নতুন স্কিটো সিমে ফ্রিতে ২ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদে!

2GB Data for 30 days in new SKITTO Sim for free!

আসসালামুয়ালাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন।

আজ আমি কথা বলব কিভাবে নতুন স্কিটো সিমে ফ্রিতে ২ জিবি ইন্টারনেট নিবেন তাও আবার ৩০ দিন মেয়াদে।

যারা নতুন স্কিটো সিম কেনার কথা ভাবছেন তারা নিচের ধাপগুলো অনুসরন করলেই পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট
তাহলে চলুন শুরু করা যাক,

১) প্রথমেই এই লিংকটি bit.ly/skitto2gb কপি করুন। লিঙ্কটি কপি করে যেকোনো ব্রাউজার থেকে প্রবেশ করুন। এটি আমার স্কিটো অফিসিয়াল ইভাইটেশন লিংক। লিংকে প্রবেশ করে আপনার নাম, মোবাইল নং, এবং ইমেইল দিয়ে (ইমেইল না দিলেও হবে) ফর্মটি পূরন করে Get code বাটনে ক্লিক করুন।

২) আপনি আপনার মোবাইল নং এ একটি এসএমএস পাবেন, সেখানে একটি প্রোমো কোড দেয়া থাকবে। সেটি সংরক্ষন করে রাখুন। তাছাড়া Get code এ ক্লিক করার পর পরবর্তি পেজেও আপনি কোডটি পেয়ে যাবেন।

৩) সিম কিনে স্কিটো অ্যাপ এ রেজিস্ট্রেশন করে ফেলুন, কারন অ্যাপ ছাড়া আপনি প্রোমো কোডটি ব্যবহার করতে পারবেন না, আসলে অ্যাপ ছাড়া সিমটাই অচল কারন সব কিছু অ্যাপ থেকেই নিয়ন্ত্রন করতে হয়। সিম কেনার সময় কোডটি সাথেই রাখুন, সিম বিক্রেতাকে বলবেন আপনার কাছে একটি প্রোমো কোড আছে। অথবা চাইলে বাসায় এসে অ্যাপের মাধ্যমে নিজেই করতে পারবেন।

৪) অ্যাপ এ প্রবেশ করে সেটিং অপশনে গেলেই প্রোমো কোড দেয়ার অপশন পাবেন, টিউনে সংযুক্ত ছবিটি দেখুন অথবা স্কিটোর অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই বিস্তারিত জানতে পারবেন সবকিছু।

(বিঃদ্রঃ ১ নং ধাপটি অবস্যই আপনাকে সিম কেনার পূর্বেই করতে হবে, সিম অ্যাক্টিভ হওয়ার পর করলে আপনি ইন্টারনেট পাবেন না। আর প্রোমো কোডটির মেয়াদ হবে ৩০ দিন। অর্থাৎ কোড জেনারেট করার ৩০ দিনের মধ্যে আপনাকে সিম কিনতে হবে আর না কিনলে পুনরায় কোড জেনারেট করতে হবে।

একটি কোড দিয়ে একবারই ইন্টারনেট নেয়া যাবে। অর্থাৎ ২ টি সিম কিনলে আপনাকে ২ বার কোড জেনারেট করে নিতে হবে।
কোড জেনারেট করতে সমস্যা হলে বলবেন আমি কোড ক্রিয়েট করে দেব।
আপনার মনে হতে পারে এতে আমার লাভ কি? লাভ আছে, কারন আমিও পাব ২ জিবি ইন্টারনেট কিন্তু মেয়াদ ১৫ দিন। )

আপনি যদি অলরেডি সিম কিনে ফেলেন এবং তারপর আমাদের পোষ্টটি পড়ে থাকেন তাহলে চিন্তার কোন কারন নেই,
টিউমেন্টে আমাদের নক করুন, আর নিয়ে নিন আপনার ২ জিবি নেয়ার জন্য ফ্রি প্রোমো কোড!
(বিঃ দ্রঃ আপনার সিমটি অবস্যই ১৯ জুন এর পর এবং ১৮ জুলাই এর পুর্বে অ্যাক্টিভ করা হতে হবে)

আমার স্কিটো অফিসিয়াল ইভাইটেশন লিংক bit.ly/skitto2gb

আশা করি সবকিছু ভালোভাবে বোঝাতে পেরেছি।
কোন সমস্যা হলে বা না বুঝলে টিউমেন্ট করে অবস্যই জানাবেন, আমি যথাসম্ভব সহযোগীতা করব।
ধন্যবাদ।

Level 0

আমি সাইদুল হাসান মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস