ম্যাসেন্জার এর কিছু জানা ও অজানা ফিচার ২০১৯

* ম্যাসেন্জার কী.? What is Messenger? *
Facebook এর একটি পার্ট হচ্ছে Messenger. প্রথমে Messenger ফেসবুক এর একটি পার্ট ছিলো। তবে কয়েক বছর পর, Whatsapp, IMO ম্যাসেন্জার এর সাথে টেক্কা দিতে ফেসবুক Messenger কে একটি আলাদা বিভাগ করে দিয়েছে।

* ম্যাসেন্জার লাইট। Messenger Lite *
Messenger Lite মূল ম্যাসেন্জার অ্যাপের কম মেগাবাইট ভার্সন। অনেকের ফোন কম র‌্যাম যুক্ত হওয়ার কারনে তারা ফেসবুক এর মূল ম্যাসেন্জারটি ব্যবহার করতে পারে না। তাই যাদের ফোনে র‌্যাম কম তাদের জন্য Facebook এর এই ছোট্ট উপহার।

* ম্যাসেন্জার লগিন অনলাই। Messenger Login Online *
http://www.messenger.com এই ঠিকানায় গিয়ে আপনি ওয়েব সাইটের মাধ্যমে Facebook ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক Messenger এ লগিন করতে পারবেন।

* ম্যাসেন্জার কম্পিউটারে ডাউনলোড করুন। Messenger Download For Pc *
Windows 10 এর Pc তে খুব সহজেই ম্যাসেন্জার সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আপনি আপনার পিসি থেকে উইন্ডোজ এপ স্টোরে গিয়ে Messenger এর অফিশিয়াল এপ টি সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

* ম্যাসেন্জারে একাউন্ট খুলুন। Open Messenger *
আমি প্রথমেই বলেছি ম্যাসেন্জার আর ফেসবুক আলাদা হয়ে গেছে সেহেতু আপনি ফেসবুক একাউন্ট ছাড়া ও শুধু মাত্র ফোন নম্বর দিয়ে ও ম্যাসেন্জার একাউন্ট খুলতে পারবেন।

* Messenger Apps Download 2019 *
ম্যাসেন্জাররের নতুন অ্যাপে কিছু আপডেট আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে Message Unsent In Messenger এবং Chat Background পরিবর্তন। এই ফিচারটি অবশ্য Whatsapp এ অনেক আগে থেকেই রয়েছে।

* আনসেন্ড ম্যাসেজ সহ ম্যাসেন্জার এর আরও মজার মজার ফিজার এবং ট্রিকস দেখতে এখানে যানঃ *

Level 0

আমি মিল্টন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস