বড় দৈর্ঘ্যর ছবি যেভাবে তুলবেন!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

প্রিয় বন্ধুরা
আস্সালামু আলাইকুম

ডি এস এল আর হোক বা মোবাইল হোক ক্যামেরা দিয়ে ছবি তোলে না এমন মানুষ কি পৃথিবীতে আছে? উত্তর হচ্ছে না। বর্তমানে শিশু থেকে বৃদ্ধ যার হাতেই মোবাইল থাকে সে
যে কোন সময় যে কোন জায়গায় প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক মনের আনন্দে একটি ছবি শখ করে তুলে রাখে। অনেকে চান সুন্দর করে ছবি তুলতে আবার অনেকে আছেন যেভাবে চান সেভাবে ছবি তুলতে পারেন না শুধু মাত্র ব্যবহার না জানার কারণে। যাই হোক সবাই সব কিছু পারবে এমন তো কথা নেই। তবে শিখিয়ে দিলে অনেকে পারে এটা বলা যায়। তো আজ আমি আপনাদেরকে ক্যামেরার (বিশেষ করে মোবাইল) এমনই একটি ব্যবহার শিখাবো যা জানলে আপনিও তুলতে পারবেন অনেক বড় দৈর্ঘ্য বিশিষ্ট ছবি। যেমন ধরুন আপনি মানব বন্ধনের সব লোক সহ একটি ছবি তুলতে চাচ্ছেন সেটি কিভাবে তুলবেন? সেক্ষেত্রে আপনি অনেক পিছন থেকে ছবি তুলবেন কিন্তু মানুষ গুলোর ছেহারা দেখা যাবে না। কিংবা এমন জায়গায় আপনি আছেন যেখানে আপনি পিছনে যেতে পারছেন তাই ছবিও তুলতে পারছেন না। তো চলুন এই রকম অবস্থায় যে পদ্ধতিতে ছবি তুলবেন সেটা শিখে নিই।
পদ্ধতি:
প্রথমে আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন করুন।
তারপর নিচের অপশন থেকে Pano বা Panorama সিলেক্ট করুন। আপনার ক্যামেরাতে নিচের ছবির মতো উইন্ডো আসবে। এবার ছবি তোলার বাটনে ক্লিক করুন।
এবং মোবাইলটিকে প্রথমে যেখানে ধরবেন সেখান থেকে ডান দিকে আস্তে আস্তে ঘোরান। দেখবেন মোবাইলের সাথে তীর চিহ্নটিও বামথেকে ডান দিকে যাচ্ছে। তবে আপনি যদি মোবাইল না নাড়ান তাহলে কিন্তু ছবি উঠবে না। সর্বশেষে স্টপ বাটনে ক্লিক করুন। এবং আপনার তোলা পেনোরামা ছবিটি গ্যালারী থেকে দেখুন।

ভাল থাকবেন সবাই
আল্লাহ হাফেজ।

Level 1

আমি সাইফুদ্দিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস