নোট প্যাড যাদু – পর্ব (১)

অনেক দিনপর আবার লিখতে বসলাম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনেকে হয়তো শিরোনাম পড়ে ভাবতে পারেন কোন যাদু শিখাবো কিনা না। না আসলে সে রকম কিছু না এটা আসলে একটি ধারাবাহিক টিউন যেখানে আপনারা জানতে পারবেন নোটপ্যাডের না না রকমের টিপস এন্ড ট্রিকস আশা করি আপনাদের ভাল লাগবে।
নোটপ্যাড সব সময় আমার প্রিয় একটি টুল কারণ নোটপ্যাড দিয়ে অনেক সহজে অনেক কিছু করা যায়। আপনারা হয়তো নোটপ্যাড দিয়ে অনেক ট্রিকস জানেন তারপর যদি একজন কেও নতুন কিছু শিখাতে পারি তাতেই আমি খুশি।

লগ বুক ( log book )

লগ বুক তৈরি করতে আপনাকে যা করতে হবে তাহলো -
নোটপ্যাড খুলে প্রথম লাইনে লিখতে হবে - .LOG তারপর txt ফরমেটে সেভ করুন।
এবার নোটপ্যাডটি ওপেন করুন এবং দেখুন চলতি সময় ও তারিখ এসে গেছে।

log.JPG

এবার থেকে যখন আপনি নোটপ্যাডটি ওপেন করবেন দেখবেন চলতি সময় ও তারিখ এসে গেছে।
এটাতে আপনি আপনার daily notes বা diary হিসাবে ব্যবহার করতে পারেন।এছাড়াও আপনি যখনি F5 চাপ দেবেন চলতি সময় ও তারিখ এসে যাবে।

একজনেরও ভাল লাগলে ধারাবাহিকটি চলবে ................

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

েজাশ…………….
তারপর……………..

Level New

এটা সরাসরি কাজ করতেছে না কেন……

Level New

ভাল। বেশি করে লেখেন

Level 2

বেশ তো ভাল লাগলো।

ভাই আমার মত লোক অপেক্ষায়…..। তাই তাড়াতাড়ি………..

আরে ভাই আপনার লেখা ভাল লাগবে না কেন? অবশ্যই ভালো লাগছে।

Level 0

মঈন ভাই এতগুলো পাঠকের ভাল লাগল আর আপনি এখনো চুপচাপ বসে আছেন? আর দিচ্ছেন যখন একটু বেশী করে ২/৩টা একসাথে দিলে কি হয়? আপনার লিখা পেলাম অনেকদিন পর। প্লিজ ভাই তাড়াতাড়ি দেন।

Level New

খুবই ভাল লেগেছে, চালিয়ে যান

কি মজা …। অনেক ধন্যবাদ …। আরও চাই…

Level New

সবাইকে ধন্যবাদ।

আরো কিছু চাই । জোস হয়েছে।

ভাল লাগল। অনেক ধন্যবাদ।

চমৎকার! খুব ভাল লাগল । চালিয়ে চান ভাই।

Level New

ভালো লেগেছে।

আরো চাই….. ভাল লাগলো……

Level New

ji baia valo lagsee apne aro darun kisu write koren amader jonno

সুন্দর!!

Level 0

চমৎকার! খুব ভাল লাগল ।

ফাটাফাটি অফার , ভাই আরও চাই…………।

Level 0

দারুন লাগছে ভাই।এই রকম ছোট ছোট ট্রিক্স আরও দেন।ব্যাপক হইছে কিন্তু

Level 2

Thank…………S

jotil….. hoise boss, jotil….

মইনুল ভাই মনে হয় ঘুমাচ্ছে…..

ভাল