হোম থিয়েটার বানাবেন ভাবছেন? কি প্রোজেক্টর ও স্ক্রীন কিনবেন সিদ্ধান্ত নিতে পারছেন না?

আপনি প্রোজেক্টর ও স্ক্রীন কিনবেন ভাবছেন কিন্তু কি ধরনের প্রোজেক্টর ও স্ক্রীন কিনবেন সেটা সিদ্ধান্ত নিতে পারছেন না অথবা যেই প্রোজেক্টর ও স্ক্রীন কিনবেন সেটা আপনার কাজের উপযোগী কিনা জানতে নিচের লিখাটুকু আপনাকে সাহায্য করবে বলে আশা করি।

প্রোজেক্টরঃ হোম থিয়েটারের জন্য Full HD (১৯২০ - ১০৮০p) থেকে শুরু করে আপনি উপরের যেকোন রেজুলেশনের প্রোজেক্টর কিনতে পারেন। সেক্ষেত্রে বর্তমানে বাজারে পাওয়া যায় কিছু প্রোজেক্টরের বর্ণনা দিচ্ছি দাম ও সহজপ্রাপ্তির হিসেবে কিছু প্রোজেক্টরের বর্ণনা দিচ্ছি!

১। শাওমি এম আই বা ওয়েমাক্স ওয়ান (Xiaomi MI & Wemax One)ঃ শাওমি এম আই বা ওয়েমাক্স ওয়ান Full HD (১৯২০ - ১০৮০p) রেজুলেশনের ৫০০০-৭০০০ লুমেন্সের LED প্রোজেক্টর। সাধারণত প্রোজেক্টরের লুমেন্সে বেশী হলে কনট্রাস্ট কমে হয় যারা প্রোজেক্টর ব্যবহার করেন তারা এই ব্যাপারে জানেন। যারা হোম থিয়েটার করার চিন্তা করছেন তাদের জন্য এই প্রোজেক্টর আদর্শ।

Wemax One

২। অপট্মা ইউ এইচ ডি ৫০ বা ৬০ (Optoma UHD50 & UHD60): অপট্মা ইউ এইচ ডি ৫০ বা ৬০ 4k (৩৮৪০-২১৬০P) রেজুলেশনের ২৪০০-৩০০০ লুমেন্সের LCD প্রোজেক্টর যার কনট্রাস্ট ৫০০০০০ঃ১- ১০০০০০০ঃ১ মিডিয়াম দামের ভিতর হোম থিয়েটার করার জন্য এই প্রোজেক্টর আদর্শ।

৩। অ্যাপসন ই এইচ - টি ডব্লিউ ৫৬৫০ (Epson EH-TW5650) ঃ অ্যাপসন ই এইচ - টি ডব্লিউ ৫৬৫০ Full HD (১৯২০ - ১০৮০p) রেজুলেশনের ২৫০০ লুমেন্সের LCD প্রোজেক্টর যার কনট্রাস্ট ৬০০০০ঃ১ মোটামুটি বাজেটের ভিতর অনেক ভাল প্রোজেক্টর। বাংলাদেশে ১, ০৫, ০০০-১, ২০, ০০০) টাকার মধ্যে কিনতে পারবেন।

৪। অপট্মা এইচ ডি ২৭ বা ২৯ ডার্বি (Optoma HD27 & HD29Darbee): অপট্মা এইচ ডি ২৭ বা ২৯ ডার্বি Full HD (১৯২০ - ১০৮০p) রেজুলেশনের ৩০০০-৩২০০ লুমেন্সের LCD প্রোজেক্টর। মোটামুটি বাজেটের ভিতর অনেক দুটি ভাল প্রোজেক্টর।

 

৫। এসার এইচ ৭৮৫০ বা এসার ভি ৬৮১০ (Acer H7850 & V6810) ঃ এসার এইচ ৭৮৫০ বা এসার ভি ৬৮১০ 4k (৩৮৪০-২১৬০P) রেজুলেশনের ২২০০-৩০০০ লুমেন্সের LCD প্রোজেক্টর যার কনট্রাস্ট ৫০০০০০ঃ১- ১০০০০০০ঃ১ মিডিয়াম দামের ভিতর হোম থিয়েটার করার জন্য এই প্রোজেক্টর আদর্শ। হোম থিয়েটার করার জন্য Acer H7850 অনেক বেশী উপযোগী V6810 থেকে

