আইফোনের ব্যাটারীর চার্জ শেষ হলেও চার্জ আরও কিছুক্ষণ ধরে রাখার টিপস

প্রিয় টেকটিউনস এর পাঠক এবং ব্লগার বন্ধুগণ কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আমি আজকে আইফোন ব্যবহাকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ট্রপিক্স হচ্ছে,  আইফোনের ব্যাটারীর চার্জ শেষ হলেও চার্জ আরও কিছুক্ষণ ধরে রাখান। অনেক সময় বাড়িতে বিদ্যুতের সমস্যা বা কোথাও বেড়াতে গেলেন কিন্তু হঠাৎ করে ফোনের চার্জ শেষ অথচ কিছু সময়ের জন্য বাড়িতে কথা বলতে হবে কিন্তু চার্জের সমস্যার জন্য সম্ভব হচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আইফোনের ব্যাটারীর চার্জ শেষ হলেও  অন্তত ফোন রিসিভ করা, এসএমএস লেখা এবং কিছু সময় ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে নিচের থেকে টিপসটি শিখেনেই।

আইফোন টিপস এন্ড ট্রিকস [নতুনের জন্য]

পারবেন।
Settings>Wi-Fi>Off
Settings>Bluetooth>Off
Settings>Privacy>Location Services>Off
Settings>General>Cellular>Enable 3G>Off
Settings>General>Cellular>Enable LTE>Off
Settings>Sounds>Vibrate on Ring & Silent>Off

Settings>Brightness & Wallpaper>Auto Brightness>Off

Settings>Mail, Contacts, Calendars>Fetch New Data>Off

এই কাজটি করুন আশাকরি কিছুক্ষণ ফোনটি ব্যবহার করতে পারবেন। তবে একটি কথা না বললেই না, কোথাও বেড়াতে গেলে অনন্তপক্ষে পাওয়ার ব্যাংকটি সাথে রাখুন।

পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঘুরে আসতে পারেন টেক বাংলা ব্লগ- TechBanglaBlog.Com সাইট থেকে।

 

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস