মজিলা ব্যাবহার করেনা এমন মানুষ খুব কম দেখা যায় । বিপদে পরে হলেও মজিলা ব্যাবহার করতে হয় । তাই কথা না বারিএ কাজে আসি ।
প্রথমেই যারা মজিলা ব্যাবহার করেন তাদের বলব মজিলা ৪ ব্যাবহার করতে । কারন এটি আগের সব ভার্সন এর চেয়ে অনেক কার্যকর ও গতিময় । মজিলা ৪ ডাউনলোড করুন এখান থেকে ।
১। Start Mozilla Faster এটি মজিলা কে দ্রুত স্টার্ট হতে সাহায্য করে ।
২। Fireshot এটি দিয়ে মজিলা তে ফুল ওয়েব পেজ শট নিতে পারবেন ।
৩। Easy Youtube Video Downloader এটি দিয়ে ইউটিউব থেকে সহজে হাই ডেফিনেশন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।
৪। IM Translator এটি দিয়ে অনেক ভাষার সাইট ইংলিশ এ ট্রান্সলেট করতে পারবেন ।
১। এখান থেকে ডাউনলোড করে speed up my firefox এ ক্লিক করুন । মজিলা এক্সিট করে নিতে হবে ।
এবার মজিলা এডিট করে একে আরও কার্যকরী করব ।
১। প্রথমে এড্রেস বারে about:config লিখে এন্টার চাপুন ।
২। এবার ফিল্টার বারে network.http.pipelining লিখুন । network.http.pipelining নামে কিছু পেলে ওটাকে ডাবল ক্লিক করে True করে দিন ।
৩। আবার ফিল্টার বারে network.http.pipelining.maxrequests লিখে এর ভেলু ৮ করে দিন ।
৪। network.http.proxy.pipelining লিখে এর ভেলু true করে দিন ।
৫। এবার যেকোনো জায়গায় রাইট ক্লিক করে new>integer এ ক্লিক করুন । এবার nglayout.initialpaint.delay লিখে এর মান ০ করে দিন ।
১। প্রথমে ইন্টারনেট ডাউনলোড মেনেজার থেকে options>filetypes এ গিয়ে GZIP নামের একটা লেখা পাবেন অটা ডিলিট করে দিন ।
২। মজিলা ৪ এ বাংলা সমস্যা হয় এটি দূর করতে এখানে ক্লিক করুন ।
৩। মজিলা ৪ এ অনেক সময় ডাউনলোড সমস্যা হয় এটি দূর করতে ইন্টারনেট ডাউনলোড মেনেজার ৬.০৫ বিল্ড ১১ ব্যাবহার করুন । এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
৪। অনেক সময় মজিলার স্পীড কমে গেলে অথবা কোন সমস্যা করলে মজিলা রান করে Tools>Clear Recent History ক্লিক করে ড্রপ ডাওন থেকে Everything সিলেক্ট করে ডিটেইলস থেকে সব গুলোতে টিক দিন এবং Clean Now ক্লিক করুন । এতে ব্রাওজার এর সব কিছু ক্লিন হয়ে যাবে । লগ ইন থাকলে লগ আউট হয়ে যাবে । ওয়েব পেজ এর সব নতুন করে লোড হবে । লিমিটেড ব্যাবহার কারীরা ভেবে নিবেন ।
আমার আর কোন সমস্যা হয় না । আপনাদের কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ।
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
ভালো টিউন, তবে মাত্র ৪টা অ্যাড-অন দিয়ে কী হবে? No script, WOT, Addblock Plus, Popup blocker, Persone. Facepad – এগুলার কথা লিখতে পারতেন। আর IDM এর আগের ভার্সন দিয়েও ফায়ারফক্স ৪ এ ডাউনলোড করা যায় (এখানে দেখুন https://www.techtunes.io/download/tune-id/62022/। আর শেষে All History ক্লিয়ার করতে বললেন। এটা লিখে দিন যে তাতে সব লগ-ইন করা ওয়েবে লগ-আউট হয়ে যাবে এবং Cache ক্লিয়ার করলে ওয়েব এর ডাটা আবার লোড হবে যা লিমিটেড প্যাকেজের ব্যাবহারকারীদের জন্যে ঝামেলার 😀 আর শিরোনামে বানান ভুল আছে, ঠিক করেন প্লিজ