কম্পিউটারে ইউনিকোড ফন্ট না থাকলে সাধারনত ইউনিকোডে লেখা ফন্ট পড়া যায়না।আবার বিজয় ফন্ট না থাকলে বিজয় ব্যাবহার করে লেখা ফন্ট পড়া যায়না। এক ফন্ট থেকে অন্য ফন্টে অনলাইনে পরিবর্তন করতে প্রথমে http://www.bnwebtools.sourceforge.net ঠিকানা ওয়েবসাইটে যান। ইউনিকোড ছাড়া প্রচলিত বাংলায় লেখা টেক্সট ইউনিকোডে পরিবর্তনের জন্য দ্বিতীয় বক্সে কপি করুন ও দ্বিতীয় বক্সের উপরে এটি কোন ধরনের টেকস্ট সেটি সিলেক্ট করুন। এরপরে “ইউনিকোডে বদলে উপরে নাও” বাটনটি চাপুন, আপনার ইউনিকোড টেক্সটটি পেয়ে যাবেন উপরের ইউনিকোড
এডিটরে।ধন্যবাদ সবাইকে আমার সাইট ভিজিট করুন এবং comments দিন ।
আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।
ধন্যবাদ।