কখনো এন্টিভাইরাস তৈরী করেছেন?

এই সহজ কাজটা অনেকেই জেনে থাকবেন... জানাটাই স্বাভাবিক; যেহেতু আমরা এগিয়ে যাবার প্রত্যয় নিয়েই পথে নেমেছি। নোটপ্যাডের সাথে কম পরিচিত এমন টিউনারদের জন্যই আজকের এই ব্লগটি তৈরী করা হলো।
সামান্য কাজ...
মনে করি, আপনার নিজের তৈরীকৃত এন্টিভাইরাস দিয়ে আপনার ব্যবহৃত পেন ড্রাইভটি স্ক্যান করতে চান। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে ডেক্সটপ বা অন্য যেকোন ডাইরেক্টরীতে একটি নতুন টেক্সট ডকুমেন্ট তৈরী করা। এবার ডকুমেন্টটিতে নিচের কোডগুলো হুবহু টাইপ করুন-

cd X:
cd\
del*.exe/ah/s/q/f
del*.inf/ah/s/q/f
del"new Folder.exe"/s/f/q
del*.bat/ah/s/f/q
del*.cmd/ah/s/q/f
explorer x:

উল্লেখ্য এখানে X হচ্ছে আপনার কম্পিউটারের যে ড্রাইভ স্ক্যান করতে চান তার ড্রাইভ লেটার। যেমন- আমার পিসিতে আমার ব্যক্তিগত পেন ড্রাইভটি সংযুক্ত করলে ড্রাইল লেটার দেখায় H: সেক্ষেত্রে উক্ত ড্রাইভটি স্ক্যান করতে চাইলে আমাকে X এর পরিবর্তে H লিখতে হবে। আর সব ঠিক থাকবে। এবার ফাইলটি সেভ করে বন্ধ করুন।

ফাইলটিকে রিনেম করুন- GraphicsWorldAntivirus.bat (পূর্বের নাম ছিল New Text Document.txt) নামে। (যদি আপনার কম্পিউটারে ফাইল এক্সটেনশন শো না করে তবে এক্সপ্লোরার উইন্ডো থেকে Tools > Folder Option থেকে View ট্যাবে প্রবেশ করুন। Advanved Setting থেকে Hide Extentions for known file types এর চেকবক্সটি আনচেক করুন এবং এপ্লাই করুন।)

সবকাজ যদি সঠিকভাবে করে থাকেন তবে এখন আপনার এন্টিভাইরাসটি আপনাকে বিপদজনক কিছু ভাইরাস থেকে সুরক্ষা দিতে প্রস্তুত।

মনে রাখবেন..... যে ড্রাইভটি স্ক্যান করতে যাচ্ছেন তাতে আপনার প্রয়োজনীয় .exe এক্সটেনশন সম্বলিত কোন ফাইল যেন না থাকে। কারণ এন্টিভাইরাসটি সেটিকেও একটি ভাইরাস হিসাবে সনাক্ত ও অপসারণ করতে পারে।

Level 0

আমি মামুন সৃজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

স্বেচ্ছাবসরে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Never i can’t do make virus

অন্যের ছবি নিয়ে এটা করা ঠিক না

hmmahin ভাই
আপনাকে আরো বলা দরকার, ব্লগটির লেখক আমার মনে হয় এন্টিভাইরাস তৈরীর কথা বলেছেন; ভাইরাস না।

ধন্যবাদ…

Level 0

খুব একটা উপকার হবে বলে মনে হয় না । .exe তে ই প্রথম সমস্যা করবে ।
তবে জানতে পরলাম বলে ভাল লাগল।
ধন্যবাদ………

New folder.exe কাজে দিবে।

পড়লাম,বুঝলাম ভাল লাগল কিছু জানতেও পারলাম।এখন তৈরি করে দেখি কত কাজের,টিউনটির জন্য ধন্যবাদ।

ভাই এটা এন্টি ভাইরাস না। এন্টি ভাইরাস তৈরী এত সহজ হলে মানুষ এত টাকা খরচ করে তা কিনতো না। এটা একটা কোড যা ইএক্সই ফাইল ডিলেট করবে। ইএক্সই ফাইল হলেই সেটা ভাইরাস না আবার অনেক ভাইরাস আছে যা ইএক্সই না। এন্টিভাইরাসের একটা বিশাল প্রোগ্রাম হয় তার বাইরাস ডাটাবেজ থাকে। মোট তিনটা অংশ থাকে আমার একটা করা আছে কিন্তু অত উন্নত না। এগুলোর জন্য অনেক সময় দিতে হয় প্রোগ্রামিং এতটা ইজি না যে চার লাইনে সফটওয়ার তৈরী হয়।

আপনি তো .inf .bat .cmd এর সবফাইল ডিলেট করে দেবেন। কিন্তু অনেক প্রয়োজনীয় ফাইল বিশেষ করে সফট ও তার ডাটা গুলো এ সব ফাইলে হয়।

সুন্দর প্রচেষ্টা বলব, যারা গান লোডের ব্যবসা করেন তাদের জন্য চমৎকার একটা আইডিয়া ধন্যবাদ

ভাই এটা এন্টি-ভাইরাস নয়।
এর কোন Realtime Protecton নাই।
আর Antivirus তৈরী করতে হলে প্রথমেই Realtime Protecton (data Read / Write virus cheaker) এর চিন্তা করতে হবে।
তবে নাম জানা Particular কিছু ভাইরাস এই পদ্ধতিতে Menually রিমুভ করা সম্ভব।
আশা করি বুঝতে পেরেছেন।
ভাল পোষ্ট তো অবস্যই। তবে শিরোনামটির সাথে সমাঞ্জস্য পূর্ণ নয়।

ধন্যবাদ।