এই যে আপনাকে বলছি। আজকে আমি আপনার সাথে আমার দেখা ৫ টি জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নিয়ে বরাবরের মত বকবক করব। একটু ধৈয্য নিয়ে পড়বেন, আশাকরি কিছুটা হলেও জানতে পারবেন যদি একেবারেই আপনার ধারনা না থেকে থাকে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি বা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয় এসব নিয়ে যদি আপনাদের একেবারে জানা না থাকে তাহলে আগে জেনে নিতে হবে যে – অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংকে পেশা হিসেবে নিতে পারি।
আমার কিছু আর্টিকেলে আমি-এফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখান থেকে দেখে আসতে পারেন সেই আর্টিকেল গুলো যদি আপনি জেনে না থাকেন। আজকের আর্টিকেলে কিছু অসাধারণ মার্কেট প্লেস নিয়ে আলোকপাত করবো।
৫ টি অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস এর নাম ঃ-
আমার দেখা অ্যামাজন ডট কম হলো সেরা একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। অ্যামাজনে এমন কোন প্রোডাক্ট নেই যেটা আপনি খুঁজলে পাবেন না। অ্যামাজনের প্রতিষ্ঠাতার নাম – Jeff Bezos। ১৯৯৫ সালে প্রথম অ্যামাজন প্রতিষ্ঠিত হয়।
সেই থেকে আজকের অ্যামাজন এত উন্নত। প্রথম যখন অ্যামাজন প্রতিষ্টিত হয়েছে, তখন অ্যামাজনের নাম ছিলো – Cadabra। Cadabra ছিলো Jeff Bezos এর একটি কম্পানির নাম এবং সেই কম্পানির নাম পরবর্তিতে ১৯৯৫ সালের দিকে অ্যামাজনে রুপান্তরিত করা হয়। আর এভাবেই অ্যামাজন নাম একটা বিশাল অফলাইন কম্পানি এবং অনলাইন E- কমার্স সাইট হিসেবে এতটা বিস্তার লাভ করে।
এই E-কমার্স সাইটে মিলিওন মিলিওন মানুষ সেলসম্যান হিসেবে কাজ করে বলে এটাকে আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস হিসেবেও চিনি। অ্যামাজন নিয়ে আলাদা ভাবে লিখতে গেলে আমি লিখে শেষ করতে পারবোনা। তবুও আমি অ্যামাজন নিয়ে অল্প কিছু ফিচার নিচে আলোকপাত করছি-
অ্যামাজন নিয়ে জানার অনেক কিছুই আছে। এত অল্প লেখায় অ্যামাজনের টোটাল ফিচার খেলা সম্ভব না। উইকিপিডিয়া থেকে আরো অনেক বেশি বিস্তারিত জানতে পারবেন। ইচ্ছে হলে উইকিপিডিয়া থেকে গুগল সার্স করে জেনে নিবেন। আমি শুধু অ্যামাজনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম।
অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে অন্যতম একটি সাইট হলো ক্লিকব্যাংক। ১৯৯৮ সালে ক্লিকব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় “টিম এন্ড ইলিয়েম বারবের” মাধ্যমে। অর্থাৎ ক্লিকব্যাংক এর প্রতিষ্ঠাতা হলো – টিম এন্ড ইলিয়েম বারবের।
ক্লিকব্যাংকে পুরো বিশ্বব্যাপি ৬ মিলিওনের বেশি ক্লাইন্ট। যেটা সত্যিই একটি অনেক বড় এচিভমেন্ট। যদি বলা হয় ক্লিকব্যাংক কোন প্রোডাক্ট এর জন্য বিখ্যাত? তাহলে উত্তর হবে অবশ্যই টেকনোলজি রিলেটেড যত প্রোডাক্ট আছে সব আপনি ক্লিকব্যাংকে পাবেন।
তাই বলাই যায় যে – ক্লিকব্যাংক ডিজিটাল কনটেন্ট এর জন্য বিখ্যাত। এছাড়াও অন্যান্য আরো ২০ টি কেটাগড়িতে সাজানো মিলিয়ন এর থেকেও বেশি প্রডাক্ট আপনি ক্লিকব্যাংকে পাবেন। ক্লিকব্যাংক নিয়ে আরো জানতে চাইলে এখান থেকে বিস্তারিত জেনে নিন।
২০ বছর আগে প্রতিষ্ঠিত রাকুতেন ডট কম আজকের অন্যতম বিখ্যাত অনলাইন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। রাকুতেন এর প্রতিষ্ঠাতার নাম – Scott Blum। বরাকুতেন ডট কম এর অন্যতম স্পন্সর হলো বিখ্যাত ফুটবল ক্লাব এফ সি বার্সেলোনা। রাকুতেন ডট কম নিয়ে আরো বিস্তারিত জেনে নিন এখান থেকে।
২০০০ সালে প্রতিষ্ঠিত Shareasale.com একটি বিখ্যাত অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এটির প্রতিষ্ঠাতার নাম – Brain Littleton। এই সাইট সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন এখান থেকে।
Pierre Omidyar হলো eBay ডট কম এর প্রতিষ্ঠাতা। Pierre Omidyar ছিলেন একজন কম্পিউটার প্রোগ্রামার। ১৯৯৫ সালের ৩ ই সেপ্টেম্বর প্রায় ২২ বছর আগে তিনি প্রটিষ্ঠিত করেন eBay ডট কম। তার এই কম্পানিতে প্রায় ১২, ৬০০ এমপ্লোয়ার কাজ করেন (২০১৬ সালের রিপোর্ট অনুযায়ী) বিভিন্ন কেটাগরিতে। eBay ডট কম নিয়ে বিস্তারিত জেনে নিন এখান থেকে।
আমি শুধু ৫ টি সাইট নিয়ে অল্প কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এই সাইট গুলো সম্পর্কে বিস্তারিত আরো অনেক কিছু জানার আছে। আমি চেষ্টা করেছি প্রতিটা সাইট সম্পর্কে বিস্তারিত কিছু রিচোর্সের এর লিংক দেওয়ার। আপনি ঐ লিংক গুলোতে গেলে আরো বিস্তারিত ইনফরমেশন পাবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ!
আমি কাওকাব নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।