরি কনফিগারেশন 5-5-5-1.8 এর বদলে 6-6-6-1.8 দিয়েছিলাম। ফলে পিসি কিছুক্ষণ কাজ করার পর হ্যাং করত। আপডেট দেওয়ার পর ঠিক হয়েছে। আর বায়োস নতুন আপডেট করার মূল কারণ সিস্টেম যেন আরো বেশি স্ট্যাবল হয়, I/O Device গুলা আর ভালোমতো কাজ করে। পারফরমেন্স বাড়ানোর জন্যেই মাদারবোর্ড নির্মাতারা নতুন নতুন আপডেট দিতে থাকে।

মিনহাজুল হক শাওন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, সুন্দর tune,
আচ্ছা bios update দিলে কি কি লাভ হবে বলতে পারবেন?

অনেক সময় হার্ডওয়্যার প্যাচ থাকে, বায়োস আপডেট করলে এই সমস্যা গুলা দূর হয়। ভিডিও মেমরি অথবা হার্ডওয়্যার ক্যাপাবিলিটি বাড়ে। সেভাবে পরিবর্তন বোঝা না গেলেও বায়স আপডেট দিলে হার্ডওয়্যার নিয়ে নিশ্চিন্ত থাকা যায়।