৭ টাকায় ১৫০ মিনিট – যেকোনো রবি-এয়ারটেল নাম্বারে

কিভাবে মাত্র ৭টাকায় ১৫০ মিনিট কথা বলতে পারবেন

আড্ডা ক্যাফে মূলত একটি ভয়েস চ্যাট সার্ভিস যেখানে আপনি পরিচিত-অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারবেন ৷ এই টিউনটি মূলত পরিচিত মানুষদের সাথে কিভাবে কম খরচে কথা বলা যায় সেই জন্য ৷ এটি তাদের জন্য যারা অনেক দীর্ঘ সময় ফোন এ কথা বলেন প্রিয় মানুষের সাথে অথবা দেশের বাড়িতে ৷

আড্ডা ক্যাফে ব্যবহার করে আপনি যে কোনো রবি অথবা এয়ারটেল নাম্বারে কথা বলতে পারেন সবচেয়ে কম খরচে ৷ খরচটা হলো ১ টাকায় ২০ মিনিট এবং ৭ টাকায় ১৫০ মিনিট ৷ (ভ্যাট সহ যথাক্রমে ১.২২ টাকা এবং ৮.৫২ টাকা)

এই সার্ভিস কেন ব্যবহার করবেন?
*সবচেয়ে কম খরচ
*স্মার্টফোন দরকার নেই
*ইন্টারনেট দরকার নেই 

আগেই বলে রাখা ভালো, টিউন পড়ে যদি কোনো কিছু নাও বুঝতে পারেন জাস্ট কল করুন ২৯০৪০ তে, সব নির্দেশনা সেখানেও শুনতে পারবেন ৷ একদম সিম্পল ৷

যা যা করতে হবে,  
১. ডায়াল করুন ২৯০৪০ এবং সাবস্ক্রাইব করে আপনার প্রোফাইল রেকর্ড করুন ৷ কল করলেই সব নির্দেশনা পেয়ে যাবেন কিভাবে প্রোফাইল রেকর্ড করবেন ৷ প্রোফাইল রেকর্ড মানে হচ্ছে, আপনার নিজের ব্যাপারে কিছু বলা যেমন নাম, কোথায় থাকেন ইত্যাদি ৷

২. প্রোফাইল রেকর্ড হয়ে গেলেই আপনি সার্ভিস ব্যবহার শুরু করতে পারবেন, পরিচিত মানুষদের সাথে কথা বলতে দরকার একটি সিক্রেট আইডি ৷ কারণ এখানে সরাসরি নম্বর দিয়ে কল করা যায় না সিক্রেট আইডি দিয়ে করতে হয় ৷ আবার কল করুন ২৯০৪০ তে এবং নির্দেশনা শুনে ৩ চাপুন ৷ এরপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সিক্রেট আইডি তৈরী করুন ৷ আপনার সিক্রেট আইডি আপনাকে SMS করে জানিয়ে দেয়া হবে ৷

৩. একই ভাবে যার সাথে কথা বলতে চান তাকেও বলুন একটি সিক্রেট আইডি তৈরী করতে ৷ তার কাছ থেকে তার সিক্রেট আইডিটি জেনে নিন অথবা নিজের আইডি তাকে জানিয়ে দিন ৷

৪. এবার সিক্রেট আইডি ব্যবহার করে কল করার পালা ৷ ২৯০৪০ তে কল করুন, আবার ৩ চাপুন এবং নির্দেশনা শুনে ২ চাপুন ৷ ২ চাপলেই আপনি যার সাথে কথা বলতে চান তার সিক্রেট আইডিটি প্রবেশ করাতে বলা হবে ৷ কাঙ্খিত বন্ধুর সিক্রেট আইডিটি চাপুন, যেমন: সিক্রেট আইডি যদি ১২৩৪৫৬৭ হয় তাহলে এই সংখ্যা গুলো চাপুন আপনার কি-প্যাড এর সাহায্যে ৷ নিশ্চিত করতে ১ চাপুন ৷ ব্যাস হয়ে গেলো, এখন কল চলে যাবে আপনার প্রিয় মানুষের কাছে ৷ রিসিভার কল পাবেন ২৯০৪০ নাম্বার থেকে ৷

৫. এভাবে যখন ইচ্ছা তখন কথা বলুন সবচেয়ে কম খরচে ৷ খুবই সহজ পদ্ধতি, কোনো সমস্যা হলে প্রশ্ন করুন ৷ মিনিট শেষ হয়ে গেলে আবার মিনিট কিনে নিন একই খরচে, ২০ মিনিট ১  টাকা, ১৫০ মিনিট ৭ টাকা!

ওহ! বলতে তো ভুলেই গেলাম, আড্ডা ক্যাফেতে নতুন বন্ধুও বানাতে পারবেন৷ ছেলে কিংবা মেয়ে যেমন চান ৷ ২৯০৪০ তে কল করে সব নির্দেশনা শুনুন তাহলেই বুঝে যাবেন ৷

কিছু তথ্য
সার্ভিসটি নতুন এবং ব্যবহারকারী অনেক হওয়ায় মাঝে মাঝে কল কানেক্ট হতে কয়েকবার চেষ্টা করতে হয় এবং মাঝে মাঝে কল ড্রপ পাওয়া যায় ৷ কিন্তু শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে ৷
আপাতত রবি এবং এয়ারটেল গ্রাহকরা পেলেও, ঈদ এর পর এই সার্ভিসটি বাংলালিংক গ্রাহকরাও পাবেন ৷

যখন যেখানে ইচ্ছা, যার সাথে ইচ্ছা কথা হবে ননস্টপ!

Level 0

আমি খন্দকার আলী আহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস