আসসালামুআলাইকুম, টেকটিউনসের সকল ভিজিটর ও টিউনারকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি জাভা স্ক্রীপ্ট। এর আগে এখানে গুগলের মজা নিয়ে টিউন হয়েছিল। তা ছিল গুগলের ওয়েবসাইটে সীমাবদ্ধ। খামোখা বকবক করার দরকার নাই। কাজ করেই দেখি কি এই জাভা স্ক্রীপ্টগুলো।
একটি ওয়েবসাইট খুলুন। যেমন- টেকটিউনস। এবার ব্রাউজারের এড্রেসবারে একটি একটি করে কোড পেষ্ট করুন ও এন্টার দিন। আর দেখুন। ঘুরতে থাকুন ও নাচতে থাকুন। তবে আপনার ব্রাউজারকে বলছি, আপনাকে নয় 😀 ।
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);
javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i) ;self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)
সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ...
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
thanks,