যাদের কম্পিউটার বার বার রিস্টার্ট দেয় তাদের জন্য IDM এর একটি ট্রিক্স

IDM দিয়ে ডাউনলোডের সময় যদি হঠাৎ করে কম্পিউটার রিস্টার্ট নেয় তাহলে অনেক সময় ডাউনলোড হতে থাকা কিছু ফাইল হারিয়ে যায়। একটি বড় ফাইল ৫০% বা আরো বেশি অবস্থায় যদি ডাউনলোড থেকে হারিয়ে তাহলে কার না খারাপ লাগবে?? যারা UPS ছাড়া কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের এ সমস্যায় বেশি পড়ার কথা, তার উপর এখন বর্ষা কাল আসতেছে, ঝড় ও বজ্র পাতের কারনে যেকোন সময়ই কম্পিউটার রিস্টার্ট দেওয়ার সম্ভবনা থাকতে পারে।

যদি আপনার ডাউনলোড হচ্ছে এমন ফাইল হারিয়ে যায় তাহলে প্রথমে System tray থেকে IDM কে Exit করুন। তার পর Start > Program files >> Internet Download Manager সিলেক্ট করে আবার IDM রান করান। তাহলে আগে যে গুলো হারিয়েছেন সে গুলো আবার ফিরে পাবেন।

টিউনটি অনেক ছোট হয়ে গেছে  🙁

সবাইকে টেকটুইটস এ স্বাগতমঃ http://techtweets.com.bd/

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই IDM থেকে কিভাবে RESUME করার কোনো টিপস থাকলে বলেন ।মাঝে মাঝে 99%downloded file আর রিজিউম করা যাই না ।

ভাই আমি idm install দিতে পারি না ।install দিলেই restart নেয় । কি করতে পারি?

    আপনি নতুন ইন্সটলার নামিয়ে নিন, হয় তো আপনার ঐ সফট এ সমস্যা আছে / আগে যদি ইন্সটল থাকে তাকে আগে আনইন্সটল করে নিন।

আপনাদের মত পুরানো টিউনারদের কাছ থেকে বেশী তথ্যবহুল টিউন আশা করি।

অনেক ধন্যবাদ আপনাকে। ট্রিকস টা জানতাম না।