বাংলা সংবাদপত্রের প্রিয় লেখাটি সহজেই কম্পিউটারে সেভ করুন……

অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন কিভাবে বাংলা সংবাদপত্রের সংবাদ কম্পিউটারে সেভ করা যায়। অনেক সময় সেভ করা গেলেও ঠিকমত ফন্ট আসেনা, সমস্যা থেকেই যায়। এই লেখার মাধ্যমে এই সকল সমস্যার সহজ সমাধান দেওয়ার চেষ্টা করছি।

প্রথমেই এখান থেকে Pdf-24 সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

014.jpg

এরপর সফটওয়্যারটি রান করুন এবং মিনিমাইজ করে রাখুন।

তারপর যে সংবাদটি সেভ করতে চান সেটি ওপেন করুন এবং সেভ করার জন্য আপনার ব্রাউজারের ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করুন।

02_print.jpg

প্রিন্টার হিসেবে pdf24 নির্বাচন করুন এবং প্রিন্ট করুন।

03_select_printer.jpg

প্রিন্ট হয়ে গেলে pdf24 সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করে প্রথম ছবিতে দেখানো সেভ বাটনটিতে ক্লিক করুন এবং আপনার প্রিন্ট করা ফাইলটির নাম দিয়ে pdf ফরমেটে সেভ করুন।

04_save.jpg

05_file-name-and-save.jpg

এবার সেভ করা ফাইলটি ওপেন করে দেখুন আপনার প্রিয় সংবাদটি পিডিএফ আকারে সেভ হয়েছে।

06_open-saved-file.jpg

একইভাবে Ms Word-এর যেকোনো লেখা, যেকোনো ওয়েবপেজ pdf আকারে কম্পিউটারে সেভ করা যাবে।

Bangla News Paper পড়তে চাচ্ছেন কিন্তু সঠিক লিঙ্কটি জানেন না ? তাহলে সবগুলো দৈনিক Bangla Newspaper এর লিঙ্ক একসাথে পাওয়ার জন্যে দেখুন -  List of All Bangla Newspaper

ধন্যবাদ।

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আিম ফাইলটি প্রিন্ট করি তাহলে ওটা আর েসভ করার িক দরকার……….

@আজাদ- প্রিন্ট করার মানে এই নয় যে আপনি প্রিন্টার দিয়ে কাগজে প্রিন্ট করছেন, এই প্রিন্ট এর মানে হচ্ছে আপনি যেটা প্রিন্ট করতে চাচ্ছেন সেটা print এর মাধ্যমে pdf-24 দিয়ে পিডিএফ ফাইল আকারে প্রিন্ট করছেন এবং সেটা কম্পিউটারে সেভ করছেন।

Level 0

আমি Do Pdf দিয়ে করি।

দারুন!! কাজে আসবে।

ধন্যবাদ।আমি মোবাইলে বাংলা পেপার পড়তে চাই। কিভাবে সমভাব। আমি ই-৫১ নোকিয়া ফোন ব্যবহার করছি।

ভাল

Level 2

@ মাজহার, আপনি অপেরা মিনি ব্যাবহার করে দেখুন এবং টেকটিউনেই ইউনিকোড বাংলা মোবাইলে কিভাবে পড়বেন তার একটি টিউন আছে। পড়ে নিন।

Level 2

এতে পেপার পড়ার ব্যাপারে হয়তোবা সাহায্য হবে।

অনেক ভালো …। (eprothomalo.com টে এমনিতে সেফ করা যায়)

হিরা ভাই, ধন্যবাদ। আমি অপেরা মিনি ৪*২ ব্যবহার করি।কিনতু বাংলা পেপার পড়তে পারিনা।আমি স্যামহয়্যার ইন বাংলায় পড়তে পারি।যদি কেউ সাহাষ্য করেন উপকৃত হব।

ভালো লাগছে । । । ।

ভাই ভাল জিনিস দিছেন অনেক কাজে লাগবে।ধন্যবাদ।

ভাই আমি নতুন পাগল তাই এত পরে ধন্যবাদ দিলাম।