আসসালাম আসসালাম,
কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ওয়েবসাইট এর পরিচয় করিয়ে দিব। আমাদের অনেকেরই অনেক সময় ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড রেমভ করে png ফাইল এর দরকার হয়। অনেকে ইউটিউব এর জন্য বা অনেকে অন্য কন কাজের জন্য PNG ফটো দরকার হয়। যারা ফটোশপ জানি তাদের জন্য কোন প্রবলেম না কিন্তু যারা না জানে তাদের জন্য অনেক প্রবলেম হয়ে দারায়। যারা ফটোশপ না পারে বা অন্য কোন ফটো এডিট সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রেমুভ করতে না পারে তারা অনেক সহজেই এই সাইট এর মাধ্যমে শুধু মাত্র এক ক্লিক এ যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রেমুভ করতে পারবে। এতা অনেক নিখুত ভাবে যেকোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রেমুভ করে। খুবই সহজ একটা ওয়েবসাইট এখানে ঢুকে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড রেমুভ করতে ছান সেই ছবি টা সেলেক্ট করে ওকে তে ক্লিক করুন তারপর দেখুন মাজিক।
এখান থেকে ওয়েবসাইট এ প্রবেশ করুন
তারপর আপনার ছবি সেলেক্ট করে ওকে তে ক্লিক করুন অটো ছবিথেকে ব্যাকগ্রাউন্ড রেমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রেমুভ করার পর আপনি ছবিটা PNG তে ডাউনলোড করতে পারবেন।
বুজতে কন সমস্যা হলে নিচের ভিডিও টা দেখুন, ধন্যবাদ।
আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।