অনেক সময় কন্ট্রোল প্যানেল এর কিছু আইটেম আমাদের দরকার হয় সবসময় । আর সে জন্য যদি এমনটি হয় সে সব আইটেম মাই কম্পিউটার এর পেজ এ নিয়ে আসা যায় তাহলে ব্যাপারটা অনেক সহজ হয় । আর সে কাজটি করা যায় computer customizer সফটওয়্যার এর সাহায্যে ।
আর কোন কথা নয় এবার কাজের কথায় আসি ...
১. ১ম এ সফটওয়্যার টি ডাউনলোড করে নিন । তারপর ইন্সটল করুন ।
নিচের মতো উইন্ডো আসবে । এখান থেকে পছন্দমত আইটেম সিলেক্ট করে নিন ।
২. আরও কয়েকটি screen shot........
কোনো আইটেম রিমুভ করতে check mark তুলে দিন ।
৩. setting শেষ করলে নিচের মতো দেখা যাবে
৪. আর আপনি ইচ্ছা করলেই enable/disable করতে পারবেন । এভাবে
COMPUTER CUSTOMIZER ডাউনলোড করুন এই সাইট হতে
http://dl.dropbox.com/u/14492668/Computer%20Customizer.zip মাত্র ১৯৩kilobyte(windows vista and windows 7 এর জন্য )
এটা আমার প্রথম টিউন । আসা করি সবার ভালো লাগবে । সবার জন্য শুভ কামনা রইল ।
আমি নাসিম বিন জসিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার প্রথম টিউনটি ভাল হয়েছে, ধন্যবাদ।