জেনে নিন কিভাবে আমি ব্লগস্পট এ হোমপেজ সেট করি

আমার অনেক ব্লগার বন্ধুরা এবং অনেক ব্লগাররাই চায় ওয়ার্ডপ্রেস-জুমলার মত Blogspot এ তাদের নির্দিস্ট একটা পোষ্ট কে হোমপেজ হিসাবে সেট করতে। কিন্তু বেপার টা কি Blogspot এ normally কিংবা coding এর দ্বারা সম্ভব ??? না আসলেই সম্ভব নয়। তো নো টেনশন... সলিউশন আছে আমার কাছে। আমি আমার ব্লগে এই বেপারটা যেভাবে করি সেই পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে দেখে ফেলি কিভাবে Blogspot এ হোমপেজ সেট করা যায়...

১। প্রথমে আপনার ব্লগ একাউণ্ট এ লগইন করুন
২। এবার Dashboard থেকে যে ব্লগটায় আপনি হোম পেজ সেট করতে চান সেটার নিউ পোষ্ট ক্লীক করুন।
৩। যে বিষয় টা হোমপেজ হিসাবে রাখতে চান সেটা নিয়ে লিখে পোষ্ট পাবলিশ করে দিন।
৪। পোষ্ট পাবলিশ হয়ে গেলে এই পোষ্ট টার ইডিট পোষ্ট অপশনে ক্লীক করুন।
৫। এখন পোষ্ট এর শেষের দিকে Labels: এর নিচে Post Options এ ক্লিক করুন, নিচের ছবির মতন।

৬। লক্ষ করুন নিচেরএ ছবির মতন ই বাড়তি অপশন টুকু চলে আসবে

৭। এখন মার্ক করা যায়গায় পোষ্ট পাবলিশ করার সময় সুচি চলে আসবে, আর ব্লগার বন্ধুরা আসল কাজ কিন্তু এখানে-ই...

৮। এখানে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে বিদ্যমান date টা কে উঠীয়ে এই বছরের লাস্ট date (১২/৩১/২০১১)টা দিয়ে দিন, নিচের ছবির মতন।

৯। পোষ্ট পাবলিশ করে দিন, ব্যাস আপনার কাজ শেষ। ব্লগ টা দেখুন পোষ্ট টা হোমপেজ হিসাবে সেট হয়ে গেছে আর পরীক্ষা করুন সব ঠিক আছে কিনা।

Note: আপনি এখানে আগামি যে কোন তারিখই দিতে পারবেন আর সেই তারিখ পর্যন্তই এই পোষ্ট টা হোমপেজ হিসাবে থাকবে। আর প্রয়োজন অনুযায়ী আবার তারিখ বাড়িয়ে আগামি আর একটা তারিখ দিয়ে দিন। ব্যাস সমস্যা সমাধান।

বন্ধুরা লেখাটা কেমন হল সেটা আশাকরি কমেন্ট দিয়ে জানাবে। বাংলা ব্লগিং করতাম না তাই মজা দিয়া আর গুছায়া লিখতে পারলাম না তাই দুঃখিত। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভাল থাকেন সবাই। আজকের মত এখানেই বিদায়।

এই বিষয়ে যে কোন প্রবলেম এ আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায়ঃ [email protected]

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল

    ধন্যবাদ আপানার মন্তব্যের জন্য…

    ভালই লিখেছেন। এটা নিয়ে অনেক আগেই পোস্ট হয়েছে। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/36210/
    কষ্ট করে লিখেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, টিউন করার আগে সার্চ দিয়ে নিবেন আগে কেউ এই রকম পোস্ট করেছে কি না

    Reply @ morning_star
    Taher Chowdhury Sumon says: ব্রাদার দুর্ভাগ্য ক্রমে আপনার লেখটার সাথে মিলে গেছে… তবে আমি নিষ্টার সাথে এতো টুকু বলতে পারি যে আমি এই লেখাটা অনলাইন এ এখনও পরিনি। আপনারটা তো না ই তবে… আপনি কিন্তু এটা কে Blogspot এ Homepage সেট আপ হিসাবে আখ্যা দেননি … যাই হোক ধন্যবাদ আপনাকে…

Hm.mojar to

খুব ভালো লাগলো।তো এখন আপনি ভালো আছেন তো!!!

    ধন্যবাদ ভাই কষ্ট করে লেখটা পড়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। আপনিও ভাল থাকেন এই কামনা।

Level 0

সত্যিই অনেক দরকারি জিনিস দিলেন ভাই। টেম্পলেট ও গেজেট এর জন্য ভাল কোন ঠিকানা দেয়া যায়?

অঃটঃ আমার ব্লগস্পট (http://techpress24.blogspot.com/) সাইটের জন্য একটা ভালো টেম্পলেট দরকার। ১১-১২ দিন আগে ওপেন করেছি। সবার নিমন্ত্রণ রইল আমার ব্লগে।

    আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সময় করে টিউনটি পড়ার জন্য। ব্লগস্পট এর বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক টিউন করার ইচ্ছা আছে । আশা করি আপনাদের সাপোর্ট পাবো।

    ও হে টেম্পলেট দরকার… আপনি টেম্পলেট এর জন্য এ যেতে পারেন নিচের সাইট গুলোতে। এখানকার টেম্পলেট গুলো আসলেই খুব চমৎকার।

    http://gorgeoustemplates.blogspot.com/
    http://www.ourblogtemplates.com
    http://www.btemplates.com

    খুব ভাল। কাজে লাগবে। অশেষ ধন্যবাদ। @ সুমন ভাই।
    Arafat @ আপ্নের ব্লগে read more অপশন মনে হয় নাই। আরো কয়েকটা পোস্ট করলে সব লেখা এক পেজ ই আসবে। তখন ভিজিটরে মেগাবাইটের ১২ টা বাজবে। সব লেখা এক পেজ এ পড়তে নিশ্চয় ভাল্লাগে না……

ধন্যবাদ । অনেক দরকারি টিউন। বুকমার্ক করে রাখলাম

    আপনাকেও অনেক ধন্যবাদ Zahid ভাই। ব্লগস্পট এর বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক টিউন করার ইচ্ছা আছ । আশা করি আপনাদের সাপোর্ট পাবো।

থেঙ্কু। আমার ব্লগে এপ্লাই করমু 😀