এছাড়া মোটামুটি বাজেটের ভিতর Viewsonic PX700HD, BenQ W1090, BenQ MH534, BenQ MH550 হোম থিয়েটার করার জন্য উপযোগী প্রোজেক্টর।

প্রোজেক্টর স্ক্রীনঃ

১। সিলভার বা হাই কনট্রাস্ট গ্রে প্রোজেক্টর স্ক্রীন (Silver / High Contrast Gray Projector Screen): হাই রেজুলেশনের (Full HD কিংবা 4k) প্রোজেক্টরের বা হাই কনট্রাস্ট (High Contrast) প্রোজেক্টরের নেটিভ কনট্রাস্ট বেশী থাকার কারণে নরমাল সাদা (Matte White) স্ক্রীনে কিছুক্ষণ পর থেকে রংধনুর মত আভা দেখা যায় আর এই সমস্যা সিলভার বা হাই কনট্রাস্ট গ্রে স্ক্রীনে হয় না। সিলভার বা হাই কনট্রাস্ট গ্রে স্ক্রীন বাকি সব ধরন ইলেক্ট্রিক বা মোটরাইজড প্রোজেক্টর স্ক্রীনের মত। যারা হোম থিয়েটার করার চিন্তা করছেন তাদের জন্য এই স্ক্রীন আদর্শ। বাংলাদেশে সিলভার বা হাই কনট্রাস্ট গ্রে স্ক্রীন 16:9 HDTV ফরমেটের বিভিন্ন সাইজের পাওয়া যায় ৯২ ইঞ্চি থেকে শুরু করে ১৫১ ইঞ্চি পর্যন্ত।

২। ফিক্সড ফ্রেম প্রোজেক্টর স্ক্রীন (Fixed Frame Projector Screen): প্রোজেক্টরের নেটিভ রেজুলেশনের (Resolution) বা কনট্রাস্ট (Contrast) উপভোগ করার জন্য এটি স্ক্রীন একটি আদর্শ স্ক্রীন। যারা হোম থিয়েটার করার চিন্তা করছেন বা হাই রেজুলেশনের (High Resolution) প্রোজেক্টরের বা হাই কনট্রাস্ট (High Contrast) এর প্রোজেক্টর ব্যবহার করেন আজই কিনে নিতে পারেন এই স্ক্রীন। বাংলাদেশে ফিক্সড ফ্রেম প্রোজেক্টর স্ক্রীন 16:9 HDTV ফরমেটের বিভিন্ন সাইজের পাওয়া যায় ৯২ ইঞ্চি থেকে শুরু করে ১৫১ ইঞ্চি পর্যন্ত।

৩। ফাস্ট ফোল্ড বা রেয়ার প্রোজেক্টর স্ক্রীন (Fast Fold / Rear Projector Screen): এই স্ক্রীন সামনে বা পিছন থেকে প্রোজেক্টশন করা যায়। যাদের প্রোজেক্টশন করার জন্য সামনে পর্যাপ্ত জায়গা নেই তারা এই ধরনের স্ক্রীন ব্যবহার করতে পারেন। তাছাড়া ব্যবহার শেষে অন্যত্র আনা নেয়া করা যায় সহজে কিন্তু এটির বাজার মূল্য অনেক বেশি। বাংলাদেশে ফাস্ট ফোল্ড বা রেয়ার প্রোজেক্টর স্ক্রীন 16:9 HDTV ফরমেটের ৩ সাইজের পাওয়া যায় ১২০, ১৫০ও ১৮০ ইঞ্চি।

বর্তমানে বাংলাদেশের বাজারে প্রোজেক্টর স্ক্রীনের যে ব্র্যান্ড গুলো প্রচিলত তার মধ্যে Dopah, Apollo, ALL IT ও Xtrime বহুল প্রচিলত।

Level 0

আমি তুহিন জুবায়েদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস