আমরা অনেকেই গিটহাব এর সাথে কম বেশি পরিচিত। কিন্তু গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক এখনও আমাদের প্রায় সবার কাছেই অপরিচিত একটি বিষয়। কিন্তু কি এই Github Student Developer Pack?
Github Student Developer Pack মূলত Github এর একটি বিশেষ সার্ভিস যা স্টুডেন্ট ডেভেলপারদের জুন্য বিভিন্ন পেইড টুলস প্রদান করে থাকে। একজন স্টূডেন্ট এই প্যাক এর এপ্রুভাল পেলে Github এর বিভিন্ন পার্টনার কোম্পানীগুলো থেকে দেয়া সার্ভিস গুলো খুব সহজে ব্যবহার করতে পারে। এর জন্য শুধুমাত্র গিটহাব এর একাউন্ট দিয়ে লগিন করা প্রয়োজন হয়। যেখানে আগে সব গুলো সাইট এ আলাদা আলাদা করে আবেদন এর প্রয়োজন ছিল।
Github Student Developer Pack এ থাকা খুব আকর্ষনীয় কিছু টুলস ও সার্ভিস হচ্ছে ঃ
এছাড়াও আরো অনেকগুলো টুলস রয়েছে যা ব্যবহার করে ডাটা এনালাইসিস, পেমেন্ট সিস্টেম ইত্যাদির পেইড সুবিধা গুলো ব্যবহার করা যাবে।
Github Student Pack নেয়ার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে এপ্লাই করতে হবে।
এর জন্য দরকার হবে ঃ
এপ্লাই করার পুরো প্রসেস দেখতে পারেন এই ভিডিওতে
এবার দেখা যাক আমরা কেন Github Student Developer Pack এর জন্য এপ্লাই করব?
তাই যাদের Student ID Card আছে অথবা আশেপাশের কারো থেকে আছে তারা অবশ্যই Github Student Developer Pack টি একবার হলেও ব্যবহার দেখার জন্য অনুরোধ থাকল।
আমি তানভীর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।