Messenger Dark Mode তাদেরই দরকার যারা সারারাত Messenger এ সময় কাটান। বিশেষ করে যাদের GF/Bf আছে তাদের তো কোন কথাই নাই ৩টা ৪টা ৫টা পর্যন্ত Messenger এ চলতে থাকে প্রেমালাম। আবার অনেকে পটানোর জন্য ট্রাই করে।
আর এ সকল ব্যাস্ত ফাকে আমরা খেয়ালই করি না যে আমাদের চোখের ১২ টা বাজতেছে। কিছুদিন পরেই শুরু করতে হয় চোখের ডাক্তারের পিছে ঘুরাঘুরি। আর যাতে আপনাদের এই ঘুরাঘুরি করতে না হয় তাই আমি আপনাদের কাছে নিয়ে এলাম কিভাবে Messenger Dark Mode করবেন।
আপনাদের বুজার সুবিধার্থে আমি ভিডিও বানিয়েছি যাতে আপনাদের বুজতে সুবিধা হয়। চাইলে ভিডিও দেখতে পারেন আবার নিচের লিংকে ক্লিক করে স্ক্রিনশট ও দেখে নিতে পারেন।
আমি মাহমুদুল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।