মুভি পাগলরা যেকোন মুভি বাংলায় দেখুন খুব সহজেই

কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমার আজকের টিউনে আমি মজার একটি টিপস শেয়ার করব। আমার আজকের টিপসটি হল আপনি কিভাবে যেকোনো হিন্দি বা ইংলিশ মুভিকে বাংলায় দেখবেন।

আপনি এটা খুব সহজেই করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনার ফোনে এমএক্স প্লেয়ার টি ডাউনলোড করা থাকতে হবে। আপনার ফোনে যদি এমএক্স প্লেয়ার না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে এমএক্স প্লেয়ার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর আপনি যে ছবিটি বাংলায় দেখতে চান সেটি সিলেক্ট করুন। ধরুন আপনি  Dhamal হিন্দি ছবিটি দেখতে চান। এবার আপনাকে গুগল এ যেতে হবে। গুগল এ গিয়ে লিখে সার্চ করবেন "Dhamal Bengali Subtitle"। সার্চ অপশনে দেখবেন আপনি অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি সাবটাইটেলটি খুঁজে নিন। তারপর এটি ডাউনলোড করুন। আপনি যখন সাবটাইটেল টি ডাউনলোড করবেন তখন এটি জিপ করা অবস্থায় আপনার মেমোরিতে সেভ হবে। এবার এটি আনজিপ করুন। ফাইলটি আনজিপ করার জন্য মূলত আনজিপ অ্যাপস লাগে। অনেকের ফোনে ডিফল্ট ভাবে আনজিপ করা যায়। আবার অনেকের ফোনে করা যায় না। আপনার ফোনে যদি আনজিপ করা না যায় তাহলে আপনি প্লে স্টোর থেকে আনজিপ ফাইল নামে একটি অ্যাপস ডাউনলোড করবেন। ফাইলটি আনজিপ করার পর আপনি দেখবেন সেখানে একটি ফাইল আছে যেটা শেষে এক্সটেনশন হিসেবে.srt লেখা থাকে। মূলত এ ফাইল টি আপনার কাজে আসবে। এবার আপনি এমএক্স প্লেয়ার এ আপনার পছন্দের ছবিটি ওপেন করুন। এরপর উপরে তিনটি ফোঁটা যুক্ত স্থানে ক্লিক করুন। দেখুন এখানে সাবটাইটেল নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পর আপনাকে সাবটাইটেল ওপেন করতে বলবেন। এরপর আপনি আপনার মেমোরিতে যেখানে ফাইলটি আছে ওই ফাইলটি সিলেক্ট করে দিন। এরপর আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার মুভি তে যা বলবে সব নিচে বাংলায় অনুবাদ হয়ে দেখাবে।

এই টিপসটি নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত মোবাইলের বিভিন্ন টিপস এবং দরকারি অ্যাপস শেয়ার করে থাকি

ইউটিউব চ্যানেলঃ AndroiD PoribaR

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস