বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব BULK SMS কি? BULK SMS কেন ও কি ভাবে করবেন? BULK SMS কোথাই পাবেন? এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বেশির ভাগ বন্ধুরা আমাকে ফোন করে বলে “BULK SMS আশাকরি আমার এখানের সব বন্ধুরা মোবাইল ব্যবহার করেন। মোবাইল ব্যবহার করেন মানে আপনি হয়তো GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell যে কোন একটা কোম্পানির সিম ব্যবহার করেন। আপনার মাঝে মাঝে GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell নামে কোন নাম্বার ছাড়া এস এম এস আসে না? একটু খেয়াল করে দেখেন।
আপনার কিন্তু GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell এই সব নাম মোবাইল এ save করা নয় কিন্তু তবুও GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell নাম থেকে আপনার কাছে এস এম এস, আশাকরি আমি আমার বন্ধুদের সহজ ভাষায় বুঝাতে পেরেছি।
আপনি ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল ও একটা সফটওয়্যার দিয়ে username and password দিয়ে লগিন করে অথাবা সফটওয়্যার এ username and password দিয়ে লগিন করে এস এম এস পাঠাতে পারবেন।
এছাড়া আপনি মোবাইল Apps ব্যবহার করেও এস.এম.এস পাঠাতে পারেন।
BULK SMS এর উপকারিতা কি?
BULK SMS এর মাধ্যমে আপনি আপনার কোম্পানির নামে অথবা আপনার নিজের নামে এস এম এস আপনার গ্রাহক অথাবা বন্ধুদের কাছে পাঠাতে পারেন। আপনি ইচ্ছা করলে একবারে ১লাখ অথবা আপনার যত ইচ্ছা তত নাম্বার একই মেসেজ বার বার না লিখে একবার লিখে পাঠাতে পারেন। এটাই BULK SMS এর সব চেয়ে বড় সুবিধা। আপনি ইচ্ছা করে গ্রুপ করে Address Book এ আপনার বন্ধুদের নাম্বার সেভ করে রাখতে পারেন তাতে বার বার নাম্বার লিখা থেকে মুক্তি পাবেন। এই Address Book নাম্বার থেকে আপনি গ্রুপ করে একবারে ওই গ্রুপ এর সব নাম্বার এ একসাথে পাঠাতে পারেন। ইত্যাদি।
আমি রায়ান মির্জা। CEO, Radio Foring, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিংক কই