খুব সহজেই আপনার উইন্ডোজ এর বুট টাইম অর্থাৎ আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগে তা জেনে নিন।

আমরা তো প্রত্যেক দিনই কম্পিউটার চালাই। কিন্তু আমরা কি জানি? আমাদের কম্পিউটার টি অন হতে বা লগিন হতে কত সময় লাগছে? সাধারনত এটা কিছুটা প্রসেসর এর উপর ডিপেন্ড করে। তবে আপনি যদি আপনার কম্পিউটার এর বুট টাইম টেস্ট করতে চান তা হলে Boot Racer সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেন। এটি দিয়ে আপনার কম্পিউটার এর বুট টাইম কত তা জানা যাবে। আমার ডেস্কটপে বুট টাইম সর্বোনিন্ম 30 সেকেন্ড সময় লেগেছে 🙂 এটা ১ মিনিটের নিচে থাকলে আপনার বুট স্পীড রেটিং হবে "Excellent"। আর যদি ১ মিনিটের বেশি সময় লাগে তা হলে বুঝবেন আপনার কম্পিউটার এর কিছু ট্রিটমেন্ট করা দরকার। 🙂

undefined

প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

তারপর ইন্সটল করে নিন। এবং ইন্সটল করার পর আপনার পিসি রিস্টার্ট করবেন।অথবা সফটওয়্যার টি চালু করে "Start" এ ক্লিক করে "yes" এ ক্লিক করবেন তা হলে রিস্টার্ট হওয়া শুরু হবে।

undefined

তারপর পর পিসি যখন আবার ওপেন হবে তখনই অটোমেটিক ঐ সফটওয়্যার টি চালু হবে এবং কয়েক সেকেন্ড এর মধ্যেই হিসাব করে বের করবে যে আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগলো।

undefined

এই ভাবে প্রত্যেক দিনের সময় এরকম ভাবে দেখাবে। এবং তা হিস্ট্রি তে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে Show History তে ক্লিক করে তা দেখতে পারেন।

আপনার সময় বুট টাইম যদি অনেক বেশি হয় তা হলে আপনি বুট স্পীড এর জন্যে কিছু সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। এরকম একটি সফটওয়্যার এর ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন। অথবা আরও একটি ফ্রী সফটওয়্যার আছে এখানে (সফটওয়্যার টি দারুন কাজের) এটি ব্যাবহার করার পর আমার বুট স্পীড অনেক বেড়ে গেছে 🙂 অর্থাৎ অনেক তাড়াতাড়ি অন হচ্ছে।

তাছাড়া আপনার অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম গুলোও ডিজেবল করে রাখতে পারেন তা হলে আরও দ্রুত অন হবে।

ধন্যবাদ সবাই কে।

পোস্ট টি পুর্বে প্রকাশ এখানে

আমার পুর্বে করা একটি জনপ্রিয় পোস্টঃ ডিজিটাল যুগে চোরের দিন শেষ। ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! 🙂


Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন। ধন্যবাদ।

great

thanx. now dl-ing

ভাই ডাউনলোড হয় না। free download link এটাতে ক্লিক করলে image আসে।

    অদ্ভুত তো। এতক্ষন সবাই ধন্যবাদ দিল অথচ একবারো খেয়াল করলো না যে ডাউনলোড লিঙ্ক টা ঠিক নেই। হাঃহাঃহাঃ ধন্যবাদ আপনাকে। আমি ঠিক করে দিয়েছি 🙂

    সবাই চোখ বন্ধ করে টিউন পড়েছে। 😀 আপনিই এক মাত্র ব্যাক্তি যে আমার টিউন টা পুরোপুরি পড়েছেন। আবারও ধন্যবাদ আপনাকে।

ভাল….ভাল…..ভাল টিউন………………ধন্যবাদ

    ধন্যবাদ আপনাকে। আপনার টিউনার পেজ এ গিয়ে আপনার কিছু পোস্ট পড়ে আসলাম। ভালো লিখেছেন।

Level 2

jodi ata kaj kore tobe atai ami khuj chilam 🙂

    ১০০% কাজ করবে 🙂 আমি আমার এক্সপিতে চালিয়ে তার স্ক্রীনশট দিলাম তো দেখতেই পাচ্ছেন।

Level 0

কিছুটা না, পুরাটাই ডিপেন্ড করে প্রসেসরের উপর। একটা প্রসেসরের ক্লক স্পীড যত বেশি, বুট টাইম তত কম হয়। সুন্দর টিউন। ধন্যবাদ।

    হুমম… পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ 🙂 কিছুটা লেখা উচিত হয়নি। 😀 এই সব টিউন ফিউন করতে অনেক সময় এর ব্যাপার তাই তারাহুড়ো করে করতে গিয়ে অনেক কিছু ভুলে যাই। প্রথমে তো ডাউনলোড লিঙ্কটাই ছিল না।

    Level 0

    হা হা হা,তাহলে তো এটাকে তখন জোকিং টিউন বলেই মনে হচ্ছিল নিশ্চয়ই।

    হাঃ হাঃ হাঃ আলরেডি তখন বেশ কয়েকজন + দিয়েছিল আবার ভালো কিছু মন্তব্যও করেছিল। কিন্তু তাদের চোখে ডাউনলোড লিঙ্ক এর ভুল টা পড়েনি। ঐ যে উপরে জোবায়ের নামের একজন কমেন্ট এর পর বুঝতে পারলাম। কিন্তু তার আগের মন্তব্যকারী গুলো কি দেখে ধন্যবাদ দিল তা কে জানে 😀

    Level 0

    হয়তো আপনার টিউনকে জোক মনে করে তারাও আপনার সাথে জোক করছে। 😉

    হুমম… তাও ভালো যে গালি শুনতে হয়নি 😉